মুম্বই, 1 এপ্রিল : মুম্বইয়ে আইপিএলের শিবির শুরু করে দিল চেন্নাই সুপার কিংগস ৷ আর সেই সঙ্গে খোশ মেজাজে দেখা গেল চেন্নাইয়ের দুই তারকা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়নাকে ৷ নেট সেশনের পাশাপাশি, ট্রেনিংয়ে ঘাম ঝরাতে দেখা গেল দুই ওল্ড চেন্নাইয়নকে ৷ সেই সঙ্গে দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গেও চললো খুনসুটি ৷ প্রথমদিনের প্র্যাকটিসের এমনই খোশ মেজাজের একটি ভিডিয়ো শেয়ার করেছে চেন্নাই সুপার কিংগস ৷
-
07:03 Anbu Moments! #Yellove #WhistlePodu 💛🦁 @msdhoni @ImRaina pic.twitter.com/eJ1pdDuLMt
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">07:03 Anbu Moments! #Yellove #WhistlePodu 💛🦁 @msdhoni @ImRaina pic.twitter.com/eJ1pdDuLMt
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 202107:03 Anbu Moments! #Yellove #WhistlePodu 💛🦁 @msdhoni @ImRaina pic.twitter.com/eJ1pdDuLMt
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 2021
আগামী 9 এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল 14 ৷ এবারে করোনা পরিস্থিতির কারণে প্রত্যেকটি দলকে ঘরের মাঠে খেলা থেকে বঞ্চিত হতে হচ্ছে ৷ তাই অন্যান্য দলের মত চেন্নাই দলও নিজেদের মুম্বইয়ে শিবির শুরু করেছে ৷ আর সেই শিবিরের প্রথম প্র্যাকটিস সেশনের ভিডিয়ো প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংগস ৷ যেখানে খোশ মেজাজে দেখা গল ক্যাপ্টেন কুলকে ৷ সেই সঙ্গে সতীর্থ সুরেশ রায়নার সঙ্গেও দেখা গেল গল্প গুজবে মেতে থাকতে ৷ নেট সেশনেও বড় বড় হিট শট মারতে দেখা গেল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ নেট সেশনে ঘাম ঝরালেন চেন্নাইয়ের আরেক পুরনো সৈন্য সুরেশ রায়না ৷ তাঁকেও আইপিএলের প্রস্তুতিতে নেট সেশনে বড় শট মারতে দেখা গেল ৷ প্রসঙ্গত, গত আইপিএলে ব্যক্তিগত কারণে দুবাইতে গিয়েও কোনও ম্যাচ না খেলে দেশে ফিরতে হয় সুরেশ রায়নাকে ৷ তাই একবছর পর ফের আইপিএলে নামতে চলেছেন রায়না ৷
আরও পড়ুন :আইপিএল থেকে নাম প্রত্যাহারে সোশাল মিডিয়ায় ট্রোলড জস হ্যাজ়েলউড
নিজেদের প্র্যাকটিস সেশনের পর জুনিয়র ক্রিকেটারদের প্র্যাক্টিসও মনোযোগ দিয়ে দেখলেন ধোনি এবং রায়না ৷ স্যাম কুরানদের মতো ইয়ং প্লেয়ারদের নেট সেশন খুটিয়ে দেখেন তাঁরা ৷ প্রসঙ্গত, গত বছর আইপিএলে চেন্নাই সুপার কিংগস 7 নম্বের শেষ করেছিল ৷ যা আইপিএল ইতিহাসে চেন্নাইয়ের সবচয়ে খারাপ পারফর্মেন্স ৷ এর আগে সবক‘টি সিজ়নে চেন্নাই অন্তত প্লে অফে কোয়ালিফাই করেছিল ৷ 10 এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল 14-র প্রথম ম্যাচ খেলতে নামবে ধোনির চেন্নাই ৷