ETV Bharat / sports

Ticket Scam at Eden: ক্রিকেটাররা পাচ্ছেন না, ইডেন ম্যাচের টিকিট নিয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতারা; ক্ষোভ উগরে দিলেন অর্ণব - কলকাতা নাইট রাইডার্স ম্যাচের টিকিট বিতর্ক

ইডেনে ম্যাচ টিকিট পান না জেলা ক্রিকেটাররা ৷ অভিযোগ করলেন মোহনবাগানের অর্ণব নন্দী ৷ তাঁর অভিযোগ সিএবি থেকে পাঠানো সব টিকিট নাকি স্থানীয় বিধায়ক নিয়ে চলে যান জেলা ক্রীড়া দফতর থেকে ৷

Ticket Scam at Eden ETV BHARAT
Ticket Scam at Eden ETV BHARAT
author img

By

Published : Apr 16, 2023, 8:35 PM IST

5 বছর ধরে ইডেনের ম্যাচ টিকিট পান না জেলার ক্রিকেটাররা, অভিযোগ অর্ণবের

কলকাতা, 16 এপ্রিল: আইপিএল ম্যাচের টিকিট নিয়ে বিতর্ক ৷ তাও আবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স ম্যাচের টিকিট নিয়ে ৷ সোশাল মিডিয়ায় এ নিয়ে সরব হয়েছেন মোহনবাগান ক্রিকেটার অর্ণব নন্দী ৷ বাংলা দলের নিয়মিত এই অলরাউন্ডারের অভিযোগ হুগলি জেলা ক্রীড়া প্রশাসনের বিরুদ্ধে ৷ রাখঢাক না-রেখে টিকিট নিয়ে দুর্নীতির অভিযোগ করলেন তিনি ৷

রবিবার অর্ণব সোশাল মিডিয়ায় লিখেছেন, “এমনই দিনকাল এল, সিএবি যে জেলা দলগুলির রেজিস্ট্রার খেলোয়াড়দের জন্য ইডেনে আয়োজিত আইপিএল এবং আর্ন্তজাতিক ম্যাচের টিকিট বরাদ্দ করে সেই টিকিটগুলো কোনও খেলোয়াড়ের কাছেই পৌঁছয় না ৷ আমাদের হুগলি জেলা সংস্থার কর্মকর্তাদের কাছে টিকিটের কথা জানতে চাইলে, তাঁরা বলেন এমএলএ সব টিকিট নিয়ে গিয়েছেন ৷ তাই কোনও টিকিট দেওয়া সম্ভব নয় ৷ আমার একটাই প্রশ্ন, যে সব খেলোয়াড়রা মাঠে রোদের মধ্যে ঘাম ঝরিয়ে জেলা দলকে দিনের পর দিন চ্যাম্পিয়ন করছে ৷ তাঁদের প্রাপ্য ছিনিয়ে নেওয়ার অধিকার কি এমএলএ বা কোনও নেতার আছে ?’’

Ticket Scam at Eden ETV BHARAT
ইডেনের ম্যাচ টিকিট নিয়ে বিস্ফোরক সেই ফেসবুক পোস্ট অর্ণব নন্দীর

সেখানে তিনি এও লিখেছেন, যদি নেতা মন্ত্রীরাই ম্যাচের টিকিট নিয়ে যাওয়ার অধিকারী হন, তাহলে পরের বছর থেকে তাঁরাই মাঠে নেমে হুগলি জেলাকে চ্যাম্পিয়ন করবে সিএবি'র টুর্নামেন্টে ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে বিভিন্ন স্তরে ৷ ইটিভি ভারতকে ফোনে অর্ণব জানিয়েছেন, এই সমস্যা প্রত্যেক জেলাতেই রয়েছে ৷ সিএবি-কে এই ব্যাপারে জানানোর দরকার আছে বলে মনে হয় না তাঁর ৷ নিয়ম অনুযায়ী, জেলা ক্রীড়া সংস্থায় সম্মানিক সভাপতি পদে থাকেন জেলাশাসক এবং সাংসদ ৷ আর হুগলির সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায় কোনও কিছুতেই থাকেন না বলে অভিযোগ অর্ণবের ৷

আরও পড়ুন: ভেঙ্কটেশের প্রথম আইপিএল শতরান, পলটনদের 186 রানের লক্ষ্যমাত্রা দিল নাইটরা

সাংসদ হিসেবে তিনি বিভিন্ন অনুষ্ঠানে আসেন মাত্র ৷ একই কথা জেলাশাসকের ক্ষেত্রেও খাটে বলে অভিযোগ অর্ণব নন্দীর ৷ তবে, যে বিধায়কের বিরুদ্ধে অর্ণব নন্দী অভিযোগ করেছেন, তিনি অসিত মজুমদার ৷ মোহনবাগান ক্রিকেটার বলেন, “গত দু’বছর ধরে হুগলিকে জেলা লিগে চ্যাম্পিয়ন করেছি আমরা ৷ দল গড়ার দায়িত্ব দেওয়া হলে, শক্তিশালী দল গড়ি আমরা ৷ অথচ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোনও অভিনন্দন বার্তা এমনকি ফুলও দেওয়া হয় না ৷ প্রাপ্য টিকিটও পাচ্ছি না ৷ এই সমস্যা শুধু আমাদের জেলাই নয় অন্য জেলাতেও রয়েছে ৷ গত পাঁচ বছর ধরেই এই সমস্যা চলছে ৷ ইডেনে যে খেলাই হোক না কেন, টিকিট খেলোয়াড়রা পায় না ৷” আন্তর্জাতিক হোক বা আইপিএল, ম্যাচের টিকিট রাজনৈতিক নেতারা নিয়ে চলে যাচ্ছেন ৷ এই ছবি সিএবি-তে চোখ-কান খোলা রাখলেই দেখা যায় বলে অভিযোগ অর্ণবের ৷

5 বছর ধরে ইডেনের ম্যাচ টিকিট পান না জেলার ক্রিকেটাররা, অভিযোগ অর্ণবের

কলকাতা, 16 এপ্রিল: আইপিএল ম্যাচের টিকিট নিয়ে বিতর্ক ৷ তাও আবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স ম্যাচের টিকিট নিয়ে ৷ সোশাল মিডিয়ায় এ নিয়ে সরব হয়েছেন মোহনবাগান ক্রিকেটার অর্ণব নন্দী ৷ বাংলা দলের নিয়মিত এই অলরাউন্ডারের অভিযোগ হুগলি জেলা ক্রীড়া প্রশাসনের বিরুদ্ধে ৷ রাখঢাক না-রেখে টিকিট নিয়ে দুর্নীতির অভিযোগ করলেন তিনি ৷

রবিবার অর্ণব সোশাল মিডিয়ায় লিখেছেন, “এমনই দিনকাল এল, সিএবি যে জেলা দলগুলির রেজিস্ট্রার খেলোয়াড়দের জন্য ইডেনে আয়োজিত আইপিএল এবং আর্ন্তজাতিক ম্যাচের টিকিট বরাদ্দ করে সেই টিকিটগুলো কোনও খেলোয়াড়ের কাছেই পৌঁছয় না ৷ আমাদের হুগলি জেলা সংস্থার কর্মকর্তাদের কাছে টিকিটের কথা জানতে চাইলে, তাঁরা বলেন এমএলএ সব টিকিট নিয়ে গিয়েছেন ৷ তাই কোনও টিকিট দেওয়া সম্ভব নয় ৷ আমার একটাই প্রশ্ন, যে সব খেলোয়াড়রা মাঠে রোদের মধ্যে ঘাম ঝরিয়ে জেলা দলকে দিনের পর দিন চ্যাম্পিয়ন করছে ৷ তাঁদের প্রাপ্য ছিনিয়ে নেওয়ার অধিকার কি এমএলএ বা কোনও নেতার আছে ?’’

Ticket Scam at Eden ETV BHARAT
ইডেনের ম্যাচ টিকিট নিয়ে বিস্ফোরক সেই ফেসবুক পোস্ট অর্ণব নন্দীর

সেখানে তিনি এও লিখেছেন, যদি নেতা মন্ত্রীরাই ম্যাচের টিকিট নিয়ে যাওয়ার অধিকারী হন, তাহলে পরের বছর থেকে তাঁরাই মাঠে নেমে হুগলি জেলাকে চ্যাম্পিয়ন করবে সিএবি'র টুর্নামেন্টে ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে বিভিন্ন স্তরে ৷ ইটিভি ভারতকে ফোনে অর্ণব জানিয়েছেন, এই সমস্যা প্রত্যেক জেলাতেই রয়েছে ৷ সিএবি-কে এই ব্যাপারে জানানোর দরকার আছে বলে মনে হয় না তাঁর ৷ নিয়ম অনুযায়ী, জেলা ক্রীড়া সংস্থায় সম্মানিক সভাপতি পদে থাকেন জেলাশাসক এবং সাংসদ ৷ আর হুগলির সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায় কোনও কিছুতেই থাকেন না বলে অভিযোগ অর্ণবের ৷

আরও পড়ুন: ভেঙ্কটেশের প্রথম আইপিএল শতরান, পলটনদের 186 রানের লক্ষ্যমাত্রা দিল নাইটরা

সাংসদ হিসেবে তিনি বিভিন্ন অনুষ্ঠানে আসেন মাত্র ৷ একই কথা জেলাশাসকের ক্ষেত্রেও খাটে বলে অভিযোগ অর্ণব নন্দীর ৷ তবে, যে বিধায়কের বিরুদ্ধে অর্ণব নন্দী অভিযোগ করেছেন, তিনি অসিত মজুমদার ৷ মোহনবাগান ক্রিকেটার বলেন, “গত দু’বছর ধরে হুগলিকে জেলা লিগে চ্যাম্পিয়ন করেছি আমরা ৷ দল গড়ার দায়িত্ব দেওয়া হলে, শক্তিশালী দল গড়ি আমরা ৷ অথচ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোনও অভিনন্দন বার্তা এমনকি ফুলও দেওয়া হয় না ৷ প্রাপ্য টিকিটও পাচ্ছি না ৷ এই সমস্যা শুধু আমাদের জেলাই নয় অন্য জেলাতেও রয়েছে ৷ গত পাঁচ বছর ধরেই এই সমস্যা চলছে ৷ ইডেনে যে খেলাই হোক না কেন, টিকিট খেলোয়াড়রা পায় না ৷” আন্তর্জাতিক হোক বা আইপিএল, ম্যাচের টিকিট রাজনৈতিক নেতারা নিয়ে চলে যাচ্ছেন ৷ এই ছবি সিএবি-তে চোখ-কান খোলা রাখলেই দেখা যায় বলে অভিযোগ অর্ণবের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.