ETV Bharat / sports

IPL 2023: অন্তিম ওভারে দুরন্ত আর্শদীপ, মুম্বইকে হারিয়ে চতুর্থ জয় পঞ্জাবের - স্যাম কারেন

অন্তিম ওভারে দুরন্ত আর্শদীপ সিং'য়ের । 13 রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয়ের সরণিতে ফিরল পঞ্জাব কিংস । ম্যাচের সেরা জয়ী দলের দলনায়ক স্যাম কারেন ।

Etv Bharat
ওয়াংখেড়েতে রানের পাহাড়ে কিংস
author img

By

Published : Apr 22, 2023, 10:19 PM IST

Updated : Apr 23, 2023, 1:12 AM IST

মুম্বই, 22 এপ্রিল: 214 রান তাড়া করতে নেমে তুল্যমূল্য লড়াই ছুড়ে দিয়েও শেষরক্ষা হল না মু্ম্বইয়ের । অন্তিম ওভারে আর্শদীপ সিং'য়ের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে টানা চতুর্থ ম্যাচে জয় তুলে নেওয়া হল না পলটনদের । রবিবাসরীয় ডাবল-হেডারের দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়েতে মুম্বই হারল 13 রানে । মাত্র 2 রান খরচ করে শেষ ওভারে জোড়া উইকেট তুললেন আর্শদীপ । জলে গেল রোহিতের 44 রান (27), সূর্যর 57 রান (26) এবং গ্রিনের 67 রান (43) । চার ওভারে 29 রান খরচ করে 4 উইকেট নিলেন বাঁ-হাতি পেসার । যার মধ্যে রয়েছে অষ্টাদশ ওভারে সূর্যকুমারের গুরুত্বপূর্ণ উইকেট ।

এর আগো শিখর ধাওয়ানকে ছাড়াই ওয়াংখেড়েতে রানের পাহাড়ে চড়ে পঞ্জাব কিংস ৷ সৌজন্যে গব্বরের বদলি দলের স্টপগ্যাপ দলনায়ক স্যাম কারেনের ব্যাট ৷ ব্রিটিশ অলরাউন্ডের মারকাটারি ব্যাটিং প্রীতির দলকে পৌঁছে দেয় 214 রানে ৷ তবে একা কারেন নন, ব্যাটারদের সম্মিলিত প্রয়াসেই রানের পাহাড় গড়ে কিংস ৷ রান পান হরপ্রীত সিং ৷ কমবেশি অবদান রাখেন টপ-অর্ডার ব্যাটাররা ৷

টানা চতুর্থ ম্যাচ জয়ের লক্ষ্যে ওয়াংখেড়েতে এদিন টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ৷ ওপেনিং জুটি সফল না-হলেও জয়ের সরণিতে ফিরতে গতিতে রান তোলা শুরু করে কিংস ৷ তবে 83 রানে 4 উইকেট খুইয়ে প্রীতির দল বেকায়দায় পড়লে পঞ্চম উইকেটে হরপ্রীত সিংয়ের সঙ্গে জুটিতে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন স্যাম কারেন ৷ দুই ব্যাটারের 92 রানের জুটিতে ম্যাচ থেকে অনেকটাই হারিয়ে যান মুম্বই বোলাররা ৷ 28 বলে 41 রান আসে হরপ্রীতের ব্যাটে ৷

আর 19তম ওভারে কারেন যখন আউট হন, দল তখন দু'শোর দোরগোড়ায় ৷ পঞ্জাব দলনায়ক 29 বলে 55 রানের ইনিংস খেলার পথে মারেন 5টি চার এবং 4টি ছয় ৷ এরমধ্যে ষষ্ঠদশ ওভারে তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের শিকার হন অর্জুন তেন্ডুলকর ৷ সচিন-পুত্রের ওভার থেকে এদিন 31 রান সংগ্রহ করেন ইংরেজ ক্রিকেটার, যা চলতি আইপিএলের সবচেয়ে ব্যয়বহুল ওভার ৷ একটি উইকেট পেলেও 3 ওভারে 48 রান খরচ করেন অর্জুন ৷ শেষদিকে জীতেশ শর্মার 7 বলে 25 রান পঞ্জাবকে পৌঁছে দেয় 214 রানে ৷ ক্যামিও ইনিংসে 4টি ছয় হাঁকান তিনি ৷

আরও পড়ুন: 'মোহিত' করলেন গুজরাত বোলাররা, স্বল্প রান বাঁচিয়ে দুরন্ত জয় হার্দিকদের

কেবল সচিন-পুত্র নন, যথেচ্ছ রান খরচ করেন মুম্বইয়ের অন্যান্য বোলাররাও ৷ 42 রান খরচ করেন জোফ্রা আর্চার ৷ 2টি উইকেট পেলেও 41 রান দেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ৷

মুম্বই, 22 এপ্রিল: 214 রান তাড়া করতে নেমে তুল্যমূল্য লড়াই ছুড়ে দিয়েও শেষরক্ষা হল না মু্ম্বইয়ের । অন্তিম ওভারে আর্শদীপ সিং'য়ের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে টানা চতুর্থ ম্যাচে জয় তুলে নেওয়া হল না পলটনদের । রবিবাসরীয় ডাবল-হেডারের দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়েতে মুম্বই হারল 13 রানে । মাত্র 2 রান খরচ করে শেষ ওভারে জোড়া উইকেট তুললেন আর্শদীপ । জলে গেল রোহিতের 44 রান (27), সূর্যর 57 রান (26) এবং গ্রিনের 67 রান (43) । চার ওভারে 29 রান খরচ করে 4 উইকেট নিলেন বাঁ-হাতি পেসার । যার মধ্যে রয়েছে অষ্টাদশ ওভারে সূর্যকুমারের গুরুত্বপূর্ণ উইকেট ।

এর আগো শিখর ধাওয়ানকে ছাড়াই ওয়াংখেড়েতে রানের পাহাড়ে চড়ে পঞ্জাব কিংস ৷ সৌজন্যে গব্বরের বদলি দলের স্টপগ্যাপ দলনায়ক স্যাম কারেনের ব্যাট ৷ ব্রিটিশ অলরাউন্ডের মারকাটারি ব্যাটিং প্রীতির দলকে পৌঁছে দেয় 214 রানে ৷ তবে একা কারেন নন, ব্যাটারদের সম্মিলিত প্রয়াসেই রানের পাহাড় গড়ে কিংস ৷ রান পান হরপ্রীত সিং ৷ কমবেশি অবদান রাখেন টপ-অর্ডার ব্যাটাররা ৷

টানা চতুর্থ ম্যাচ জয়ের লক্ষ্যে ওয়াংখেড়েতে এদিন টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ৷ ওপেনিং জুটি সফল না-হলেও জয়ের সরণিতে ফিরতে গতিতে রান তোলা শুরু করে কিংস ৷ তবে 83 রানে 4 উইকেট খুইয়ে প্রীতির দল বেকায়দায় পড়লে পঞ্চম উইকেটে হরপ্রীত সিংয়ের সঙ্গে জুটিতে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন স্যাম কারেন ৷ দুই ব্যাটারের 92 রানের জুটিতে ম্যাচ থেকে অনেকটাই হারিয়ে যান মুম্বই বোলাররা ৷ 28 বলে 41 রান আসে হরপ্রীতের ব্যাটে ৷

আর 19তম ওভারে কারেন যখন আউট হন, দল তখন দু'শোর দোরগোড়ায় ৷ পঞ্জাব দলনায়ক 29 বলে 55 রানের ইনিংস খেলার পথে মারেন 5টি চার এবং 4টি ছয় ৷ এরমধ্যে ষষ্ঠদশ ওভারে তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের শিকার হন অর্জুন তেন্ডুলকর ৷ সচিন-পুত্রের ওভার থেকে এদিন 31 রান সংগ্রহ করেন ইংরেজ ক্রিকেটার, যা চলতি আইপিএলের সবচেয়ে ব্যয়বহুল ওভার ৷ একটি উইকেট পেলেও 3 ওভারে 48 রান খরচ করেন অর্জুন ৷ শেষদিকে জীতেশ শর্মার 7 বলে 25 রান পঞ্জাবকে পৌঁছে দেয় 214 রানে ৷ ক্যামিও ইনিংসে 4টি ছয় হাঁকান তিনি ৷

আরও পড়ুন: 'মোহিত' করলেন গুজরাত বোলাররা, স্বল্প রান বাঁচিয়ে দুরন্ত জয় হার্দিকদের

কেবল সচিন-পুত্র নন, যথেচ্ছ রান খরচ করেন মুম্বইয়ের অন্যান্য বোলাররাও ৷ 42 রান খরচ করেন জোফ্রা আর্চার ৷ 2টি উইকেট পেলেও 41 রান দেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ৷

Last Updated : Apr 23, 2023, 1:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.