ETV Bharat / sports

IPL 2023: যশস্বীর শতরানের মঞ্চে আলো কাড়লেন ডেভিড, সহস্রতম ম্যাচে স্মরণীয় জয় মুম্বইয়ের - টিম ডেভিড

পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে টিম ডেভিডের বিস্ফোরক ব্যাটিংয়ে তিন বল বাকি থাকতেই জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স । 212 রান তাড়া করে 6 উইকেটে জয় তুলে নিল পল্টনরা ।

Tim David
যশস্বীর শতরানের মঞ্চে আলো কাড়লেন ডেভিড
author img

By

Published : May 1, 2023, 2:12 AM IST

মুম্বই, 1 মে: ধ্রুপদী শতরান হাঁকিয়ে দলকে লিগ টেবিলের শীর্ষে নিয়ে তোলার কাজটা অর্ধেক করেই রেখেছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু বোলারদের ব্যর্থতায় সেই সুযোগটা হাতছাড়া করল রাজস্থান রয়্যালস । জয়সওয়ালের 'যশস্বী' ব্যাটিং পারফরম্যান্সের মঞ্চে আলো কাড়লেন টিম ডেভিড । পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে সিঙ্গাপুর-জাত অজি ক্রিকেটারের বিস্ফোরক ব্যাটিংয়ে তিন বল বাকি থাকতেই জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স । 212 রান তাড়া করে 6 উইকেটে জয় তুলে নিল পল্টনরা ।

ওয়াংখেড়েতে এদিন টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন । দুরন্ত ফর্মে থাকা ওপেনার যশস্বীর ব্যাটে এদিন বিশাল রানের স্কোর খাড়া করে অ্যাওয়ে টিম । চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংসটি এদিন আসে রয়্যাল ওপেনারের ব্যাটে । মুম্বই বোলিং লাইন-আপকে তছনছ করে মাত্র 62 বলে 124 রান করেন যশস্বী । বাঁ-হাতি ওপেনার এদিন মারেন 16টি চার এবং 8টি ছয় । ওপেনে নেমে অন্তিম ওভারে গিয়ে আউট হন বছর একুশের ব্যাটার ।

জবাবে রোহিত শর্মা মাত্র 3 রানে ডাগ-আউটে ফিরলেও হাল ছাড়েনি পল্টনরা । প্রথমে ক্যামেরন গ্রিন, তারপর সূর্যকুমার যাদবের ব্যাটে প্রতি-আক্রমণে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা । 26 বলে 44 করেন গ্রিন, 29 বলে 55 রান আসে 'স্কাই'য়ের ব্যাটে । ষষ্ঠদশ ওভারে সূর্য যখন আউট হন দলের রান তখন 152 । তিলক বর্মার সঙ্গে জুটি বেঁধে বৈতরণী পার করার কাজটা সারেন টিম ডেভিড । অন্তিম ওভারে মুম্বইয়ের প্রয়োজন ছিল 16 রান ।

আরও পড়ুন: হিটম্যানের জন্মদিনে 'যশস্বী' ব্যাটিং জয়সওয়ালের, মুম্বইকরের সেঞ্চুরিতে বড় রান তুলল রয়্যালস

কিন্তু জেসন হোল্ডারের প্রথম তিনটি বল গ্যালারিতে পাঠিয়ে 3 বল বাকি থাকতেই ম্যাচ মুঠোয় পুরে নেন ডেভিড। 2টি চার, 5টি ছয়ে 14 বলে অপরাজিত 45 রান করেন অজি ব্যাটার । 21 বলে 29 রানে অপরাজিত থাকেন তিলক । ম্যাচ হেরে 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে তিনেই রইল রয়্যালস । 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে সাতে উঠে এল মুম্বই ।

মুম্বই, 1 মে: ধ্রুপদী শতরান হাঁকিয়ে দলকে লিগ টেবিলের শীর্ষে নিয়ে তোলার কাজটা অর্ধেক করেই রেখেছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু বোলারদের ব্যর্থতায় সেই সুযোগটা হাতছাড়া করল রাজস্থান রয়্যালস । জয়সওয়ালের 'যশস্বী' ব্যাটিং পারফরম্যান্সের মঞ্চে আলো কাড়লেন টিম ডেভিড । পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে সিঙ্গাপুর-জাত অজি ক্রিকেটারের বিস্ফোরক ব্যাটিংয়ে তিন বল বাকি থাকতেই জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স । 212 রান তাড়া করে 6 উইকেটে জয় তুলে নিল পল্টনরা ।

ওয়াংখেড়েতে এদিন টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন । দুরন্ত ফর্মে থাকা ওপেনার যশস্বীর ব্যাটে এদিন বিশাল রানের স্কোর খাড়া করে অ্যাওয়ে টিম । চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংসটি এদিন আসে রয়্যাল ওপেনারের ব্যাটে । মুম্বই বোলিং লাইন-আপকে তছনছ করে মাত্র 62 বলে 124 রান করেন যশস্বী । বাঁ-হাতি ওপেনার এদিন মারেন 16টি চার এবং 8টি ছয় । ওপেনে নেমে অন্তিম ওভারে গিয়ে আউট হন বছর একুশের ব্যাটার ।

জবাবে রোহিত শর্মা মাত্র 3 রানে ডাগ-আউটে ফিরলেও হাল ছাড়েনি পল্টনরা । প্রথমে ক্যামেরন গ্রিন, তারপর সূর্যকুমার যাদবের ব্যাটে প্রতি-আক্রমণে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা । 26 বলে 44 করেন গ্রিন, 29 বলে 55 রান আসে 'স্কাই'য়ের ব্যাটে । ষষ্ঠদশ ওভারে সূর্য যখন আউট হন দলের রান তখন 152 । তিলক বর্মার সঙ্গে জুটি বেঁধে বৈতরণী পার করার কাজটা সারেন টিম ডেভিড । অন্তিম ওভারে মুম্বইয়ের প্রয়োজন ছিল 16 রান ।

আরও পড়ুন: হিটম্যানের জন্মদিনে 'যশস্বী' ব্যাটিং জয়সওয়ালের, মুম্বইকরের সেঞ্চুরিতে বড় রান তুলল রয়্যালস

কিন্তু জেসন হোল্ডারের প্রথম তিনটি বল গ্যালারিতে পাঠিয়ে 3 বল বাকি থাকতেই ম্যাচ মুঠোয় পুরে নেন ডেভিড। 2টি চার, 5টি ছয়ে 14 বলে অপরাজিত 45 রান করেন অজি ব্যাটার । 21 বলে 29 রানে অপরাজিত থাকেন তিলক । ম্যাচ হেরে 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে তিনেই রইল রয়্যালস । 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে সাতে উঠে এল মুম্বই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.