ETV Bharat / sports

IPL 2023: মোহনবাগানকে বিশেষ সম্মান, শনিবার ইডেনে সবুজ-মেরুন জার্সিতে নামবেন ক্রুনালরা

লখনউ সুপার জায়ান্টস খেলতে নামবে মোহনবাগানের জার্সি গায়ে ৷ শনিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে সবুজ মেরুন জার্সি পরে খেলতে নামবে লখনউ ৷

ETV Bharat
লখনউ সুপার জায়ান্টস
author img

By

Published : May 18, 2023, 5:09 PM IST

সবুজ মেরুন জার্সিতে শনিবার ইডেনে খেলবে লখনউ

কলকাতা, 18 মে: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শনিবার সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের মঞ্চে দুই শহরের ক্রিকেট যুদ্ধে চমক এটাই। আগামী পরশুর ম্যাচে মোহনবাগানকে বিশেষ সম্মান জানিয়েই সবুজ-মেরুন জার্সি পরে নামছেন ক্রুনাল পান্ডিয়ারা । বৃহস্পতিবার অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া এবং নিকোলাস পুরানকে পাশে নিয়ে একথা জানিয়ে দিলেন লখনউ সুপার জায়ান্টসের শীর্ষকর্তা শাশ্বত গোয়েঙ্কা। শনিবারের ম্যাচের জার্সিও সামনে এল ত্রয়ীর হাত ধরে। এ বিষয়ে শাশ্বত গোয়েঙ্কা জানিয়েছেন, মোহনবাগানের ঐতিহ্য কলকাতা শহরের ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত । সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মোহনবাগান সমর্থকদের ইডেনে এসে সমর্থনের অনুরোধ করা হয়েছে।

সাধারণভাবে কেকেআরের ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে আর উৎসাহ না-থাকলেও শনিবার এই জার্সি নিয়ে উদ্দীপনা দেখা যেতে পারে ইডেনে । নীল জার্সির জায়গায় সবুজ-মেরুন জার্সি পরে নামবেন তাঁরা। তবে সেই জার্সিই কী সামনের মরশুমে পরে নামবেন প্রীতম কোটালরা? সেটা এখনও জানা যায়নি । তবে প্রতিবছর কলকাতায় খেলতে এসে লখনউ সুপার জায়ান্টস যে সবুজ-মেরুন জার্সি পরতে পারেন তার ইঙ্গিত শাশ্বত গোয়েঙ্কা দিয়ে রাখলেন । অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া জানিয়েছেন মোহনবাগানের ঐতিহ্য সম্পর্কে তিনি অবহিত । মোহনবাগান যে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে সেটাও জানা রয়েছে । তিনিও মোহনবাগান সমর্থকদের মাঠে এসে সমর্থনের আবেদন জানিয়েছেন ।

গত মরশুমে আইএসএল ফাইনাল জিতে সবুজ-মেরুন সমর্থকদের জন্য দারুণ উপহার দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা । জানিয়ে দিয়েছিলেন, মোহনবাগানের নামের সামনে থেকে এটিকে উঠে যাচ্ছে । পাশাপাশি এও জানিয়েছিলেন, পরের মরশুম থেকে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে সবুজ-মেরুন । যা বুধবার বোর্ড মিটিংয়ে সর্বসম্মতি পেয়েছে ।

এই ঘোষণায় দারুণ খুশি হয়েছিলেন মোহনবাগান সমর্থকরা । তবে এবার লখনউ সুপার জায়ান্টসের দলের জার্সি পরে কলকাতায় মাঠে নামার বিষয়টি কীভাবে তারা নেন, সেটাই এখন দেখার। কারণ, সমর্থকদের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে সবুজ-মেরুন জার্সি । সেটা পরে সাধারণভাবে খেলতে নামেন মোহনবাগান ফুটবলার বা ক্রিকেটাররা। যদিও বিষয়টিকে এখনও পর্যন্ত তাঁরা ভালোভাবে নিয়েছে বলেই ময়দানের পূর্বাভাস ।

আরও পড়ুন : শেষ চারের লড়াই থেকে বাদ পড়েও জ্বলে উঠল দিল্লি, পঞ্জাব হারায় সুবিধে হল কেকেআরের

সবুজ মেরুন জার্সিতে শনিবার ইডেনে খেলবে লখনউ

কলকাতা, 18 মে: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শনিবার সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের মঞ্চে দুই শহরের ক্রিকেট যুদ্ধে চমক এটাই। আগামী পরশুর ম্যাচে মোহনবাগানকে বিশেষ সম্মান জানিয়েই সবুজ-মেরুন জার্সি পরে নামছেন ক্রুনাল পান্ডিয়ারা । বৃহস্পতিবার অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া এবং নিকোলাস পুরানকে পাশে নিয়ে একথা জানিয়ে দিলেন লখনউ সুপার জায়ান্টসের শীর্ষকর্তা শাশ্বত গোয়েঙ্কা। শনিবারের ম্যাচের জার্সিও সামনে এল ত্রয়ীর হাত ধরে। এ বিষয়ে শাশ্বত গোয়েঙ্কা জানিয়েছেন, মোহনবাগানের ঐতিহ্য কলকাতা শহরের ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত । সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মোহনবাগান সমর্থকদের ইডেনে এসে সমর্থনের অনুরোধ করা হয়েছে।

সাধারণভাবে কেকেআরের ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে আর উৎসাহ না-থাকলেও শনিবার এই জার্সি নিয়ে উদ্দীপনা দেখা যেতে পারে ইডেনে । নীল জার্সির জায়গায় সবুজ-মেরুন জার্সি পরে নামবেন তাঁরা। তবে সেই জার্সিই কী সামনের মরশুমে পরে নামবেন প্রীতম কোটালরা? সেটা এখনও জানা যায়নি । তবে প্রতিবছর কলকাতায় খেলতে এসে লখনউ সুপার জায়ান্টস যে সবুজ-মেরুন জার্সি পরতে পারেন তার ইঙ্গিত শাশ্বত গোয়েঙ্কা দিয়ে রাখলেন । অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া জানিয়েছেন মোহনবাগানের ঐতিহ্য সম্পর্কে তিনি অবহিত । মোহনবাগান যে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে সেটাও জানা রয়েছে । তিনিও মোহনবাগান সমর্থকদের মাঠে এসে সমর্থনের আবেদন জানিয়েছেন ।

গত মরশুমে আইএসএল ফাইনাল জিতে সবুজ-মেরুন সমর্থকদের জন্য দারুণ উপহার দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা । জানিয়ে দিয়েছিলেন, মোহনবাগানের নামের সামনে থেকে এটিকে উঠে যাচ্ছে । পাশাপাশি এও জানিয়েছিলেন, পরের মরশুম থেকে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে সবুজ-মেরুন । যা বুধবার বোর্ড মিটিংয়ে সর্বসম্মতি পেয়েছে ।

এই ঘোষণায় দারুণ খুশি হয়েছিলেন মোহনবাগান সমর্থকরা । তবে এবার লখনউ সুপার জায়ান্টসের দলের জার্সি পরে কলকাতায় মাঠে নামার বিষয়টি কীভাবে তারা নেন, সেটাই এখন দেখার। কারণ, সমর্থকদের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে সবুজ-মেরুন জার্সি । সেটা পরে সাধারণভাবে খেলতে নামেন মোহনবাগান ফুটবলার বা ক্রিকেটাররা। যদিও বিষয়টিকে এখনও পর্যন্ত তাঁরা ভালোভাবে নিয়েছে বলেই ময়দানের পূর্বাভাস ।

আরও পড়ুন : শেষ চারের লড়াই থেকে বাদ পড়েও জ্বলে উঠল দিল্লি, পঞ্জাব হারায় সুবিধে হল কেকেআরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.