ETV Bharat / sports

IPL 2023: নাইটদের বিরুদ্ধে ইডেনে মোহনবাগান সমর্থকদের সঙ্গে চান ক্রুণাল - ইডেন গার্ডেন্স

শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে নামছে লখনউ সুপার জায়ান্টস ৷ যে ম্যাচে মোহনবাগান সমর্থকদের নিজেদের সঙ্গে চাইছেন এলএসজি অধিনায়ক ৷ ফ্র্যাঞ্চাইজির ফুটবল ক্লাবের সমর্থকরা যাতে ইডেনে তাঁদের সমর্থন করেন, সেই আবেদন রাখলেন ক্রুণাল পান্ডিয়া ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : May 19, 2023, 10:33 PM IST

কলকাতা, 19 মে: শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম কলকাতার লড়াই ! লখনউ সুপার জায়ান্ট অন্তত সেটাই চাইছে ৷ তারা মোহনবাগান সমর্থকদের নিজেদের দিকে চাইছে ৷ কারণ, ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কার শহর কলকাতা ৷ আর সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির ফুটবল ক্লাব মোহনবাগান ৷ এমনকি ওইদিন মাঠে সবুজ-মেরুন জার্সি পরে নামবেন ক্রুণাল পান্ডিয়ারা ৷ তাই এলএসজি অধিনায়কের বিশ্বাস মোহনবাগান সমর্থকরা তাঁদের সমর্থন করবেন ৷

লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর 7 বছর কেকেআর-এর হয়ে ইডেন কাঁপিয়ে গিয়েছেন ৷ কলকাতাকে 2টি আইপিএল জিতিয়েছেন জিজি ৷ নিজের জাদু বলে কলকাতাকে গম্ভীর নিজের করেছিলেন ৷ কিন্তু, সেই জাদু কী লখনউ ফ্র্যাঞ্চাইজির হয়ে দেখাতে পারবেন গম্ভীর ? তার উত্তর পাওয়া যাবে আগামিকাল ৷ ক্রুণাল পান্ডিয়া আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘‘ডাগ আউটে গৌতম গম্ভীরের উপস্থিতি বাড়তি অ্যাডভান্টেজ ৷ কারণ, গৌতম গম্ভীর থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয় ৷ কেকেআর-কে আইপিএল জেতানোর অভিজ্ঞতা আছে ৷ ফ্র্যাঞ্চাইজি লিগে 10 বছরের বেশি খেলার অভিজ্ঞতা রয়েছে গম্ভীরের ৷’’

এলএসজি-র কর্ণধার শ্বাশত গোয়েঙ্কা জানিয়েছেন, তাঁরা কলকাতার ৷ তাই সিটি অফ জয়ের সমর্থন তাদেরও প্রাপ্য ৷ তবে, এ তো গেল সমর্থনের কথা ৷ কিন্তু, প্লে-অফের দৌড়ে থাকা লখনউ সুপার জায়ান্টসকে শনিবারের শেষ ম্যাচ জিততেই হবে ৷ আর তা করতে পারলে, সরাসরি প্লে-অফে উঠে যাবে এলএসজি ৷ তাই রিঙ্কু সিং, নীতীশ রানাদের বিরুদ্ধে পরিকল্পনা কী ?

আরও পড়ুন: মোহনবাগানকে বিশেষ সম্মান, শনিবার ইডেনে সবুজ-মেরুন জার্সিতে নামবেন ক্রুনালরা

এ নিয়ে এলএসজি অধিনায়ক জানালেন, সব ক্রিকেটারই বড় ফ্যাক্টর ৷ আর রিঙ্কু যে দারুণ খেলছে, তাও জানা লখনউ ম্যানেজমেন্টের ৷ তাই সেও বড় ফ্যাক্টর ৷ তবে, নিজেদের পারফর্ম্যান্সে ভরসা রয়েছে ক্রুণালের ৷ নিজেদের সেরাটা মাঠে দিতে চান তাঁরা ৷ তবে, লখনউয়ে বড় চিন্তা নাইটদের স্পিনাররা ৷ বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন এবং সুয়াস শর্মারা লখনউ সুপার জায়ান্টসদের বিদেশি ব্যাটারদের সামনে বড় সমস্যা তৈরি করতে পারেন ৷

কলকাতা, 19 মে: শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম কলকাতার লড়াই ! লখনউ সুপার জায়ান্ট অন্তত সেটাই চাইছে ৷ তারা মোহনবাগান সমর্থকদের নিজেদের দিকে চাইছে ৷ কারণ, ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কার শহর কলকাতা ৷ আর সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির ফুটবল ক্লাব মোহনবাগান ৷ এমনকি ওইদিন মাঠে সবুজ-মেরুন জার্সি পরে নামবেন ক্রুণাল পান্ডিয়ারা ৷ তাই এলএসজি অধিনায়কের বিশ্বাস মোহনবাগান সমর্থকরা তাঁদের সমর্থন করবেন ৷

লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর 7 বছর কেকেআর-এর হয়ে ইডেন কাঁপিয়ে গিয়েছেন ৷ কলকাতাকে 2টি আইপিএল জিতিয়েছেন জিজি ৷ নিজের জাদু বলে কলকাতাকে গম্ভীর নিজের করেছিলেন ৷ কিন্তু, সেই জাদু কী লখনউ ফ্র্যাঞ্চাইজির হয়ে দেখাতে পারবেন গম্ভীর ? তার উত্তর পাওয়া যাবে আগামিকাল ৷ ক্রুণাল পান্ডিয়া আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘‘ডাগ আউটে গৌতম গম্ভীরের উপস্থিতি বাড়তি অ্যাডভান্টেজ ৷ কারণ, গৌতম গম্ভীর থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয় ৷ কেকেআর-কে আইপিএল জেতানোর অভিজ্ঞতা আছে ৷ ফ্র্যাঞ্চাইজি লিগে 10 বছরের বেশি খেলার অভিজ্ঞতা রয়েছে গম্ভীরের ৷’’

এলএসজি-র কর্ণধার শ্বাশত গোয়েঙ্কা জানিয়েছেন, তাঁরা কলকাতার ৷ তাই সিটি অফ জয়ের সমর্থন তাদেরও প্রাপ্য ৷ তবে, এ তো গেল সমর্থনের কথা ৷ কিন্তু, প্লে-অফের দৌড়ে থাকা লখনউ সুপার জায়ান্টসকে শনিবারের শেষ ম্যাচ জিততেই হবে ৷ আর তা করতে পারলে, সরাসরি প্লে-অফে উঠে যাবে এলএসজি ৷ তাই রিঙ্কু সিং, নীতীশ রানাদের বিরুদ্ধে পরিকল্পনা কী ?

আরও পড়ুন: মোহনবাগানকে বিশেষ সম্মান, শনিবার ইডেনে সবুজ-মেরুন জার্সিতে নামবেন ক্রুনালরা

এ নিয়ে এলএসজি অধিনায়ক জানালেন, সব ক্রিকেটারই বড় ফ্যাক্টর ৷ আর রিঙ্কু যে দারুণ খেলছে, তাও জানা লখনউ ম্যানেজমেন্টের ৷ তাই সেও বড় ফ্যাক্টর ৷ তবে, নিজেদের পারফর্ম্যান্সে ভরসা রয়েছে ক্রুণালের ৷ নিজেদের সেরাটা মাঠে দিতে চান তাঁরা ৷ তবে, লখনউয়ে বড় চিন্তা নাইটদের স্পিনাররা ৷ বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন এবং সুয়াস শর্মারা লখনউ সুপার জায়ান্টসদের বিদেশি ব্যাটারদের সামনে বড় সমস্যা তৈরি করতে পারেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.