ETV Bharat / sports

IPL 2023: জায়ান্টস স্টয়নিস ! আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল লখনউ - আইপিএল 2023

মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে গিয়ে ফুল ফোটালেন অ্যান্ডি ফ্লাওয়ারের ছেলেরা । 257 রানে আইপিএলে নয়া রেকর্ড লখনউয়ের ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 28, 2023, 9:24 PM IST

Updated : Apr 28, 2023, 10:13 PM IST

মোহালি, 28 এপ্রিল: শুরুটা করেছিলেন কেইল মায়ার্স ও আয়ূষ বাদোনি । শেষটা করলেন নিকোলাস পুরান ও মার্কাস স্টয়নিস । চার ব্যাটারের সৌজন্য রানের পাহাড়ে চড়ল লখনউ সুপার জায়ান্টস । মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে গিয়ে ফুল ফোটালেন অ্যান্ডি ফ্লাওয়ারের ছেলেরা । নির্ধারিত 20 ওভারে 257 রান করল এলএসজি ।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে অধিনায়ক কেএল রাহুল ব্যক্তিগত 12 রানে ক্রিজ ছাড়েন । রাহুলকে ফেরান কাগিসো রাবাদা । প্রোটিয়া বোলারের বলে খোঁচা মেরে ক্রিজ ছাড়েন লখনউ অধিনায়ক । যদিও অল্প রানে কেএল ফিরলেও কোনও সমস্যা হয়নি লখনউয়ের । সৌজন্যে মায়ার্স-বাদোনি জুটির ধুন্ধুমার ব্যাটিং । মাত্র 24 বলে 54 রানের ইনিংস খেলেন মায়ার্স । বাদোনির ব্যাটে আসে 24 বলে 43 রান । মায়ার্সকে ডাগ-আউটে ফেরান কাগিসো রাবাদা । বাদোনি ক্রিজ ছাড়েন লিয়াম লিভিংস্টোনের দুরন্ত ডেলিভারিতে ।

দুই ব্যাটার যেখানে খেলাটা ছাড়েন, সেখান থেকেই শুরু করেন স্টয়নিস-পুরান । অজি-ক্যারিবিয়ান জুটিতেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রেকর্ড ভাঙার পথে এগোচ্ছিল লখনউ । মাত্র 6 রানের জন্য ইতিহাস মাঠে ফেলে আসতে হলেও আরসিবি'রই রেকর্ড ভেঙেছে 'রাহুল অ্যান্ড কোং' । মাত্র 40 বলে 72 রানের ইনিংস গড়েন স্টয়নিস । অজি ব্যাটারের বিস্ফোরক ইনিংস সাজানো 6টি চার ও 5টি ছয়ে । যোগ্য সঙ্গত দেন পুরান । 19 বলে 45 রানের ইনিংস খেলেন ক্যারিবিয়ান পিঞ্চ হিটার ।

আরও পড়ুন: জয়পুরে 'সিংহ গর্জন' থামিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়্যালস

2013 সংস্করণে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে গেইল ঝড় উঠেছিল চিন্নাস্বামীর মাঠে । 175 রান করেছিলেন ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের সবচেয়ে ভয়ংকর ব্যাটার । ওই ম্যাচে 263 রান তুলেছিল আরসিবি । মাত্র 6 রানের জন্য সেই রেকর্ড ছুঁতে পারল না সঞ্জীব গোয়েঙ্কার দল ।

আরও পড়ুন: মিশন গুজরাত, ঘরের মাঠে ফের জয়ের খোঁজে নাইট শিবির

মোহালি, 28 এপ্রিল: শুরুটা করেছিলেন কেইল মায়ার্স ও আয়ূষ বাদোনি । শেষটা করলেন নিকোলাস পুরান ও মার্কাস স্টয়নিস । চার ব্যাটারের সৌজন্য রানের পাহাড়ে চড়ল লখনউ সুপার জায়ান্টস । মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে গিয়ে ফুল ফোটালেন অ্যান্ডি ফ্লাওয়ারের ছেলেরা । নির্ধারিত 20 ওভারে 257 রান করল এলএসজি ।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে অধিনায়ক কেএল রাহুল ব্যক্তিগত 12 রানে ক্রিজ ছাড়েন । রাহুলকে ফেরান কাগিসো রাবাদা । প্রোটিয়া বোলারের বলে খোঁচা মেরে ক্রিজ ছাড়েন লখনউ অধিনায়ক । যদিও অল্প রানে কেএল ফিরলেও কোনও সমস্যা হয়নি লখনউয়ের । সৌজন্যে মায়ার্স-বাদোনি জুটির ধুন্ধুমার ব্যাটিং । মাত্র 24 বলে 54 রানের ইনিংস খেলেন মায়ার্স । বাদোনির ব্যাটে আসে 24 বলে 43 রান । মায়ার্সকে ডাগ-আউটে ফেরান কাগিসো রাবাদা । বাদোনি ক্রিজ ছাড়েন লিয়াম লিভিংস্টোনের দুরন্ত ডেলিভারিতে ।

দুই ব্যাটার যেখানে খেলাটা ছাড়েন, সেখান থেকেই শুরু করেন স্টয়নিস-পুরান । অজি-ক্যারিবিয়ান জুটিতেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রেকর্ড ভাঙার পথে এগোচ্ছিল লখনউ । মাত্র 6 রানের জন্য ইতিহাস মাঠে ফেলে আসতে হলেও আরসিবি'রই রেকর্ড ভেঙেছে 'রাহুল অ্যান্ড কোং' । মাত্র 40 বলে 72 রানের ইনিংস গড়েন স্টয়নিস । অজি ব্যাটারের বিস্ফোরক ইনিংস সাজানো 6টি চার ও 5টি ছয়ে । যোগ্য সঙ্গত দেন পুরান । 19 বলে 45 রানের ইনিংস খেলেন ক্যারিবিয়ান পিঞ্চ হিটার ।

আরও পড়ুন: জয়পুরে 'সিংহ গর্জন' থামিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়্যালস

2013 সংস্করণে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে গেইল ঝড় উঠেছিল চিন্নাস্বামীর মাঠে । 175 রান করেছিলেন ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের সবচেয়ে ভয়ংকর ব্যাটার । ওই ম্যাচে 263 রান তুলেছিল আরসিবি । মাত্র 6 রানের জন্য সেই রেকর্ড ছুঁতে পারল না সঞ্জীব গোয়েঙ্কার দল ।

আরও পড়ুন: মিশন গুজরাত, ঘরের মাঠে ফের জয়ের খোঁজে নাইট শিবির

Last Updated : Apr 28, 2023, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.