কলকাতা, 3 এপ্রিল: শাকিব আল হাসান, লিটন দাস কি চলতি আইপিএলে নাইটদের হয়ে খেলবেন ? সোমবার বিকেলে হঠাৎ করেই ওপার বাংলার দুই ক্রিকেটারকে কলকাতার হয়ে খেলতে দেখার ব্যাপারে অনিশ্চয়তার ঘুর্ণাবর্ত নাইট সংসারে । আয়ারল্যাণ্ডের সঙ্গে সিরিজ শেষ না-হওয়া পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন নাকি দুই ক্রিকেটারকে ছাড়তে রাজি নয়।
শাকিব এবং লিটন দু'জনেই তাঁদের দেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে নাকি ছুটি চেয়েছিলেন । কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁদের জানিয়েছে, পারিবারিক দরকারে ছুটি মঞ্জুর হবে । কিন্তু দেশের স্বার্থ সরিয়ে আইপিএলে খেলার অনুমতি মিলবে না । আগে ঠিক ছিল, 14 এপ্রিলের ম্যাচে বাংলাদেশের দুই ক্রিকেটার যোগ দেবেন । পরিবর্তিত পরিস্থিতিতে নাইট শিবির জানিয়েছে, ওপার বাংলার দুই ক্রিকেটারকে আরও পরে যদি পাওয়া যায় তাহলে আর দরকার নেই । যদিও নাইট শিবির থেকে সরকারিভাবে এই ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি ।
পার্পল ব্রিগেড সূত্রে খবর, ওপার বাংলার দুই ক্রিকেটারের যোগদানের ব্যাপারে যা জানা গিয়েছিল সেটাই হয়েছে । শাকিব-লিটন আসছেন কি না, এমন খবর তাদের জানা নেই । ফলে পদ্মাপাড়ের দুই ক্রিকেটারের দলে যোগ দেওয়ার বিষয়ে ধোঁয়াশা এখনও কাটেনি । ফলে ফ্র্যাঞ্জাইজি লিগে কবে কলকাতার হয়ে তাঁরা মাঠে নামবেন, তাও অস্পষ্ট ।
অন্যদিকে, প্রথম ম্যাচেই হারতে হয়েছে কলকাতা নাইড রাইডার্সকে । ফলে ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া কেকেআর । পঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির কারণে হারের ধাক্কা সরিয়ে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ঘুরে দাড়াতে মরিয়া 'শ্রেয়স অ্যান্ড কোং' । কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সোমবার থেকে অনুশীলন শুরু করেছেন । দিনের শুরুতেই পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন । প্রথম ম্যাচে আন্দ্রে রাসেল আশা জাগিয়েছেন । তাঁর সঙ্গেও কথা বলতে দেখা গেল চন্দ্রকান্ত পণ্ডিতকে । তবে এরই মধ্যে ভালো খবর লকি ফার্গুসন নেটে বল করেছেন । নন্দনকাননের মেগা ডুয়েলে তাঁকে বিরাট কোহলিদের বিরুদ্ধে দেখা যেতে পারে ।
আরও পড়ুন: ওপেনিং জুটিতে সেঞ্চুরি পার্টনারশিপ, সুপার জায়েন্টসকে কঠিন টার্গেট দিল সিএসকে
ইডেনের পিচ এখন বাউন্স ভরা । কিউরেটর জানিয়েছেন, উপভোগ্য ক্রিকেটের মশলা রয়েছে ইডেনের বাইশ গজে । ব্যাটার-বোলার দু'জনেই ইডেনের বাইশ গজ থেকে ফায়দা পাবে । 180 থেকে 200 রানের বেশি ইনিংস গড়া কঠিন হবে না । এককথায় উপভোগ্য ক্রিকেটের জন্য ইডেন তৈরি । ইতিমধ্যে উমেশ যাদব জানিয়েছেন, তাদের বোলিং শক্তি পেস ব্যাটারির ওপর দাঁড়িয়ে । ঘরের মাঠে মোকাবিলা করা যেকোনও প্রতিপক্ষের কাছেই কঠিন হবে । লকি ফার্গুসনের অনুশীলনে নামায় উমেশের জল্পনা উসকে দিয়েছে । অন্যদিকে প্রথম ম্যাচে জয় পাওয়ার পরে আরসিবিও তৈরি । ছন্দে রয়েছেন বিরাট কোহলি । ফলে ইডেনে ক্রিকেট জ্বর এখন তুঙ্গে ।