ETV Bharat / sports

RR vs KKR in IPL 2022 : 'ব্রাত্য' রিঙ্কুর ব্যাটেই প্লে-অফে ভেসে রইল নাইটরা

author img

By

Published : May 3, 2022, 9:58 AM IST

কলকাতার জয়ের অনেকটাই কৃতিত্ব রিঙ্কুর প্রাপ্য । তাঁর 23 বলে 42 রানের ঝোড়ো ইনিংসেই প্লে-অফের দৌড়ে টিকে থাকল নাইটরা (Kolkata Knight Riders beat Rajasthan Royals) ।

IPL News
রিঙ্কুর ব্যাটেই প্লে-অফে ভেসে রইল নাইটরা

মুম্বই, 3 মে : পাঁচ ম্যাচে হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া কলকাতাকে খানিক অক্সিজেন জোগালেন রিঙ্কু সিংহ ৷ রয়্যালসদের বিরুদ্ধে হারলে শেষ প্লে-অফের আশা শেষ ৷ এই অবস্থায় সোমবার 'ডু অর ডাই' ম্য়াচে নেমেছিল নাইটরা ৷ মরণ-বাঁচন ম্য়াচে নাইটদের হিরো 'ব্রাত্য' রিঙ্কুই । উত্তরপ্রদেশের ব্যাটারের হাতেই ফের জয়ের সরণিতে ফিরল 'শ্রেয়স অ্যান্ড কোং' (KKR beat RR as Rinku plays an extraordinary knock) । 5 বল বাকি থাকতে 7 উইকেটে ম্যাচ জিতল কেকেআর ।

রয়্যালস অধিনায়কের ঝোড়ো 57 রান, শেষদিকে হেটমায়ারের 13 বলে 27 রানে দৌলতে 5 উইকেট হারিয়ে 152 রান তোলে রাজস্থান ৷ রান তাড়া করতে নেমে শুরুতেই ডাগ-আউটে ফেরেন অ্যারন ফিঞ্চ । মাত্র 15 রান করে ক্রিজ ছাড়েন বাবা ইন্দ্রজিথও । তারপরেই আইয়ার-রানা জুটিতে ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় কলকাতা । 32 বলে 34 রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন শ্রেয়স । 37 বলে অপরাজিত 48 রান করেন রানা ।

যদিও, কলকাতার জয়ের অনেকটাই কৃতিত্ব রিঙ্কুর প্রাপ্য । শেষদিকে তাঁর 'সিংহ'গর্জনেই জয়ে ফেরে কেকেআর । এদিন 23 বলে 42 রানের ঝোড়ো ইনিংসে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন তিনি । 2018 থেকে কলকাতা শিবিরের অবিচ্ছেদ্য অঙ্গ উত্তরপ্রদেশের ব্যাটার । যদিও 55 লক্ষ টাকায় দলে ফেরা রিঙ্কু ডাগ-আউটেই বসে থাকেন বেশিরভাগ সময় । কোনও কোনও ম্যাচে পরিবর্ত খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে মাঠে নেমেছেন । দুরন্ত কিছু ক্যাচও নিয়েছেন । কিন্তু ব্যাটার হিসেবে গুটিকয়েক ম্যাচেই নাইটদের একাদশে ছিলেন তিনি ।

আরও পড়ুন : নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিল জাদেজা : ধোনি

চলতি সংস্করণে কলকাতার হয়ে তৃতীয় ম্যাচে মাঠে নামা রিঙ্কুর ব্যাটেই প্লে-অফের দৌড়ে টিকে থাকল নাইটরা । এই মুহূর্তে 10 ম্যাচের 4টি ম্যাচ জিতে 7 নম্বরে রয়েছে কলকাতা ।

মুম্বই, 3 মে : পাঁচ ম্যাচে হেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া কলকাতাকে খানিক অক্সিজেন জোগালেন রিঙ্কু সিংহ ৷ রয়্যালসদের বিরুদ্ধে হারলে শেষ প্লে-অফের আশা শেষ ৷ এই অবস্থায় সোমবার 'ডু অর ডাই' ম্য়াচে নেমেছিল নাইটরা ৷ মরণ-বাঁচন ম্য়াচে নাইটদের হিরো 'ব্রাত্য' রিঙ্কুই । উত্তরপ্রদেশের ব্যাটারের হাতেই ফের জয়ের সরণিতে ফিরল 'শ্রেয়স অ্যান্ড কোং' (KKR beat RR as Rinku plays an extraordinary knock) । 5 বল বাকি থাকতে 7 উইকেটে ম্যাচ জিতল কেকেআর ।

রয়্যালস অধিনায়কের ঝোড়ো 57 রান, শেষদিকে হেটমায়ারের 13 বলে 27 রানে দৌলতে 5 উইকেট হারিয়ে 152 রান তোলে রাজস্থান ৷ রান তাড়া করতে নেমে শুরুতেই ডাগ-আউটে ফেরেন অ্যারন ফিঞ্চ । মাত্র 15 রান করে ক্রিজ ছাড়েন বাবা ইন্দ্রজিথও । তারপরেই আইয়ার-রানা জুটিতে ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় কলকাতা । 32 বলে 34 রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন শ্রেয়স । 37 বলে অপরাজিত 48 রান করেন রানা ।

যদিও, কলকাতার জয়ের অনেকটাই কৃতিত্ব রিঙ্কুর প্রাপ্য । শেষদিকে তাঁর 'সিংহ'গর্জনেই জয়ে ফেরে কেকেআর । এদিন 23 বলে 42 রানের ঝোড়ো ইনিংসে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন তিনি । 2018 থেকে কলকাতা শিবিরের অবিচ্ছেদ্য অঙ্গ উত্তরপ্রদেশের ব্যাটার । যদিও 55 লক্ষ টাকায় দলে ফেরা রিঙ্কু ডাগ-আউটেই বসে থাকেন বেশিরভাগ সময় । কোনও কোনও ম্যাচে পরিবর্ত খেলোয়াড় হিসেবে ফিল্ডিং করতে মাঠে নেমেছেন । দুরন্ত কিছু ক্যাচও নিয়েছেন । কিন্তু ব্যাটার হিসেবে গুটিকয়েক ম্যাচেই নাইটদের একাদশে ছিলেন তিনি ।

আরও পড়ুন : নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিল জাদেজা : ধোনি

চলতি সংস্করণে কলকাতার হয়ে তৃতীয় ম্যাচে মাঠে নামা রিঙ্কুর ব্যাটেই প্লে-অফের দৌড়ে টিকে থাকল নাইটরা । এই মুহূর্তে 10 ম্যাচের 4টি ম্যাচ জিতে 7 নম্বরে রয়েছে কলকাতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.