ETV Bharat / sports

IPL 2021 Qualifier 2 : 'দিল্লি বধে' নাইটদের অস্ত্র হতে পারে স্পিনাররা - কলকাতা নাইট রাইডার্স

শীর্ষ থেকে লিগ শেষ করলেও তারপর দুটি ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালস ৷ লিগের শেষ ম্যাচে বিরাট কোহলির আরসিবি ও প্রথম কোয়ালিফায়ারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতার সামনে দিল্লি ৷ লিগে কলকাতা ও দিল্লি দুই দলই একবার করে জিতেছে ৷

KKR vs DC
'দিল্লি বধে' নাইটদের অস্ত্র হতে পারেন স্পিনাররা
author img

By

Published : Oct 13, 2021, 3:57 PM IST

শারজা, 13 অক্টোবর : চতুর্দশ আইপিএলে মরু শহরে রূপকথা লিখেছে কিং খানের নাইটরা ৷ আট ম্যাচের ছ'টি জিতে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস ৷ এলিমিনেটরে বিরাট কোহলিদের হারিয়ে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে মরগ্যানবাহিনী ৷ প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও নাইটদের চ্যালেঞ্জ দিতে তৈরি পন্থ অ্যান্ড কোং ৷ গত আইপিএলে এই মরু শহরে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ফাইনালে উঠেছিল দিল্লি ৷ ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারায় আইপিএল জয়ের স্বাদ পায়নি ক্যাপিটালস ৷ এবার নেতা বদল হলেও ফাইনাল থেকে এক কদম দূরে দিল্লি ৷ সাম্প্রতিককালে আইপিএলের অন্যতম ধারাবাহিক দল দিল্লি অবশ্য শেষ দুটি ম্যাচ হেরে আজ নাইটদের বিরুদ্ধে নামছে ৷

আর চলতি আইপিএলে শুরুটা ভাল না-হলেও মরু শহরে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে ভিন্নরূপে দেখা গিয়েছে নাইটদের ৷ চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংসের কাছে হারলেও বাকিদের হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামছে কেকেআর ৷ নাইট স্পিনারদের বিরুদ্ধে রান করতে হিমসিম খাচ্ছেন প্রতিপক্ষ ব্যাটাররা ৷ এলিমিনেটরে আরসিবি ব্যাটাররা শুরুটা দারুণ করলেও নাইটদের ত্রয়ী স্পিন আক্রমণের বিরুদ্ধে বড় রান করতে পারেনি ৷ ফলে ম্যাচ হারতে হয়েছে কোহলিদের ৷ শারজায় বিরাটবাহিনীকে হারিয়ে দিল্লির বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামছে নাইটরা ৷ তিন স্পিনারের মধ্যে অপ্রতিরোধ্য ছিলেন সুনীল নারাইন ৷ 4 ওভারে মাত্র 21 রান খরচ করে চার উইকেট তুলে নিয়ে বিরাটদের অল্প রানে বেঁধে রেখেছিলেন কেকেআর-এর এই ক্য়ারিবিয়ান স্পিনার ৷

আরও পড়ুন : আরসিবির বিদায়ে ক্রিকেটারের স্ত্রীকে অশালীন আক্রমণ ফ্য়ানদের, জবাব ম্যাক্সওয়েলের

দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা শেষবার ফাইনাল খেলেছিল 2014 সালে ৷ পঞ্জাব কিংসকে হারিয়ে দ্বিতীয়বার আইপিএল খেতাব জিতেছিল কিং খানের কলকাতা ৷ এর বছর দুই আগে অর্থাৎ 2012 আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস-কে হারিয়ে প্রথম আইপিএল চ্যাম্পিয়নের স্বাদ পায় কেকেআর ৷ 2012 ও 2014 চ্যাম্পিয়ন কেকেআর তারপর তিনবার প্লে-অফে উঠলেও ফাইনালের ছাড়পত্র জোগাড় করতে পারেনি ৷ এবার ফের ফাইনালে ওঠার হাতছানি নাইটদের সামনে ৷ বুধবার 'দিল্লি বধ' করতে পারলেই 2012 আইপিএলের মতো ফের ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই-কলকাতা ৷

শারজা, 13 অক্টোবর : চতুর্দশ আইপিএলে মরু শহরে রূপকথা লিখেছে কিং খানের নাইটরা ৷ আট ম্যাচের ছ'টি জিতে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস ৷ এলিমিনেটরে বিরাট কোহলিদের হারিয়ে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে মরগ্যানবাহিনী ৷ প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও নাইটদের চ্যালেঞ্জ দিতে তৈরি পন্থ অ্যান্ড কোং ৷ গত আইপিএলে এই মরু শহরে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ফাইনালে উঠেছিল দিল্লি ৷ ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারায় আইপিএল জয়ের স্বাদ পায়নি ক্যাপিটালস ৷ এবার নেতা বদল হলেও ফাইনাল থেকে এক কদম দূরে দিল্লি ৷ সাম্প্রতিককালে আইপিএলের অন্যতম ধারাবাহিক দল দিল্লি অবশ্য শেষ দুটি ম্যাচ হেরে আজ নাইটদের বিরুদ্ধে নামছে ৷

আর চলতি আইপিএলে শুরুটা ভাল না-হলেও মরু শহরে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে ভিন্নরূপে দেখা গিয়েছে নাইটদের ৷ চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংসের কাছে হারলেও বাকিদের হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামছে কেকেআর ৷ নাইট স্পিনারদের বিরুদ্ধে রান করতে হিমসিম খাচ্ছেন প্রতিপক্ষ ব্যাটাররা ৷ এলিমিনেটরে আরসিবি ব্যাটাররা শুরুটা দারুণ করলেও নাইটদের ত্রয়ী স্পিন আক্রমণের বিরুদ্ধে বড় রান করতে পারেনি ৷ ফলে ম্যাচ হারতে হয়েছে কোহলিদের ৷ শারজায় বিরাটবাহিনীকে হারিয়ে দিল্লির বিরুদ্ধে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামছে নাইটরা ৷ তিন স্পিনারের মধ্যে অপ্রতিরোধ্য ছিলেন সুনীল নারাইন ৷ 4 ওভারে মাত্র 21 রান খরচ করে চার উইকেট তুলে নিয়ে বিরাটদের অল্প রানে বেঁধে রেখেছিলেন কেকেআর-এর এই ক্য়ারিবিয়ান স্পিনার ৷

আরও পড়ুন : আরসিবির বিদায়ে ক্রিকেটারের স্ত্রীকে অশালীন আক্রমণ ফ্য়ানদের, জবাব ম্যাক্সওয়েলের

দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা শেষবার ফাইনাল খেলেছিল 2014 সালে ৷ পঞ্জাব কিংসকে হারিয়ে দ্বিতীয়বার আইপিএল খেতাব জিতেছিল কিং খানের কলকাতা ৷ এর বছর দুই আগে অর্থাৎ 2012 আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস-কে হারিয়ে প্রথম আইপিএল চ্যাম্পিয়নের স্বাদ পায় কেকেআর ৷ 2012 ও 2014 চ্যাম্পিয়ন কেকেআর তারপর তিনবার প্লে-অফে উঠলেও ফাইনালের ছাড়পত্র জোগাড় করতে পারেনি ৷ এবার ফের ফাইনালে ওঠার হাতছানি নাইটদের সামনে ৷ বুধবার 'দিল্লি বধ' করতে পারলেই 2012 আইপিএলের মতো ফের ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই-কলকাতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.