ETV Bharat / sports

Tata IPL 2022 : শততম আইপিএল ম্যাচে সেঞ্চুরি রাহুলের - KL Rahul century powers LSG against MI

দাঁতনখহীন মুম্বইয়ের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে মাত্র 60 বলে 103 রানের বিধ্বংসী ইনিংস খেললেন লখনউ অধিনায়ক (KL Rahul century powers LSG against MI) ৷ তাঁর ব্যাটে ভর করেই রোহিত শর্মার দলকে 200 রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস ৷

IPL 2022
শততম আইপিএল ম্যাচে শতরান রাহুলের
author img

By

Published : Apr 16, 2022, 6:14 PM IST

Updated : Apr 16, 2022, 7:40 PM IST

মুম্বই, 16 এপ্রিল : চলতি আইপিএলের দ্বিতীয় শতরান এল কেএল রাহুলের ব্যাট থেকে ৷ মুম্বইয়ের বিরুদ্ধে নিজের শততম আইপিএল ম্যাচ খেলতে নামেন এই কর্নাটকি ব্যাটার ৷ দাঁতনখহীন মুম্বইয়ের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে মাত্র 60 বলে 103 রানের বিধ্বংসী ইনিংস খেললেন লখনউ অধিনায়ক ৷ তাঁর ব্যাটে ভর করেই রোহিত শর্মার দলকে 200 রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস (KL Rahul century powers LSG against MI) ৷

বড় রান করতে না পারলেও ঝোড়ো ইনিংসে অধিনায়ককে যোগ্য সঙ্গত দিলেন কুইন্টন ডি'কক ৷ প্রোটিয়া ব্যাটারের ব্যাট থেকে এল 13 বলে 24 রান ৷ তিন নম্বরে নেমে 29 বলে 38 রানের ইনিংস খেলেছেন মণীশ পাণ্ডে ৷ তাঁদের সৌজন্যই স্কোরবোর্ডে বড় রান তুলেছে লখনউ ৷ এই মুহূর্তে 5 ম্যাচের মধ্যে 3টি জিতে 5 নম্বরে রয়েছে অ্যান্ডি ফ্লাওয়ারের ছেলেরা ৷

আরও পড়ুন : প্রাক্তনীর ব্যাটে নববর্ষের সন্ধেয় কেকেহার, লিগ টেবিলে পতন নাইটদের

অন্যদিকে, পঞ্চবাণে বিদ্ধ হয়ে মাঠে নেমেছে মুম্বই ৷ প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরেছে রোহিত অ্যান্ড কোং ৷

মুম্বই, 16 এপ্রিল : চলতি আইপিএলের দ্বিতীয় শতরান এল কেএল রাহুলের ব্যাট থেকে ৷ মুম্বইয়ের বিরুদ্ধে নিজের শততম আইপিএল ম্যাচ খেলতে নামেন এই কর্নাটকি ব্যাটার ৷ দাঁতনখহীন মুম্বইয়ের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে মাত্র 60 বলে 103 রানের বিধ্বংসী ইনিংস খেললেন লখনউ অধিনায়ক ৷ তাঁর ব্যাটে ভর করেই রোহিত শর্মার দলকে 200 রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস (KL Rahul century powers LSG against MI) ৷

বড় রান করতে না পারলেও ঝোড়ো ইনিংসে অধিনায়ককে যোগ্য সঙ্গত দিলেন কুইন্টন ডি'কক ৷ প্রোটিয়া ব্যাটারের ব্যাট থেকে এল 13 বলে 24 রান ৷ তিন নম্বরে নেমে 29 বলে 38 রানের ইনিংস খেলেছেন মণীশ পাণ্ডে ৷ তাঁদের সৌজন্যই স্কোরবোর্ডে বড় রান তুলেছে লখনউ ৷ এই মুহূর্তে 5 ম্যাচের মধ্যে 3টি জিতে 5 নম্বরে রয়েছে অ্যান্ডি ফ্লাওয়ারের ছেলেরা ৷

আরও পড়ুন : প্রাক্তনীর ব্যাটে নববর্ষের সন্ধেয় কেকেহার, লিগ টেবিলে পতন নাইটদের

অন্যদিকে, পঞ্চবাণে বিদ্ধ হয়ে মাঠে নেমেছে মুম্বই ৷ প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরেছে রোহিত অ্যান্ড কোং ৷

Last Updated : Apr 16, 2022, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.