ETV Bharat / sports

IPL 2023: জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে জোরদার অনুশীলন রিঙ্কু-রানাদের

author img

By

Published : Apr 12, 2023, 10:52 PM IST

মাঝে মাত্র একদিন ৷ তারপরই শুক্রবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ৷ অনুশীলন চলছে জোরকদমে ৷

Etv Bharat
রিঙ্কু সিং

কলকাতা, 12 এপ্রিল: তাপপ্রবাহে শহর কলকাতা । তারই মধ্যে বুধবার সন্ধ্যা ছ'টায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স । ঘরে বাইরে জিতে টানা তিন ম্যাচে সফল হওয়ার লক্ষ্যে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের সামনে নীতিশ রানা ও রিঙ্কু সিংরা । মোতেরায় ঘটনাবহুল জয়ের পরে বুধবারই পুরো দমে অনুশীলন শুরু করলেন চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা ।

পরপর দুটো জয় নাইটদের চোয়াল শক্ত করে দিয়েছে । ব্যক্তিগত মুন্সিয়ানা নয়, দলগত সংহতিতে নাইট ড্রেসিংরুমে জয়ের রিংটোন 'করব লড়ব জিতব রে' বাজে । শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দেখা গেল নাইট প্র্যাকটিসে । কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আগেই বলেছিলেন, ইংলিশ ক্রিকেটার জেসন রয়ের যোগদানে তার দলে বিকল্প বেড়েছে । ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে জেসন রয়কে দেখা যেতে পারে । ইতিমধ্যে বেশ কয়েকদিনের অনুশীলনে জেসন রয় ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছেন । বুধবারের অনুশীলনে তাঁকে দীর্ঘ সময় ব্যাট করতে দেখা গেল ।

বেগুনি জার্সিতে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন বলে ইংল্যান্ডের ব্যাটার নিজেই জানালেন । তাঁকে দলে নেওয়ার জন্য নাইট ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিয়েছেন । শেষ পর্যন্ত শুক্রবার ইডেনে তাঁকে দেখা যাবে কি না, তা সময় বলবে । গত তিনটে ম্যাচে রানের মধ্যে নেই আন্দ্রে রাসেল । হায়দরাবাদের বিরুদ্ধে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে সুযোগ দেওয়ার বিষয়টিও নাইট সাজঘরে বিবেচনাধীন । বাংলাদেশের লিটন দাস চলে আসায় কেকেআর কিছুটা হলেও স্বস্তিতে । শার্দূল ঠাকুর কিংবা নীতিশ রানার ব্যক্তিগত ক্যারিশমা রোজ জয়ের কড়ি যোগাড় করে দেবে না তা অধিনায়ক ভালোই জানেন ।

তাই ওপেনিং জুটি থেকে মিডল অর্ডারে পারফরম্যান্সের ধারাবাহিকতায় ভারসাম্য চাইছে কেকেআর । এক্ষেত্রে গুজরাতের বিরুদ্ধে ভেঙ্কটেশ আইয়ারের ফর্ম হয়তো ওপেনার সমস্যা মিটিয়ে দিতে পারে । কারণ আফগানিস্তানের গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ারের জুটি যে কোনও বোলিং লাইন আপকে সমস্যায় ফেলতে চাইছে । ইডেনের উইকেটে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নাইট স্পিনাররা বাজিমাত করেছিলেন । শুক্রবারও একই বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, সুয়াশ শর্মা ঘূর্ণিজাল বিছোতে তৈরি ।

ইডেনের উইকেটে এখন পেসাররা সাহায্য পান । হায়দরাবাদে উমরান মালিক ভুবনেশ্বর কুমার নাইট ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন গতি এবং সুইংয়ে ভর দিয়ে পালটা হিসেবে উমেশ যাদব লকি ফার্গুসনরাও তৈরি । সব মিলিয়ে কলকাতার আবহে তাপপ্রবাহের সতর্কতার মাঝে নাইটরাও প্রতিপক্ষরা ব্যাটে বলে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে তৈরি ।

আরও পড়ুন : বিশ্বাস ছিল পারব, সেটাই করে দেখিয়েছি: রিঙ্কু

কলকাতা, 12 এপ্রিল: তাপপ্রবাহে শহর কলকাতা । তারই মধ্যে বুধবার সন্ধ্যা ছ'টায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স । ঘরে বাইরে জিতে টানা তিন ম্যাচে সফল হওয়ার লক্ষ্যে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের সামনে নীতিশ রানা ও রিঙ্কু সিংরা । মোতেরায় ঘটনাবহুল জয়ের পরে বুধবারই পুরো দমে অনুশীলন শুরু করলেন চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা ।

পরপর দুটো জয় নাইটদের চোয়াল শক্ত করে দিয়েছে । ব্যক্তিগত মুন্সিয়ানা নয়, দলগত সংহতিতে নাইট ড্রেসিংরুমে জয়ের রিংটোন 'করব লড়ব জিতব রে' বাজে । শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দেখা গেল নাইট প্র্যাকটিসে । কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আগেই বলেছিলেন, ইংলিশ ক্রিকেটার জেসন রয়ের যোগদানে তার দলে বিকল্প বেড়েছে । ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে জেসন রয়কে দেখা যেতে পারে । ইতিমধ্যে বেশ কয়েকদিনের অনুশীলনে জেসন রয় ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছেন । বুধবারের অনুশীলনে তাঁকে দীর্ঘ সময় ব্যাট করতে দেখা গেল ।

বেগুনি জার্সিতে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন বলে ইংল্যান্ডের ব্যাটার নিজেই জানালেন । তাঁকে দলে নেওয়ার জন্য নাইট ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিয়েছেন । শেষ পর্যন্ত শুক্রবার ইডেনে তাঁকে দেখা যাবে কি না, তা সময় বলবে । গত তিনটে ম্যাচে রানের মধ্যে নেই আন্দ্রে রাসেল । হায়দরাবাদের বিরুদ্ধে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে সুযোগ দেওয়ার বিষয়টিও নাইট সাজঘরে বিবেচনাধীন । বাংলাদেশের লিটন দাস চলে আসায় কেকেআর কিছুটা হলেও স্বস্তিতে । শার্দূল ঠাকুর কিংবা নীতিশ রানার ব্যক্তিগত ক্যারিশমা রোজ জয়ের কড়ি যোগাড় করে দেবে না তা অধিনায়ক ভালোই জানেন ।

তাই ওপেনিং জুটি থেকে মিডল অর্ডারে পারফরম্যান্সের ধারাবাহিকতায় ভারসাম্য চাইছে কেকেআর । এক্ষেত্রে গুজরাতের বিরুদ্ধে ভেঙ্কটেশ আইয়ারের ফর্ম হয়তো ওপেনার সমস্যা মিটিয়ে দিতে পারে । কারণ আফগানিস্তানের গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ারের জুটি যে কোনও বোলিং লাইন আপকে সমস্যায় ফেলতে চাইছে । ইডেনের উইকেটে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নাইট স্পিনাররা বাজিমাত করেছিলেন । শুক্রবারও একই বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, সুয়াশ শর্মা ঘূর্ণিজাল বিছোতে তৈরি ।

ইডেনের উইকেটে এখন পেসাররা সাহায্য পান । হায়দরাবাদে উমরান মালিক ভুবনেশ্বর কুমার নাইট ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন গতি এবং সুইংয়ে ভর দিয়ে পালটা হিসেবে উমেশ যাদব লকি ফার্গুসনরাও তৈরি । সব মিলিয়ে কলকাতার আবহে তাপপ্রবাহের সতর্কতার মাঝে নাইটরাও প্রতিপক্ষরা ব্যাটে বলে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে তৈরি ।

আরও পড়ুন : বিশ্বাস ছিল পারব, সেটাই করে দেখিয়েছি: রিঙ্কু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.