ETV Bharat / sports

Tata IPL 2022 : রাসেল ও রানার ব্যাটে সানরাইজার্সকে কঠিন টার্গেট নাইটদের - KKR vs SRH Match

কলকাতা নাইট রাইডার্সের প্রথম ছয় ওভারের সেই ব্যর্থতা সেভাবে কাজে লাগাতে ব্যর্থ হায়দরাবাদ ৷ 8 উইকেট হারিয়ে কলকাতার ঝুলিতে 175 রান (KKR Runs 175) ৷

kkr match in ipl
রাসেল ও রানার ব্যাটে সানরাইজার্সকে কঠিন টার্গেট নাইটদের
author img

By

Published : Apr 15, 2022, 10:01 PM IST

Updated : Apr 15, 2022, 10:22 PM IST

মুম্বই, 15 এপ্রিল : নীতিশ রানা ও আন্দ্রে রাসেলের ব্যাটে ভর করে সানরাইজার্স হায়দরাবাদের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা রাখল কলকাতা নাইট রাইডার্স (KKR vs SRH Match) । অজিঙ্ক রাহানের ব্যর্থতা ঢাকতে অ্যারন ফিঞ্চকে ওপেনিং জুটিতে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে জুড়ে দিয়েও সমস্যা মেটেনি । সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ব্যাট করতে নেমে প্রথমিক বিপর্যয়ের মুখে পড়ে কলকাতা ৷ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রথম ছয় ওভারের সেই ব্যর্থতা সেভাবে কাজে লাগাতে ব্যর্থ হায়দরাবাদ ৷ শেষ পর্যন্ত রানা ও রাসেলের ব্যাটে 8 উইকেট হারিয়ে 175 রান তুলল কলকাতার ৷

এদিন ম্যাচের শুরুতে 36 বলে তিন উইকেট হারিয়ে 38 রান করে কেকেআর ৷ আইপিএলের দুনিয়ায় এই ব্যাটিং নিঃসন্দেহে তারিফ যোগ্য নয় । ভুবনেশ্বর কুমার, মার্কো জেসনদের প্রথম থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে নাইট ওপেনারদের কার্যত ব্যাকফুটে ঠেলে দিয়েছিল । নাইটদের হয়ে অ্যারন ফিঞ্চ মারকুটে মেজাজে শুরু করলেও মার্কো জেসনের বলে ব্যক্তিগত সাত রানে হায়দরাবাদের উইকেটরক্ষক নিকোলাস পুরানের হাতে ধরা পড়েন । আরেক ওপেনার ভেঙ্কটেশ আইয়ার মরসুম শুরু থেকেই ছন্দে নেই । শুক্রবার ব্যক্তিগত 13 বলে 6 রানে সাজঘরে ফিরে যান তিনি । মধ্যপ্রদেশের বাঁ-হাতি ব্যাটারকে কখনই নিজামের শহরের পেসারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ মনে হয়নি এদিন ।

আরও পড়ুন : চোটের জন্য আইপিএল থেকে আউট চাহার, দিল্লির দলে করোনার সংক্রমণ

কেন উইলিয়ামসন বিশ্ব ক্রিকেটের আইস কুল এবং ধূর্ত অধিনায়ক । পিচে ঘাস রয়েছে দেখে তিনি ভুবনেশ্বর কুমার, মার্কো জেসন, টি নটরাজন, উমরান মালিককে দলে রাখেন । চলতি আইপিএলে দেড়শো কিলোমিটার বেগে বল করে উমরান মালিক নজর কেড়েছেন । হায়দরাবাদের বোলিং কোচ ইতিমধ্যে তাঁকে গতি না কমানোর পরামর্শ দিয়েছেন । নাইটদের বিরুদ্ধে তিনি শেল্ডন জ্যাকসনের উইকেট নিলেন গতির অস্ত্রে ভর দিয়েই । দুই ওপেনারের দ্রুত ফিরে যাওয়ার পরে সুনীল নারিনকে নামিয়েছিল নাইটরা । ক্যারিবিয়ান অলরাউন্ডার ফিল্ডিংয়ের বিধিনিষেধের সুবিধা নিয়ে দলের রানের গতি বাড়াতে ব্যর্থ হন তিনিও । অধিনায়ক শ্রেয়স আইয়ার দলের প্রাথমিক ধাক্কা সামলাতে নীতিশ রানাকে নিয়ে মেরামতি শুরু করেছিলেন । কিন্তু তার ব্যাট চওড়া হওয়ার আগেই উমরান মালিকের গতির সামনে ব্যাক্তিগত 25 রানে থমকে যায় ।

নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েও কলকাতা নাইট রাইডার্স এদিন আট উইকেট হারিয়ে 175 রান করে ৷ সৌজন্যে নীতিশ রানার 36 বলে 54 রানের ইনিংস । টি নটরাজনের বলে নিকোলাস পুরানের হাতে ধরা পড়ার আগে তাঁর ইনিংস ছয়টি বাউন্ডারি, দুটো ওভার বাউন্ডারিতে সাজানো । রানার ইনিংসের সঙ্গে যোগ্য সঙ্গত করেন আন্দ্রে রাসেল । ক্যারিবিয়ান ব্যাটার বিধ্বংসী ইনিংস খেলেন । তাঁর 25 বলে 49 রানের ইনিংস দলের রানকে লড়াইয়ে রসদ জোগায় । সানরাইজার্স হায়দরাবাদ বোলারদের মধ্যে এদিন নজরকাড়া বোলিং করেন ভুবনেশ্বর কুমার । নীতিশ রানা আউট হন ভুবির বলে । সানরাইজার্সের সেরা বোলার টি নটরাজন । তিন শিকার তাঁর ঝুলিতে । উমরান মালিক দু'টি এবং ভুবনেশ্বর কুমার, মার্কো জেসন একটি করে উইকেট নেন ।

মুম্বই, 15 এপ্রিল : নীতিশ রানা ও আন্দ্রে রাসেলের ব্যাটে ভর করে সানরাইজার্স হায়দরাবাদের সামনে বড় রানের লক্ষ্যমাত্রা রাখল কলকাতা নাইট রাইডার্স (KKR vs SRH Match) । অজিঙ্ক রাহানের ব্যর্থতা ঢাকতে অ্যারন ফিঞ্চকে ওপেনিং জুটিতে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে জুড়ে দিয়েও সমস্যা মেটেনি । সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ব্যাট করতে নেমে প্রথমিক বিপর্যয়ের মুখে পড়ে কলকাতা ৷ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্রথম ছয় ওভারের সেই ব্যর্থতা সেভাবে কাজে লাগাতে ব্যর্থ হায়দরাবাদ ৷ শেষ পর্যন্ত রানা ও রাসেলের ব্যাটে 8 উইকেট হারিয়ে 175 রান তুলল কলকাতার ৷

এদিন ম্যাচের শুরুতে 36 বলে তিন উইকেট হারিয়ে 38 রান করে কেকেআর ৷ আইপিএলের দুনিয়ায় এই ব্যাটিং নিঃসন্দেহে তারিফ যোগ্য নয় । ভুবনেশ্বর কুমার, মার্কো জেসনদের প্রথম থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে নাইট ওপেনারদের কার্যত ব্যাকফুটে ঠেলে দিয়েছিল । নাইটদের হয়ে অ্যারন ফিঞ্চ মারকুটে মেজাজে শুরু করলেও মার্কো জেসনের বলে ব্যক্তিগত সাত রানে হায়দরাবাদের উইকেটরক্ষক নিকোলাস পুরানের হাতে ধরা পড়েন । আরেক ওপেনার ভেঙ্কটেশ আইয়ার মরসুম শুরু থেকেই ছন্দে নেই । শুক্রবার ব্যক্তিগত 13 বলে 6 রানে সাজঘরে ফিরে যান তিনি । মধ্যপ্রদেশের বাঁ-হাতি ব্যাটারকে কখনই নিজামের শহরের পেসারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ মনে হয়নি এদিন ।

আরও পড়ুন : চোটের জন্য আইপিএল থেকে আউট চাহার, দিল্লির দলে করোনার সংক্রমণ

কেন উইলিয়ামসন বিশ্ব ক্রিকেটের আইস কুল এবং ধূর্ত অধিনায়ক । পিচে ঘাস রয়েছে দেখে তিনি ভুবনেশ্বর কুমার, মার্কো জেসন, টি নটরাজন, উমরান মালিককে দলে রাখেন । চলতি আইপিএলে দেড়শো কিলোমিটার বেগে বল করে উমরান মালিক নজর কেড়েছেন । হায়দরাবাদের বোলিং কোচ ইতিমধ্যে তাঁকে গতি না কমানোর পরামর্শ দিয়েছেন । নাইটদের বিরুদ্ধে তিনি শেল্ডন জ্যাকসনের উইকেট নিলেন গতির অস্ত্রে ভর দিয়েই । দুই ওপেনারের দ্রুত ফিরে যাওয়ার পরে সুনীল নারিনকে নামিয়েছিল নাইটরা । ক্যারিবিয়ান অলরাউন্ডার ফিল্ডিংয়ের বিধিনিষেধের সুবিধা নিয়ে দলের রানের গতি বাড়াতে ব্যর্থ হন তিনিও । অধিনায়ক শ্রেয়স আইয়ার দলের প্রাথমিক ধাক্কা সামলাতে নীতিশ রানাকে নিয়ে মেরামতি শুরু করেছিলেন । কিন্তু তার ব্যাট চওড়া হওয়ার আগেই উমরান মালিকের গতির সামনে ব্যাক্তিগত 25 রানে থমকে যায় ।

নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েও কলকাতা নাইট রাইডার্স এদিন আট উইকেট হারিয়ে 175 রান করে ৷ সৌজন্যে নীতিশ রানার 36 বলে 54 রানের ইনিংস । টি নটরাজনের বলে নিকোলাস পুরানের হাতে ধরা পড়ার আগে তাঁর ইনিংস ছয়টি বাউন্ডারি, দুটো ওভার বাউন্ডারিতে সাজানো । রানার ইনিংসের সঙ্গে যোগ্য সঙ্গত করেন আন্দ্রে রাসেল । ক্যারিবিয়ান ব্যাটার বিধ্বংসী ইনিংস খেলেন । তাঁর 25 বলে 49 রানের ইনিংস দলের রানকে লড়াইয়ে রসদ জোগায় । সানরাইজার্স হায়দরাবাদ বোলারদের মধ্যে এদিন নজরকাড়া বোলিং করেন ভুবনেশ্বর কুমার । নীতিশ রানা আউট হন ভুবির বলে । সানরাইজার্সের সেরা বোলার টি নটরাজন । তিন শিকার তাঁর ঝুলিতে । উমরান মালিক দু'টি এবং ভুবনেশ্বর কুমার, মার্কো জেসন একটি করে উইকেট নেন ।

Last Updated : Apr 15, 2022, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.