ETV Bharat / sports

Dinesh Karthik: আইপিএল’র শৃঙ্খলাভঙ্গের দায়ে জরিমানা কার্তিককে - লেভেল ওয়ানের শৃঙ্খলাভঙ্গ

আইপিএল’র শৃঙ্খলাভঙ্গ করায় জরিমানা করা হল কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিককে ৷ কোয়ালিফায়ার টু ম্যাচে আউট হয়ে ফেরার সময় উইকেট উপড়ে ফেলে দেন কার্তিক ৷ সেই কারণেই ম্যাচ রেফারি তাঁকে এই জরিমানা করেছেন লেভেল ওয়ান অপরাধের জন্য ৷

KKR Player Dinesh Karthik Fined for Breaching The IPL Code of Conduct on Qualifier 2 Match Against Delhi Capitals
আইপিএল’র শৃঙ্খলাভঙ্গের দায়ে জরিমানা কার্তিককে
author img

By

Published : Oct 14, 2021, 2:03 PM IST

শারজা, 14 অক্টোবর : কলকাতা নাইট রাইর্ডাসের উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ৷ ম্যাচ চলাকালীন আইপিএল’র শৃঙ্খলাভঙ্গ করায় তাঁকে জরিমানা করা হয়েছে ৷ আজ আইপিএল কমিটির তরফে এমনটাই বিবৃতি দেওয়া হয়েছে ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কোয়ালিফায়ার টু’র ম্যাচে লেভেল ওয়ানের শৃঙ্খলাভঙ্গ করেছেন দীনেশ কার্তিক ৷ নিজের দোষ তিনি স্বীকার করেছেন বলেও ম্যাচ রিপোর্টে উল্লেখ করেছে রেফারি ৷

প্রসঙ্গত, একটা সময় মনে হয়েছিল কলকাতা খুব সহজেই 136 রানের টার্গেটে পৌঁছে যাবে ৷ পরিস্থিতিও তেমনই ছিল ৷ শেষ 4 ওভারে যখন কলকাতার জয়ের জন্য মাত্র 13 রান দরকার ছিল ৷ হাতে ছিল 8 উইকেট ৷ সেই পরিস্থিতি থেকে একটা সময় 130 রানে 7 উইকেট পড়ে যায় কেকেআর-এর ৷ উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক রাবাদার বলে শূন্য রানে বোল্ড হয়ে যান ৷ ক্যামেরায় ধরা পড়ে আউট হয়ে ফেরার সময় রাগের চোটে উইকেট উপড়ে ফেলে দেন কার্তিক ৷ যা আইপিএল’র নিয়মে শৃঙ্খলাভঙ্গের সমান ৷

আরও পড়ুন : T-20 World Cup : টি-20 বিশ্বকাপে ভারতের নতুন ‘বিলিয়ন চিয়ার্স জার্সি’

আইপিএল কমিটি তাদের বিবৃতিতে জানিয়েছে, দীনেশ কার্তিক লেভেল ওয়ানে 2.2 ক্যাটাগরির অপরাধ করেছেন ৷ তিনি তাঁর এই অপরাধ স্বীকার করেছেন ৷ তাই লেভেল ওয়ানের অপরাধের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেটাই বহাল থাকবে ৷’’ দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের রেফারি দীনেশ কার্তিককে জরিমানা করেছেন ৷ শুক্রবার কলকাতা নাইট রাইডার্স আইপিএলে তাদের তিন নম্বর ফাইনাল খেলতে নামবে ৷ প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৷

আরও পড়ুন : Sunil Chhetri: আন্তর্জাতিক গোলের বিচারে পেলেকে টপকে গেলেন সুনীল

শারজা, 14 অক্টোবর : কলকাতা নাইট রাইর্ডাসের উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ৷ ম্যাচ চলাকালীন আইপিএল’র শৃঙ্খলাভঙ্গ করায় তাঁকে জরিমানা করা হয়েছে ৷ আজ আইপিএল কমিটির তরফে এমনটাই বিবৃতি দেওয়া হয়েছে ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কোয়ালিফায়ার টু’র ম্যাচে লেভেল ওয়ানের শৃঙ্খলাভঙ্গ করেছেন দীনেশ কার্তিক ৷ নিজের দোষ তিনি স্বীকার করেছেন বলেও ম্যাচ রিপোর্টে উল্লেখ করেছে রেফারি ৷

প্রসঙ্গত, একটা সময় মনে হয়েছিল কলকাতা খুব সহজেই 136 রানের টার্গেটে পৌঁছে যাবে ৷ পরিস্থিতিও তেমনই ছিল ৷ শেষ 4 ওভারে যখন কলকাতার জয়ের জন্য মাত্র 13 রান দরকার ছিল ৷ হাতে ছিল 8 উইকেট ৷ সেই পরিস্থিতি থেকে একটা সময় 130 রানে 7 উইকেট পড়ে যায় কেকেআর-এর ৷ উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক রাবাদার বলে শূন্য রানে বোল্ড হয়ে যান ৷ ক্যামেরায় ধরা পড়ে আউট হয়ে ফেরার সময় রাগের চোটে উইকেট উপড়ে ফেলে দেন কার্তিক ৷ যা আইপিএল’র নিয়মে শৃঙ্খলাভঙ্গের সমান ৷

আরও পড়ুন : T-20 World Cup : টি-20 বিশ্বকাপে ভারতের নতুন ‘বিলিয়ন চিয়ার্স জার্সি’

আইপিএল কমিটি তাদের বিবৃতিতে জানিয়েছে, দীনেশ কার্তিক লেভেল ওয়ানে 2.2 ক্যাটাগরির অপরাধ করেছেন ৷ তিনি তাঁর এই অপরাধ স্বীকার করেছেন ৷ তাই লেভেল ওয়ানের অপরাধের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেটাই বহাল থাকবে ৷’’ দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের রেফারি দীনেশ কার্তিককে জরিমানা করেছেন ৷ শুক্রবার কলকাতা নাইট রাইডার্স আইপিএলে তাদের তিন নম্বর ফাইনাল খেলতে নামবে ৷ প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ৷

আরও পড়ুন : Sunil Chhetri: আন্তর্জাতিক গোলের বিচারে পেলেকে টপকে গেলেন সুনীল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.