ETV Bharat / sports

IPL 2021: ধোনির ড্যাড'স আর্মিকেই খেতাব জয়ের দাবিদার মানছেন কেপি

author img

By

Published : Sep 17, 2021, 9:27 PM IST

2020 আইপিএলে মরু শহরে শেষ দিক থেকে দু'নম্বরে শেষ করেছিল ধোনির চেন্নাই সুপার কিংস ৷ এটাই ছিল আইপিএলের ইতিহাসে তিনবারের চ্যাম্পিয়ন সুপার কিংসের সবচেয়ে খারাপ ফল ৷

IPL 2021
ধোনির ড্যাড'স আর্মি

লন্ডন, 17 সেপ্টেম্বর : রবিবার থেকে ফের শুরু আইপিএল নামক টি-20 ধামাকা ৷ কোভিড ভীতি কাটিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ তবে মরু শহরের আইপিএলে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স নয়, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে খেতাব জয়ের অন্যতম দাবিদার মনে করছেন কেভিন পিটারসেন ৷

বেটওয়ে ডট কম ব্লগে পিটারসেন লেখেন, "এপ্রিলে এই আইপিএল শুরু হওয়ার আগে সিএসকে-কে সবাই ওল্ড বয়েজ আর্মি বলেছিল ৷ কিন্তু ওরা যেভাবে খেলেছে, তাতে সবাই অবাক ৷ বিদেশি ক্রিকেটার ফ্যাফ ডু'প্লেসিস, মোয়েন আলি, স্যাম কারান দারুণ পারফর্ম করেছে ৷ তবে চার মাস পর ওরা কেমনভাবে ফেরে সেটাই দেখার ৷ যদি পুরনো ফর্ম ধরে রাখতে পারে, তাহলে সিএসকে হবে খেতাব জয়ের অন্যতম দাবিদার ৷"

মরু শহরে 2020 আইপিএলে পয়েন্ট টেবিলে তলার দিকে শেষ করেছিল সিএসকে ৷ কিন্তু ঘরের মাঠে 2021 আইপিএলের শুরুটা দারণ করেছে ধোনি অ্যান্ড কোং ৷ করোনা হানায় টুর্নামেন্ট স্থগিত হওয়ার সময় লিগ তালিকায় দু'নম্বরে শেষ করে চেন্নাই সুপার কিংস ৷ সাত ম্যাচে ধোনিদের পয়েন্ট 10 ৷ আর সমসংখ্যক ম্য়াচে 8 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চার নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷

আরও পড়ুন: আরও বড় দায়িত্ব, এনসিসি-র পুনর্গঠনের জন্য গড়া কমিটিতে মাহি

ধোনির চেন্নাই সুপার কিংস-কে ড্যাড'স আর্মি বলে কটাক্ষ করে থাকেন অনেকেই ৷ সুপার কিংসের বেশিরভাগ খেলোয়াড়ের বয়স 30 বছরের বেশি ৷ টি-20 ফর্ম্যাটে যা বেমানান ৷ 2020 আইপিএলে এই মরু শহরেই শেষ দিক থেকে দ্বিতীয় স্থানে শেষ করেছিল ধোনি অ্যান্ড কোং ৷ কিন্তু এবারের আইপিএলে নতুনভাবে শুরু করেছে সুপার কিংস ৷ যা দেখে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক এবার ধোনিদের সম্ভাব্য চ্যাম্পিয়ন দেখছেন ৷

লন্ডন, 17 সেপ্টেম্বর : রবিবার থেকে ফের শুরু আইপিএল নামক টি-20 ধামাকা ৷ কোভিড ভীতি কাটিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ তবে মরু শহরের আইপিএলে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স নয়, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে খেতাব জয়ের অন্যতম দাবিদার মনে করছেন কেভিন পিটারসেন ৷

বেটওয়ে ডট কম ব্লগে পিটারসেন লেখেন, "এপ্রিলে এই আইপিএল শুরু হওয়ার আগে সিএসকে-কে সবাই ওল্ড বয়েজ আর্মি বলেছিল ৷ কিন্তু ওরা যেভাবে খেলেছে, তাতে সবাই অবাক ৷ বিদেশি ক্রিকেটার ফ্যাফ ডু'প্লেসিস, মোয়েন আলি, স্যাম কারান দারুণ পারফর্ম করেছে ৷ তবে চার মাস পর ওরা কেমনভাবে ফেরে সেটাই দেখার ৷ যদি পুরনো ফর্ম ধরে রাখতে পারে, তাহলে সিএসকে হবে খেতাব জয়ের অন্যতম দাবিদার ৷"

মরু শহরে 2020 আইপিএলে পয়েন্ট টেবিলে তলার দিকে শেষ করেছিল সিএসকে ৷ কিন্তু ঘরের মাঠে 2021 আইপিএলের শুরুটা দারণ করেছে ধোনি অ্যান্ড কোং ৷ করোনা হানায় টুর্নামেন্ট স্থগিত হওয়ার সময় লিগ তালিকায় দু'নম্বরে শেষ করে চেন্নাই সুপার কিংস ৷ সাত ম্যাচে ধোনিদের পয়েন্ট 10 ৷ আর সমসংখ্যক ম্য়াচে 8 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চার নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷

আরও পড়ুন: আরও বড় দায়িত্ব, এনসিসি-র পুনর্গঠনের জন্য গড়া কমিটিতে মাহি

ধোনির চেন্নাই সুপার কিংস-কে ড্যাড'স আর্মি বলে কটাক্ষ করে থাকেন অনেকেই ৷ সুপার কিংসের বেশিরভাগ খেলোয়াড়ের বয়স 30 বছরের বেশি ৷ টি-20 ফর্ম্যাটে যা বেমানান ৷ 2020 আইপিএলে এই মরু শহরেই শেষ দিক থেকে দ্বিতীয় স্থানে শেষ করেছিল ধোনি অ্যান্ড কোং ৷ কিন্তু এবারের আইপিএলে নতুনভাবে শুরু করেছে সুপার কিংস ৷ যা দেখে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক এবার ধোনিদের সম্ভাব্য চ্যাম্পিয়ন দেখছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.