ETV Bharat / sports

Jos Buttler in IPL : 'আরও কাছাকাছি', 'বিরাট' নজির থেকে মাত্র এক কদম দূরে বাটলার - Jos Buttler becomes second batter to notch 3 IPL centuries in one season

2106 আইপিএলে স্বপ্নের মরশুম কাটিয়েছিলেন বিরাট কোহলি । 16 ইনিংসে বিরাটের মোট রান ছিল 973 । সেঞ্চুরির সংখ্যা ছিল 4টি । চলতি আইপিএলে মাত্র 7 ইনিংসেই 3টি সেঞ্চুরির মালিক হয়েছেন বাটলার । আরেকটি শতরান করলেই কোহলির রেকর্ড ছুয়ে ফেলবেন তিনি । রান সংখ্যায় পিছিয়ে থাকলেও বাটলারের এই ফর্ম চললে বিরাটের 973 রানের রেকর্ডও ভেঙে যেতে পারে (Jos Buttler becomes second batter to notch 3 IPL centuries in one season) ।

Jos Buttler
আরেক সেঞ্চুরিতেই 'বিরাট' নজির গড়বেন বাটলার
author img

By

Published : Apr 23, 2022, 8:03 AM IST

মুম্বই, 23 এপ্রিল : শেষ ওভারে দিল্লির দরকার ছিল 36 রান । প্রথম তিন বলে তিন ছক্কায় ম্যাচ জমিয়ে দিয়েছিলেন রভম্যান পাওয়েল । তারপরেই শুরু হয় চূড়ান্ত নাটক । আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না-হওয়ায় দুই ব্যাটারকে মাঠ ছাড়ার ইঙ্গিত দেন দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন ঋষভ পন্থ । শেষ পর্যন্ত আম্পায়ারের হস্তক্ষেপে খেলা শেষ হয় । দিল্লি হারে 15 রানে । যদিও সমস্ত নাটকীয়তার মধ্যেও ম্যাচের যাবতীয় রঙ টেনে নিলেন জস বাটলার । চলতি আইপিএলে তৃতীয় সেঞ্চুরি এল ইংরেজ ব্যাটারের থেকে (Jos Buttler becomes second batter to notch 3 IPL centuries in one season) ।

চলতি আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন বাটলার । গত আইপিএলে 7 ইনিংসে 254 রান করেছিলেন ইংরেজ ব্যাটার । শতরানের সংখ্যা ছিল 1টি । এবার সমসংখ্যক ইনিংসে 491 রান করে ফেলেছেন তিনি । ইতিমধ্যেই 3টি সেঞ্চুরি এসেছে রাজস্থান ওপেনারের ব্যাট থেকে । দিল্লির বিরুদ্ধে তাঁর 65 বলে 116 রানের দৌলতেই 'দিল্লি বধ' করেছে মরুশহর । একই সঙ্গে বিস্ফোরক ইনিংসে কোহলির আরও কাছাকাছি এলেন বাটলার (Jos Buttler notch 3 IPL centuries in one season) ।

2106 আইপিএলে স্বপ্নের মরশুম কাটিয়েছিলেন ব্যাঙ্গালোর বিরাট কোহলি । 16 ইনিংসে বিরাটের মোট রান ছিল 973 । সেঞ্চুরির সংখ্যা ছিল 4টি । এখনও পর্যন্ত আইপিএলের একটি মরসুমে করা সবচেয়ে বেশি সেঞ্চুরি । একই সঙ্গে কোটিপতি লিগে মোট 5টি সেঞ্চুরি রয়েছে কোহলির নামের পাশে । অন্যদিকে, চলতি মরশুমে মাত্র 7 ইনিংসেই 3 সেঞ্চুরির মালিক হয়েছেন বাটলার । আরেকটি শতরান করলেই কোহলির রেকর্ড ছুয়ে ফেলবেন তিনি । রান সংখ্যায় এখনও অনেকটাই পিছিয়ে থাকলেও বাটলারের এই ফর্ম চললে বিরাটের 973 রানের রেকর্ডও ভেঙে যেতেই পারে ।

শুক্রবার বাটলারের ব্যাটেই রানের পাহাড় গড়েছিল রাজস্থান । প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 2 উইকেট হারিয়ে 222 রান তোলে সঙ্গাকারার ছেলেরা । জসের পাশাপাশি এদিন সমান উজ্জ্বল দেবদূত পাড্ডিকলও । 35 বলে 54 রান করেন তিনি । 19 বলে 46 রানের বিধ্বংসী ইনিংসে যোগ্য সঙ্গত দিয়েছেন স্যামসনও । খালিল আহমেদ, কুলদীপ যাদবের পাশাপাশি সমান 'মার' খেয়েছেন 'ফিজ'ও ।

আরও পড়ুন : এবার আইসোলেশনে পন্টিং, কোচকে ছাড়াই আজ মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস

রান তাড়া করতে নেমে জয়ের কাছাকাছি পৌঁছেও শেষরক্ষা হয়নি দিল্লির । দলের 43 রানের মাথায় ওয়ার্নার প্যাভিলিয়নে ফেরেন । তারপরেই আউট হয়ে যান সরফরাজ খানও । যদিও সেই ধাক্কা সামলে নিয়েছিল ঋষভ পন্থ-ললিত যাদব জুটি । 24 বলে 44 করেন দিল্লি অধিনায়ক, সমসংখ্যক বলে ললিতের সংগ্রহ 37 রান । শেষ ওভারে পাওয়েলের তিন ছক্কায় 'নাটকীয় জয়'-এর স্বপ্ন দেখতে শুরু করেছিল দিল্লি । যদিও 15 রান দূরেই থেমে যায় ক্যাপিটালস ।

7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের শীর্ষে রয়েছে রাজস্থান । সমসংখ্যাক ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে করোনা বিধ্বস্ত দিল্লি । রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার আগেও মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে দিল্লি ক্যাপিটালস শিবিরে ৷ সংক্রমণের জেরে কোচ রিকি পন্টিংকে ছাড়াই মাঠে নেমেছিল দল ৷

মুম্বই, 23 এপ্রিল : শেষ ওভারে দিল্লির দরকার ছিল 36 রান । প্রথম তিন বলে তিন ছক্কায় ম্যাচ জমিয়ে দিয়েছিলেন রভম্যান পাওয়েল । তারপরেই শুরু হয় চূড়ান্ত নাটক । আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না-হওয়ায় দুই ব্যাটারকে মাঠ ছাড়ার ইঙ্গিত দেন দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন ঋষভ পন্থ । শেষ পর্যন্ত আম্পায়ারের হস্তক্ষেপে খেলা শেষ হয় । দিল্লি হারে 15 রানে । যদিও সমস্ত নাটকীয়তার মধ্যেও ম্যাচের যাবতীয় রঙ টেনে নিলেন জস বাটলার । চলতি আইপিএলে তৃতীয় সেঞ্চুরি এল ইংরেজ ব্যাটারের থেকে (Jos Buttler becomes second batter to notch 3 IPL centuries in one season) ।

চলতি আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন বাটলার । গত আইপিএলে 7 ইনিংসে 254 রান করেছিলেন ইংরেজ ব্যাটার । শতরানের সংখ্যা ছিল 1টি । এবার সমসংখ্যক ইনিংসে 491 রান করে ফেলেছেন তিনি । ইতিমধ্যেই 3টি সেঞ্চুরি এসেছে রাজস্থান ওপেনারের ব্যাট থেকে । দিল্লির বিরুদ্ধে তাঁর 65 বলে 116 রানের দৌলতেই 'দিল্লি বধ' করেছে মরুশহর । একই সঙ্গে বিস্ফোরক ইনিংসে কোহলির আরও কাছাকাছি এলেন বাটলার (Jos Buttler notch 3 IPL centuries in one season) ।

2106 আইপিএলে স্বপ্নের মরশুম কাটিয়েছিলেন ব্যাঙ্গালোর বিরাট কোহলি । 16 ইনিংসে বিরাটের মোট রান ছিল 973 । সেঞ্চুরির সংখ্যা ছিল 4টি । এখনও পর্যন্ত আইপিএলের একটি মরসুমে করা সবচেয়ে বেশি সেঞ্চুরি । একই সঙ্গে কোটিপতি লিগে মোট 5টি সেঞ্চুরি রয়েছে কোহলির নামের পাশে । অন্যদিকে, চলতি মরশুমে মাত্র 7 ইনিংসেই 3 সেঞ্চুরির মালিক হয়েছেন বাটলার । আরেকটি শতরান করলেই কোহলির রেকর্ড ছুয়ে ফেলবেন তিনি । রান সংখ্যায় এখনও অনেকটাই পিছিয়ে থাকলেও বাটলারের এই ফর্ম চললে বিরাটের 973 রানের রেকর্ডও ভেঙে যেতেই পারে ।

শুক্রবার বাটলারের ব্যাটেই রানের পাহাড় গড়েছিল রাজস্থান । প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 2 উইকেট হারিয়ে 222 রান তোলে সঙ্গাকারার ছেলেরা । জসের পাশাপাশি এদিন সমান উজ্জ্বল দেবদূত পাড্ডিকলও । 35 বলে 54 রান করেন তিনি । 19 বলে 46 রানের বিধ্বংসী ইনিংসে যোগ্য সঙ্গত দিয়েছেন স্যামসনও । খালিল আহমেদ, কুলদীপ যাদবের পাশাপাশি সমান 'মার' খেয়েছেন 'ফিজ'ও ।

আরও পড়ুন : এবার আইসোলেশনে পন্টিং, কোচকে ছাড়াই আজ মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস

রান তাড়া করতে নেমে জয়ের কাছাকাছি পৌঁছেও শেষরক্ষা হয়নি দিল্লির । দলের 43 রানের মাথায় ওয়ার্নার প্যাভিলিয়নে ফেরেন । তারপরেই আউট হয়ে যান সরফরাজ খানও । যদিও সেই ধাক্কা সামলে নিয়েছিল ঋষভ পন্থ-ললিত যাদব জুটি । 24 বলে 44 করেন দিল্লি অধিনায়ক, সমসংখ্যক বলে ললিতের সংগ্রহ 37 রান । শেষ ওভারে পাওয়েলের তিন ছক্কায় 'নাটকীয় জয়'-এর স্বপ্ন দেখতে শুরু করেছিল দিল্লি । যদিও 15 রান দূরেই থেমে যায় ক্যাপিটালস ।

7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে টেবিলের শীর্ষে রয়েছে রাজস্থান । সমসংখ্যাক ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে করোনা বিধ্বস্ত দিল্লি । রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার আগেও মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে দিল্লি ক্যাপিটালস শিবিরে ৷ সংক্রমণের জেরে কোচ রিকি পন্টিংকে ছাড়াই মাঠে নেমেছিল দল ৷

For All Latest Updates

TAGGED:

Jos Buttler
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.