নয়াদিল্লি, 31 মার্চ: মিচেল মার্শের পরিবর্ত হিসেবে ইংল্যান্ডের জেসন রয়কে দলে নিল সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ 9 এপ্রিল থেকে শুরু হতে চলা আইপিএল 14-তে ব্যক্তিগত কারণে অংশ নেবেন না বলে জানিয়েছেন অজ়ি অলরাউন্ডার ৷ তাঁর বদলে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে দলে নিয়েছে হায়দরাবাদের এই ফ্র্যাঞ্চাইজ়ি ৷
প্রসঙ্গত, 2020 আইপিএলে প্রথম ম্যাচেই চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন মিচেল মার্শ ৷ যার পর 2021 আইপিএল-এও নেই অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার ৷ আইপিএল-র অফিসিয়াল ওয়েব সাইটে দেওয়া তথ্যে বলা হয়েছে, ‘‘সানরাইজ়ার্স হায়দরাবাদ মিচেল মার্শের পরিবর্তে ইংল্যান্ডের জেসন রয়কে সই করিয়েছে ৷ যিনি ব্যক্তিগত কারণে এই সিজ়নে অংশ নিতে পারবেন না ৷’’
আরও পড়ুন : দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিসিসিআই’র নতুন অফিস
2010 সালে প্রথম আইপিএল খেলা মিচেল মার্শ গত এগারো বছরে মাত্র 21টি ম্যাচ খেলেছেন ৷ অন্যদিকে, জেসন রয় 2017 সালে গুজরাত লায়েন্সের হয়ে আইপিএলে ডেবিউ করেন ৷ পরের বছর 2018 সালে তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে শেষ খেলেছিলেন ৷ তিনি মোট 8 ম্যাচ খেলে 179 রান করেছেন ৷ যেখানে 1টি অর্ধশতরান ছিল ৷