আমেদাবাদ, 31 মার্চ: আজ থেকে শুরু হচ্ছে আইপিএল 2023 ৷ আর প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স এবং 4 বারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংস ৷ তার থেকেও বড় বিষয় তিন বছর পর আবারও আইপিএল এর গাড়ি প্রতিটি ফ্র্যাঞ্চাইজির নিজের নিজের শহরে পৌঁছেছে এবার ৷ 2020 থেকে 2022 গত তিন সিজন ধরে আইপিএল নয় দুবাই আর নয় তো মুম্বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল ৷ কারণ করোনা অতিমারি ৷ করোনার সেই ধাক্কা সামলে ফের স্টেডিয়ামে ফেরার সুযোগ পাচ্ছেন দর্শকরা ৷ সেই সঙ্গে আইপিএল-এ ফিরছে জাঁকজমকে ভরা উদ্বোধনী উৎসবও ৷
গত বছর থেকে আট এর বদলে 10টি দলকে নিয়ে শুরু হয়েছে আইপিএল ৷ সেই সঙ্গে বেড়েছে ম্যাচের সংখ্যাও ৷ লিগ পর্যায়ে 56 থেকে ম্যাচ বেড়ে হয়েছে 70 ৷ সিজন 16-র ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না ৷ আজ অর্থাৎ, 31 মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল 16-র যাত্রা ৷ টানা 2 মাস ধরে দেশের 12টি শহরে বসবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রিকেট লিগের আসর ৷ 21 মে পর্যন্ত চলবে লিগ পর্যায়ের ম্যাচ ৷ তারপর প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ৷ তবে, প্লে-অফসের দিন এখনও ঘোষণা করেনি বিসিসিআই ৷ ফাইনাল হবে 28 মে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷
জাঁকজমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠান
তিন বছর পর আবারও নতুন রূপে নিজের পুরনো ফর্মে ফিরছে আইপিএল ৷ আর সেখানে ক্রিকেটের বিনোদনের পাশাপাশি, বলিউডের ছোঁয়া থাকবে না, সেটা কী হতে পারে ৷ আর তাই সিজন 16-র উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করবেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং ৷ তাঁর মধুর গানে মাতবেন স্টেডিয়ামে থাকা দর্শকরা ৷ সেই সঙ্গে রয়েছে বলিউডের ছোঁয়াও ৷ তমান্না ভাটিয়া এবং রাশমিকা মন্ধানার ডান্স পারফর্মেন্স থাকছে ৷ বৃহস্পিতবারই দুই নায়িকা নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গিয়ে স্টেজ রিহার্সল সেরেছেন ৷ এমনও শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফ এবং টাইগার শর্ফও উদ্বোধনী সন্ধ্যায় দর্শকদের মনোরঞ্জন করতে পারেন ৷
আরও পড়ুন: বিরাটের কাছে এই দুই ক্রিকেটার সর্বকালের সেরা
আজ সন্ধ্যা 6টা থেকে উদ্ধোধনী অনুষ্ঠান শুরু হবে ৷ টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কে এর সম্প্রচার হবে ম্যাচের আগে ৷ আর ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা অ্যাপে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে পারবেন দর্শকরা ৷ তাও কোনও সাবস্ক্রিপশন ছাড়াই ৷ এখানেও একটি চমক রয়েছে ৷ যে কোনও মোবাইল নেটওয়ার্কের ইন্টারনেট থেকে জিও সিনেমা দেখা যাবে ৷ সন্ধ্যা 7টার সময় হবে ম্যাচের টস এবং সাড়ে 7টায় ম্যাচ শুরু হবে ৷