ETV Bharat / sports

IPL 2023: কলকাতার রসগোল্লায় মজেছেন রহমানুল্লাহ গুরবাজ - রসোগোল্লায় মজেছেন রহমতুল্লাহ গুরবাজ

আফগানিস্তানের ক্রিকেটার হলেও এখন তিনি কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার ব্যাটার ৷ তাই রসগোল্লায় ডুবে থাকবেন না তা কখনও হয় ? ডায়েট ভুলে রসগোল্লার প্রেমে মজেছেন রহমানুল্লাহ গুরবাজ ৷

Etv Bharat
রসোগোল্লায় মজেছেন রহমতুল্লাহ গুরবাজ
author img

By

Published : May 8, 2023, 1:19 PM IST

Updated : May 8, 2023, 4:40 PM IST

কলকাতা, 8মে: কলকাতার রসগোল্লার প্রেমে মজেছেন রহমতুল্লাহ গুরবাজ । আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার-ব্যাটার প্রায় প্রতি ম্যাচেই নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন । আফগানিস্তানের ক্রিকেটার হলেও ভারতীয় সিনেমা, ক্রিকেট এবং ভারতীয় খাবারের ব্যাপারে ভীষণ উৎসাহী তিনি । তাঁর সেই উৎসাহের প্রকাশ ঘটেছে বিভিন্ন সময়ে।

কেকেআর যেখানে খেলতে গিয়েছে সেখানকার স্থানীয় খাবার চেখে দেখেছেন ৷ ইতিমধ্যে সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে গিয়ে হায়দরাবাদে বিরিয়ানী সম্পর্কে আগ্রহ দেখিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ । কলকাতা নাইটদের হোম সিটি । আর এই শহরের খাদ্যভ্যাসের সঙ্গেও পরিচিত হবেন সেটাই স্বাভাবিক ৷ আর তা করতে গিয়ে কলকাতার রসগোল্লার রসে ডুবেছেন থুড়ি প্রেমে মজেছেন রহমতুল্লাহ গুরবাজ ।

আফগানিস্তানি হলেও ভারতীয় সিনেমা সম্পর্কে ওয়াকিবহাল এই উইকেটকিপার ব্যাটার । প্রায় প্রতিটি ছবি দেখেন তিনি । অভিনেতাদের অভিনয়শৈলীর সঙ্গেও পরিচিত। শাহরুখ খানকে নিয়ে গুরবাজের আলাদা মুগ্ধতা আছে। এখন সেই শাহরুখের দলেই খেলছেন গুরবাজ। তাঁর কথায় "আমার কাছে পুরো বিষয়টি স্বপ্নের মত । আমি শাহরুখ খানের মস্ত বড় ফ্যান । আমি শাহরুখ খানের দলের হয়ে খেলছি । আর কেকেআর হয়ে খেলার সুযোগ পেয়ে তৃপ্ত । নাইট ম্যানেজমেন্টকে এইজন্য ধন্যবাদ দিতে চাই ৷"

চলতি মরশুমের আইপিএলে ইডেনে প্রথম ম্যাচে খেলা দেখতে এসেছিলেন শাহরুখ খান স্বয়ং । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নাইটদের দুরন্ত জয়ের পরে সাজঘরে গিয়ে অভিনন্দন জানিয়েছিলেন । সেই সাক্ষাতের মুগ্ধতা শোনা গেল কেকেআর-এর এই আফগান ক্রিকেটারের মুখে । কিং খানকে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, শাহরুখখানের দেখা পাওয়াটা তাঁর কাছে সেরা মুহূর্ত ছিল ৷ বিশ্বের অন্যতম সেরা অভিনেতা শাহরুখ খান। যেভাবে কথা বলেছেন তা আশা করা যায় না। গুরবাজ আরও বলেন, " শাহরুখ যেভাবে বিনয়ী ব্যবহার করেছেন তা আমার কাছে অপ্রত্যাশিত । বিশ্বের সেরা ব্যক্তি তিনি । আমার জীবনের সেরা মুহূর্ত শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়া ।"

আরও পড়ুন: শেষ বলে বাজিমাত, সামাদের ছক্কায় স্তব্ধ মরুঝড়

নাইট জার্সিতে নিজেকে মেলে ধরলেও রহমতুল্লাহ গুরবাজের ক্রিকেটার হয়ে ওঠা সহজ ছিল না । তার পরিবারের কোনও ধারনা ছিল না ক্রিকেট খেলা সম্পর্কে। সেই সময় আফগানিস্তান দলের প্রাক্তন অধিনায়ক নুওরজমঙ্গলকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন আজকের রহমতুল্লাহ গুরবাজ । তাঁর সঙ্গে দেখা করেছিলেন । সাহায্য পেয়েছিলেন ।

এরপর আর্ন্তজাতিক ক্রিকেটে খেলতে এসে মহেন্দ্র সিং ধোনিকে দেখে অনুপ্রাণিত হয়েছেন । তাঁর খেলা দেখে শিখেছেন। একসময় ফুটবলে গোলরক্ষক হিসেবে খেলতেন । ফলে সেখান থেকে উইকেটকিপার হয়ে ওঠা সহজ হয়েছিল । চলতি বছরে ভারতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ । তার কয়েকমাস আগে আইপিএলে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে খেলার সময় সাহায্য করবে সেই ব্যাপারে আশাবাদী গুরবাজ ।

কলকাতা, 8মে: কলকাতার রসগোল্লার প্রেমে মজেছেন রহমতুল্লাহ গুরবাজ । আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার-ব্যাটার প্রায় প্রতি ম্যাচেই নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন । আফগানিস্তানের ক্রিকেটার হলেও ভারতীয় সিনেমা, ক্রিকেট এবং ভারতীয় খাবারের ব্যাপারে ভীষণ উৎসাহী তিনি । তাঁর সেই উৎসাহের প্রকাশ ঘটেছে বিভিন্ন সময়ে।

কেকেআর যেখানে খেলতে গিয়েছে সেখানকার স্থানীয় খাবার চেখে দেখেছেন ৷ ইতিমধ্যে সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে গিয়ে হায়দরাবাদে বিরিয়ানী সম্পর্কে আগ্রহ দেখিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ । কলকাতা নাইটদের হোম সিটি । আর এই শহরের খাদ্যভ্যাসের সঙ্গেও পরিচিত হবেন সেটাই স্বাভাবিক ৷ আর তা করতে গিয়ে কলকাতার রসগোল্লার রসে ডুবেছেন থুড়ি প্রেমে মজেছেন রহমতুল্লাহ গুরবাজ ।

আফগানিস্তানি হলেও ভারতীয় সিনেমা সম্পর্কে ওয়াকিবহাল এই উইকেটকিপার ব্যাটার । প্রায় প্রতিটি ছবি দেখেন তিনি । অভিনেতাদের অভিনয়শৈলীর সঙ্গেও পরিচিত। শাহরুখ খানকে নিয়ে গুরবাজের আলাদা মুগ্ধতা আছে। এখন সেই শাহরুখের দলেই খেলছেন গুরবাজ। তাঁর কথায় "আমার কাছে পুরো বিষয়টি স্বপ্নের মত । আমি শাহরুখ খানের মস্ত বড় ফ্যান । আমি শাহরুখ খানের দলের হয়ে খেলছি । আর কেকেআর হয়ে খেলার সুযোগ পেয়ে তৃপ্ত । নাইট ম্যানেজমেন্টকে এইজন্য ধন্যবাদ দিতে চাই ৷"

চলতি মরশুমের আইপিএলে ইডেনে প্রথম ম্যাচে খেলা দেখতে এসেছিলেন শাহরুখ খান স্বয়ং । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নাইটদের দুরন্ত জয়ের পরে সাজঘরে গিয়ে অভিনন্দন জানিয়েছিলেন । সেই সাক্ষাতের মুগ্ধতা শোনা গেল কেকেআর-এর এই আফগান ক্রিকেটারের মুখে । কিং খানকে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, শাহরুখখানের দেখা পাওয়াটা তাঁর কাছে সেরা মুহূর্ত ছিল ৷ বিশ্বের অন্যতম সেরা অভিনেতা শাহরুখ খান। যেভাবে কথা বলেছেন তা আশা করা যায় না। গুরবাজ আরও বলেন, " শাহরুখ যেভাবে বিনয়ী ব্যবহার করেছেন তা আমার কাছে অপ্রত্যাশিত । বিশ্বের সেরা ব্যক্তি তিনি । আমার জীবনের সেরা মুহূর্ত শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়া ।"

আরও পড়ুন: শেষ বলে বাজিমাত, সামাদের ছক্কায় স্তব্ধ মরুঝড়

নাইট জার্সিতে নিজেকে মেলে ধরলেও রহমতুল্লাহ গুরবাজের ক্রিকেটার হয়ে ওঠা সহজ ছিল না । তার পরিবারের কোনও ধারনা ছিল না ক্রিকেট খেলা সম্পর্কে। সেই সময় আফগানিস্তান দলের প্রাক্তন অধিনায়ক নুওরজমঙ্গলকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন আজকের রহমতুল্লাহ গুরবাজ । তাঁর সঙ্গে দেখা করেছিলেন । সাহায্য পেয়েছিলেন ।

এরপর আর্ন্তজাতিক ক্রিকেটে খেলতে এসে মহেন্দ্র সিং ধোনিকে দেখে অনুপ্রাণিত হয়েছেন । তাঁর খেলা দেখে শিখেছেন। একসময় ফুটবলে গোলরক্ষক হিসেবে খেলতেন । ফলে সেখান থেকে উইকেটকিপার হয়ে ওঠা সহজ হয়েছিল । চলতি বছরে ভারতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ । তার কয়েকমাস আগে আইপিএলে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে খেলার সময় সাহায্য করবে সেই ব্যাপারে আশাবাদী গুরবাজ ।

Last Updated : May 8, 2023, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.