ETV Bharat / sports

দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়া ঘরে ফেরার অনুভূতি : উমেশ - আইপিএল

দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়া ঘরের ফেরার মতো অনুভূতি ৷ এক সপ্তাহের কোয়ারানটিন পর্ব শেষ করে দিল্লি শিবিরে যোগ দিয়ে জানালেন ভারতীয় পেসার উমেশ যাদব ৷

ipl-2021-umesh-yadav-happy-to-play-for-delhi-capitals-again
দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়া, ঘরের ফেরার অনুভূতি; মত উমেশের
author img

By

Published : Apr 1, 2021, 7:46 PM IST

Updated : Apr 1, 2021, 7:54 PM IST

মুম্বই, 1 এপ্রিল : সাতদিনের বাধ্যতামূলক কোয়ারানটিন পর্ব কাটিয়ে দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিলেন ভারতীয় পেসার উমেশ যাদব ৷ আর সেই সঙ্গে ঘর ওয়াপসি হল উমেশের ৷ তৎকালীন দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ি দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলের মঞ্চে হাতেখড়ি হয়েছিল তাঁর ৷ তার পর দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ি থেকে বেরিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যান তিনি ৷ এবার সেখান থেকে দিল্লির নয়া ফ্র্যাঞ্চাইজ়ি দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএল 14-তে নামতে দেখা যাবে উমেশকে ৷ এবার 1 কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে দিল্লি ৷

নিজের পুরনো দলে ফিরে বেশ খুশি উমেশ যাদবও ৷ তিনি বলেন, ‘‘প্রায় এক সপ্তাহ কোয়ারানটিনে থাকার পর মাঠে পা রাখতে পেরে এবং দলের অন্যান্যদের সঙ্গে সময় কাটিয়ে খুব ভাল লাগছে ৷’’ পাশাপাশি দিল্লির হয়ে খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান উমেশ ৷ এ নিয়ে দিল্লির এই পেসার জানিয়েছেন, ‘‘যখনই আমার হাতে বল দেওয়া হবে, তখন আমি আমার সেরাটা দিতে চাই ৷ আমি আমার দলকে নিজের সেরা পারফর্মেন্সটা উপহার দিতে চাই এবং আরও উন্নতি করতে চাই ৷

আরও পড়ুন : আইপিএল থেকে নাম প্রত্যাহারে সোশাল মিডিয়ায় ট্রোলড জস হ্যাজ়েলউড

121 আইপিএল ম্যাচ খেলে 119 উইকেট নিয়েছেন উমেশ ৷ দিল্লি ক্যাপিটালস দলে ফিরে, ঘরে ফেরার মতো অনুভূতি হচ্ছে বলে জানান ভারতীয় এই পেসার ৷ এ নিয়ে উমেশ বলেন, ‘‘আমি আমার আইপিএল কেরিয়ার শুরু করেছিলাম দিল্লির হয়ে ৷ তাই দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ি আমার কাছে ঘরের মতো ৷ আমি জানি অনেক খেলোয়াড় দলে রয়েছেন ৷ আমি এদের মধ্যে ইশান্ত শর্মা, অক্ষর প্যাটেল এবং ঋষভ পন্থদের সঙ্গে আগে খেলেছি এবং ওদের সঙ্গে সময়ও কাটিয়েছি ৷ তাই মনেই হচ্ছে না নতুন দলের সঙ্গে যোগ দিলাম ৷’’

মুম্বই, 1 এপ্রিল : সাতদিনের বাধ্যতামূলক কোয়ারানটিন পর্ব কাটিয়ে দিল্লি ক্যাপিটালস দলে যোগ দিলেন ভারতীয় পেসার উমেশ যাদব ৷ আর সেই সঙ্গে ঘর ওয়াপসি হল উমেশের ৷ তৎকালীন দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ি দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলের মঞ্চে হাতেখড়ি হয়েছিল তাঁর ৷ তার পর দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ি থেকে বেরিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যান তিনি ৷ এবার সেখান থেকে দিল্লির নয়া ফ্র্যাঞ্চাইজ়ি দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএল 14-তে নামতে দেখা যাবে উমেশকে ৷ এবার 1 কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে দিল্লি ৷

নিজের পুরনো দলে ফিরে বেশ খুশি উমেশ যাদবও ৷ তিনি বলেন, ‘‘প্রায় এক সপ্তাহ কোয়ারানটিনে থাকার পর মাঠে পা রাখতে পেরে এবং দলের অন্যান্যদের সঙ্গে সময় কাটিয়ে খুব ভাল লাগছে ৷’’ পাশাপাশি দিল্লির হয়ে খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান উমেশ ৷ এ নিয়ে দিল্লির এই পেসার জানিয়েছেন, ‘‘যখনই আমার হাতে বল দেওয়া হবে, তখন আমি আমার সেরাটা দিতে চাই ৷ আমি আমার দলকে নিজের সেরা পারফর্মেন্সটা উপহার দিতে চাই এবং আরও উন্নতি করতে চাই ৷

আরও পড়ুন : আইপিএল থেকে নাম প্রত্যাহারে সোশাল মিডিয়ায় ট্রোলড জস হ্যাজ়েলউড

121 আইপিএল ম্যাচ খেলে 119 উইকেট নিয়েছেন উমেশ ৷ দিল্লি ক্যাপিটালস দলে ফিরে, ঘরে ফেরার মতো অনুভূতি হচ্ছে বলে জানান ভারতীয় এই পেসার ৷ এ নিয়ে উমেশ বলেন, ‘‘আমি আমার আইপিএল কেরিয়ার শুরু করেছিলাম দিল্লির হয়ে ৷ তাই দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ি আমার কাছে ঘরের মতো ৷ আমি জানি অনেক খেলোয়াড় দলে রয়েছেন ৷ আমি এদের মধ্যে ইশান্ত শর্মা, অক্ষর প্যাটেল এবং ঋষভ পন্থদের সঙ্গে আগে খেলেছি এবং ওদের সঙ্গে সময়ও কাটিয়েছি ৷ তাই মনেই হচ্ছে না নতুন দলের সঙ্গে যোগ দিলাম ৷’’

Last Updated : Apr 1, 2021, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.