ETV Bharat / sports

ম্যাকালামের উত্তরসূরি হতে পারলেন না রাসেলরা, 14 বছর পর রাহুলের বদলা কোহলির হাত ধরে - আরসিবি বনাম কেকেআর

আজ দুরন্ত শুরু করে কলকাতার নাইটরা ৷ ম্যাচের দ্বিতীয় ওভারেই বিরাট কোহলি ও রজত পাতিদারের উইকেট নিয়ে ব্যাঙ্গালোরকে ব্যাকফুটে ঠেলে দেন বরুণ চক্রবর্তী ৷ এরপর দুরন্ত ব্যাটিং করেন গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্স ৷

আইপিএল 2021, আরসিবি
আইপিএল 2021, আরসিবি
author img

By

Published : Apr 18, 2021, 7:41 PM IST

Updated : Apr 19, 2021, 11:09 AM IST

চেন্নাই, 18 এপ্রিল : 14 বছরের পুরোনো বদলা নিলেন বিরাট কোহলিরা ৷ চেপকে কলকাতা নাইট রাইডার্সকে 38 রানে হারাল বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ একই সঙ্গে পয়েন্ট টেবিলের সবার উপরে চলে এল আরসিবি ৷

কাকতালীয় ভাবে 14 বছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ আর সেদিনের দুই প্রতিপক্ষ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কলকাতা নাইট রাইডার্স ও রাহুল দ্রাবিড়ের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ সেদিন ব্রেন্ডন ম্যাকালামের বিধ্বংসী ব্যাটিং দেখেছিল ক্রিকেট বিশ্ব ৷ আইপিএলের ওপেনিং ম্যাচেই 158 রানের ইনিংস খেলেছিলেন কিউই ব্যাটসম্যান ৷

সেদিনের নায়ক আজও জড়িত কেকেআরের সঙ্গে ৷ কলকাতা নাইট রাইডার্সের হেড কোচের দায়িত্ব তাঁর কাঁধে ৷ ডাগআউটে অসহায়ভাবে দলের হার দেখলেন ৷ সেদিনের দলের আরও এক ক্রিকেটার আজ কেকেআরের দলে আছেন ৷ তিনি নাইটদের ব্যাটিং পরামর্শদাতা ডেভিড হাসি ৷ ম্যাকালামের মতো তিনিও অসহায়ভাবে হারতে দেখলেন দলকে ৷

অথচ আজ দুরন্ত শুরু করে কলকাতার নাইটরা ৷ ম্যাচের দ্বিতীয় ওভারেই বিরাট কোহলি ও রজত পাতিদারের উইকেট নিয়ে ব্যাঙ্গালোরকে ব্যাকফুটে ঠেলে দেন বরুণ চক্রবর্তী ৷ এরপর দুরন্ত ব্যাটিং করেন গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্স ৷ প্রথম দিকে ম্যাক্সওয়েল রানের গতি বাড়ালেন, শেষের দিকে ঝড় তুললেন মিস্টার 360 ডিগ্রি ৷ মাত্র 49 বলে 78 রানের ইনিংস খেললেন ম্যাক্সওয়েল ৷ অন্যদিকে 34 বলে অপরাজিত 76 এবিডির ৷ 20 ওভার শেষে ব্যাঙ্গালোরের রান 204-এ পৌঁছে দেন তাঁরা ৷ কলকাতার হয়ে দুটি উইকেট নিলেন বরুণ চক্রবর্তী ৷

আরও পড়ুন : টি-20 বিশ্বকাপে দিল্লিতে পাকিস্তানের 2টি ম্যাচ

বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামেন কেকেআরের দুই ওপেনার শুভমন গিল ও নীতিশ রাণা ৷ ভাল শুরু করেন শুভমন ৷ কিন্তু চালিয়ে খেলতে গিয়ে 9 বলে 21 রান করে ফেরেন তিনি ৷ চলতি আইপিএলে ভাল শুরু করেও বড় রান করতে পারছেন না গিল ৷ সেদিকে নজর রাখতেই হবে দলের ব্যাটিং মেন্টর ডেভিড হাসিকে ৷ চেষ্টা করেন রাহুল ত্রিপাঠীও ৷ 20 বলে 25 তাঁর সংগ্রহ ৷ তবে কলকাতা বড় ধাক্কা খায় 18 রানে নীতিশ রানা আউট হয়ে ফেরায় ৷ গত দুই ম্যাচের হিরোকে আজ নিষ্প্রভ দেখাল ৷ শেষ দিকে চেষ্টা করলেন শাকিব আল হাসান ও আন্দ্রে রাসেল ৷ চাহালের এক ওভারে 19 রান নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন দ্রে রাশ ৷ তবে দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারলেন না ৷ নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 166 রানে থামল নাইটদের ইনিংস ৷ এই ম্যাচ হেরে আপাতত টেবিলের 6 নম্বর স্থানে কলকাতা নাইট রাইডার্স ৷

চেন্নাই, 18 এপ্রিল : 14 বছরের পুরোনো বদলা নিলেন বিরাট কোহলিরা ৷ চেপকে কলকাতা নাইট রাইডার্সকে 38 রানে হারাল বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ একই সঙ্গে পয়েন্ট টেবিলের সবার উপরে চলে এল আরসিবি ৷

কাকতালীয় ভাবে 14 বছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ আর সেদিনের দুই প্রতিপক্ষ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কলকাতা নাইট রাইডার্স ও রাহুল দ্রাবিড়ের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ সেদিন ব্রেন্ডন ম্যাকালামের বিধ্বংসী ব্যাটিং দেখেছিল ক্রিকেট বিশ্ব ৷ আইপিএলের ওপেনিং ম্যাচেই 158 রানের ইনিংস খেলেছিলেন কিউই ব্যাটসম্যান ৷

সেদিনের নায়ক আজও জড়িত কেকেআরের সঙ্গে ৷ কলকাতা নাইট রাইডার্সের হেড কোচের দায়িত্ব তাঁর কাঁধে ৷ ডাগআউটে অসহায়ভাবে দলের হার দেখলেন ৷ সেদিনের দলের আরও এক ক্রিকেটার আজ কেকেআরের দলে আছেন ৷ তিনি নাইটদের ব্যাটিং পরামর্শদাতা ডেভিড হাসি ৷ ম্যাকালামের মতো তিনিও অসহায়ভাবে হারতে দেখলেন দলকে ৷

অথচ আজ দুরন্ত শুরু করে কলকাতার নাইটরা ৷ ম্যাচের দ্বিতীয় ওভারেই বিরাট কোহলি ও রজত পাতিদারের উইকেট নিয়ে ব্যাঙ্গালোরকে ব্যাকফুটে ঠেলে দেন বরুণ চক্রবর্তী ৷ এরপর দুরন্ত ব্যাটিং করেন গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্স ৷ প্রথম দিকে ম্যাক্সওয়েল রানের গতি বাড়ালেন, শেষের দিকে ঝড় তুললেন মিস্টার 360 ডিগ্রি ৷ মাত্র 49 বলে 78 রানের ইনিংস খেললেন ম্যাক্সওয়েল ৷ অন্যদিকে 34 বলে অপরাজিত 76 এবিডির ৷ 20 ওভার শেষে ব্যাঙ্গালোরের রান 204-এ পৌঁছে দেন তাঁরা ৷ কলকাতার হয়ে দুটি উইকেট নিলেন বরুণ চক্রবর্তী ৷

আরও পড়ুন : টি-20 বিশ্বকাপে দিল্লিতে পাকিস্তানের 2টি ম্যাচ

বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামেন কেকেআরের দুই ওপেনার শুভমন গিল ও নীতিশ রাণা ৷ ভাল শুরু করেন শুভমন ৷ কিন্তু চালিয়ে খেলতে গিয়ে 9 বলে 21 রান করে ফেরেন তিনি ৷ চলতি আইপিএলে ভাল শুরু করেও বড় রান করতে পারছেন না গিল ৷ সেদিকে নজর রাখতেই হবে দলের ব্যাটিং মেন্টর ডেভিড হাসিকে ৷ চেষ্টা করেন রাহুল ত্রিপাঠীও ৷ 20 বলে 25 তাঁর সংগ্রহ ৷ তবে কলকাতা বড় ধাক্কা খায় 18 রানে নীতিশ রানা আউট হয়ে ফেরায় ৷ গত দুই ম্যাচের হিরোকে আজ নিষ্প্রভ দেখাল ৷ শেষ দিকে চেষ্টা করলেন শাকিব আল হাসান ও আন্দ্রে রাসেল ৷ চাহালের এক ওভারে 19 রান নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন দ্রে রাশ ৷ তবে দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারলেন না ৷ নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 166 রানে থামল নাইটদের ইনিংস ৷ এই ম্যাচ হেরে আপাতত টেবিলের 6 নম্বর স্থানে কলকাতা নাইট রাইডার্স ৷

Last Updated : Apr 19, 2021, 11:09 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.