ETV Bharat / sports

ফাইনালের বদলা নাকি আরও এক জয়, চিপক থাকবে কার দখলে ? - মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস

এখনও পর্যন্ত দুটি দলই তিনটি করে ম্যাচ খেলেছে ৷ এবং দুটি দলই দুটি করে ম্যাচ জিতেছে ৷ এই মেগা এনকাউন্টারে নামার আগে দিল্লি ও মুম্বই, দু’জনেই তাদের শেষ ম্যাচে জয়ের মুখ দেখেছে ৷ পয়েন্ট টেবিলেরও দুই ও তিন নম্বরে আছে দুটি দল ৷

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস
মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস
author img

By

Published : Apr 19, 2021, 10:53 PM IST

চেন্নাই, 19 এপ্রিল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021-র 13 তম ম্যাচে মাঠে নামতে চলেছে গত মরসুমের দুই ফাইনালিস্ট মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস ৷ 2020 সালের আইপিএলের ফাইনালে হারের বদলা নিতে কি পারবে তরুণ অধিনায়ক ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ? নাকি ফের একবার বাজিমাত করবে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ?

এখনও পর্যন্ত দুটি দলই তিনটি করে ম্যাচ খেলেছে ৷ এবং দুটি দলই দুটি করে ম্যাচ জিতেছে ৷ এই মেগা এনকাউন্টারে নামার আগে দিল্লি ও মুম্বই, দু’জনেই তাদের শেষ ম্যাচে জয়ের মুখ দেখেছে ৷ পয়েন্ট টেবিলেরও দুই ও তিন নম্বরে আছে দুটি দল ৷

শেষ ম্যাচে পঞ্জাব কিংসের 196 রানের টার্গেট অনায়াসেই পার করে যায় দিল্লি ক্যাপিটালস ৷ 6 উইকেটে ম্যাচ ঘরে তোলে তাঁরা ৷ সৌজন্যে শিখর ধাওয়ানের দুরন্ত 92 রানের ইনিংস ৷ বর্তমানে কমলা টুপির মালিকও শিখর ধাওয়ান ৷ এখনও পর্যন্ত তিনটি ম্যাচে 186 রান করেছেন গব্বর ৷

দিল্লির দুই ওপেনারই বর্তমানে দুরন্ত ফর্মে আছেন ৷ যে দুটি ম্যাচে দিল্লি জয় তুলে নিয়েছে, সেই ম্যাচগুলিতে ভাল ব্যাটিং করেছেন পৃথ্বী শও ৷

অন্যদিকে পরপর দুটি ম্যাচে জয় তুলে নিয়ে এই ম্যাচে নামছে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ৷ দুটি লো স্কোরিং ম্যাচে বোলারদের পারফরমেন্সে হাসি ফুটেছে রোহিতের মুখে ৷ বিশেষ করে তরুণ স্পিনার রাহুল চাহার নজর কেড়েছেন ৷ পরপর দুটি ম্যাচে মোট 7টি উইকেট তুলে নিয়ে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ৷

আরও পড়ুন : কেউ কোচ, কেউ ভাষ্যকার, আইপিএল-এর সূচনা ম্যাচের 11 নাইট-সদস্য আজ কোথায় ?

দুটি দলই শেষ ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ৷ এখন দেখার চেন্নাইয়ের চিপকে কে কাকে টেক্কা দেয় ৷

চেন্নাই, 19 এপ্রিল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021-র 13 তম ম্যাচে মাঠে নামতে চলেছে গত মরসুমের দুই ফাইনালিস্ট মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস ৷ 2020 সালের আইপিএলের ফাইনালে হারের বদলা নিতে কি পারবে তরুণ অধিনায়ক ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ? নাকি ফের একবার বাজিমাত করবে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ?

এখনও পর্যন্ত দুটি দলই তিনটি করে ম্যাচ খেলেছে ৷ এবং দুটি দলই দুটি করে ম্যাচ জিতেছে ৷ এই মেগা এনকাউন্টারে নামার আগে দিল্লি ও মুম্বই, দু’জনেই তাদের শেষ ম্যাচে জয়ের মুখ দেখেছে ৷ পয়েন্ট টেবিলেরও দুই ও তিন নম্বরে আছে দুটি দল ৷

শেষ ম্যাচে পঞ্জাব কিংসের 196 রানের টার্গেট অনায়াসেই পার করে যায় দিল্লি ক্যাপিটালস ৷ 6 উইকেটে ম্যাচ ঘরে তোলে তাঁরা ৷ সৌজন্যে শিখর ধাওয়ানের দুরন্ত 92 রানের ইনিংস ৷ বর্তমানে কমলা টুপির মালিকও শিখর ধাওয়ান ৷ এখনও পর্যন্ত তিনটি ম্যাচে 186 রান করেছেন গব্বর ৷

দিল্লির দুই ওপেনারই বর্তমানে দুরন্ত ফর্মে আছেন ৷ যে দুটি ম্যাচে দিল্লি জয় তুলে নিয়েছে, সেই ম্যাচগুলিতে ভাল ব্যাটিং করেছেন পৃথ্বী শও ৷

অন্যদিকে পরপর দুটি ম্যাচে জয় তুলে নিয়ে এই ম্যাচে নামছে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ৷ দুটি লো স্কোরিং ম্যাচে বোলারদের পারফরমেন্সে হাসি ফুটেছে রোহিতের মুখে ৷ বিশেষ করে তরুণ স্পিনার রাহুল চাহার নজর কেড়েছেন ৷ পরপর দুটি ম্যাচে মোট 7টি উইকেট তুলে নিয়ে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ৷

আরও পড়ুন : কেউ কোচ, কেউ ভাষ্যকার, আইপিএল-এর সূচনা ম্যাচের 11 নাইট-সদস্য আজ কোথায় ?

দুটি দলই শেষ ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ৷ এখন দেখার চেন্নাইয়ের চিপকে কে কাকে টেক্কা দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.