আমেদাবাদ, 29 এপ্রিল : অনেকদিন পর ব্যাটে রান পেলেন শুভমন গিল ৷ তবে তাঁর 38 বলে 43 রানের ইনিংসেও কলকাতা বড় রান করতে ব্যর্থ ৷ ফের একবার ব্যাটিং বিপর্যয় নাইটদের ৷ আমেদাবাদে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 154 রান করল কলকাতা নাইট রাইডার্স ৷
ফের একবার পাওয়ার প্লে-তে রান না পাওয়া কাল হল কেকেআরের ৷ আজও শুরুতে দলীয় 25 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরলেন নীতিশ রাণা ৷ আজ তাঁর সংগ্রহ মাত্র 15 রান ৷ অন্যদিকে ব্যাট হাতে ধারাবাহিতকতা দেখাতে ব্যর্থ রাহুল ত্রিপাঠীও ৷ ফলে ক্রমাগত ব্যবধানে উইকেট হারিয়ে রানের গতি নীচের দিকে নামতে থাকে কেকেআরের ৷
আরও পড়ুন : ভারতে করোনায় 7.5 কোটি টাকা সাহায্য ঘোষণা রাজস্থান রয়্যালসের
গত ম্যাচে রান ফিরেছিলেন ৷ আশা করা গিয়েছিল আজ ধারাবাহিকতা ধরে রাখবেন ৷ তবে অধিনায়ক আজ খাতাই খুলতে পারলেন না ৷ একই দশা সুনীল নারাইনেরও ৷ আজ তিনিও ফিরলেন গোল্ডেন ডাক করেই ৷ বারবার প্রশ্ন উঠছে কেন মিডিল অর্ডারে নামানে হচ্ছে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে ? যদিও তার জবাব নেই টিম ম্যানেজমেন্টের কাছেও ৷ শেষ দিকে আন্দ্রে রাসেল 27 বলে 45 রান করে কেকেআরকে ম্যাচে টিকিয়ে রাখলেন ৷