ETV Bharat / sports

মরু শহরে আইপিএলে মুখোমুখি দুই দিল্লিওয়ালা - রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু

আমেদাবাদে আইপিএলের ম্য়াচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ যে ম্য়াচ জিতলে বিজয়ী দল লিগ টেবিলে এক নম্বরে চলে যাবে ৷ ফলে এই ম্যাচ জিতে প্লে অফের আরও কাছে যেতে চাইবে দিল্লি এবং বেঙ্গালুরু দুই দলই ৷

ipl-2021-delhi-capitals-vs-royal-challengers-bengalore-in-ahmedabad
মরু শহরে আইপিএলে মুখোমুখি দুই দিল্লিওয়ালা
author img

By

Published : Apr 27, 2021, 2:00 PM IST

আমেদাবাদ, 27 এপ্রিল : আজ আমেদাবাদে আইপিএল-র 22তম ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ যেখানে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল-র প্রথম সুপার ওভারের ম্যাচ জিতে বিরাট কোহলিদের মুখোমুখি হতে চলেছেন ঋষভ পন্থরা ৷ অন্যদিকে চেন্নাই সুপার কিংগসের বিরুদ্ধে শেষ ম্য়াচ হেরে দিল্লির বিরুদ্ধে নামছে বেঙ্গালুরু ৷

তবে, আইপিএল এবার তার দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে ৷ যেখানে প্রথম কুড়িটি ম্যাচ মুম্বই এবং চেন্নাইয়ে হওয়ার পর এবার আইপিএল পৌঁছেছে আমেদাবাদ এবং দিল্লিতে ৷ যেখানে পরিবেশ এবং পিচ বড় ফ্যাক্টর হতে চলেছে ৷ গতকাল পঞ্জাব এবং কলকাতার ম্যাচে যা ভালভাবেই লক্ষ্য করা গিয়েছে ৷ যেখানে শিশির বড় ভূমিকা পালন করবে ৷ ফলে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে টস বড় ফ্যাক্টর ৷ পঞ্জাব কিংগসের বিরুদ্ধে টস জিতে নাইট অধিনায়ক অইন মরগ্যান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ যা ম্যাচে লাভদায়ক হয়েছিল কলকাতার জন্য ৷ কারণ রাতের দিকে অত্যাধিক শিশির ব্যাটিং অনেকটাই সহজ করে দিচ্ছে ৷

ফলে আজকের ম্যাচে যে দলই টস জিতবে তারা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে তা বলাই যায় ৷ অন্যদিকে, করোনার ব্যাপকভাবে দিল্লি ও বেঙ্গালুরু শিবিরে প্রভাব ফেলেছে ৷ ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় একাধিক ক্রিকেটার বাবল ছেড়ে বেরিয়ে গিয়েছেন ৷ যাঁদের মধ্যে দিল্লি ক্যাপিটালসের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একজন ৷ তাঁর পরিবার করোনার সঙ্গে লড়াই করছে ৷ তাই পরিবারের পাশে থাকতে আইপিএল থেকে সরে গিয়েছেন তিনি ৷ অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই অজ়ি ক্রিকেটার আইপিএল থেকে সরে গেছেন ৷ কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা বায়ো বাবল ছেড়ে বেরিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন ৷

এই পরিস্থিতিতে দুই দলের প্রথম একাদশে কিছুটা হলেও প্রভাব পড়বে ৷ তবে, দুই দলের কাছেই ইতিবাচক বিষয় তাঁদের ওপেনিং ব্যাটিং ৷ দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ দুর্দান্ত ফর্মে রয়েছেন ৷ একইভাবে বেঙ্গালুরু শিবিরে অধিনায়ক বিরাট কোহলি এবং দেবদত্ত পারিক্কল দারুণ ছন্দে রয়েছেন ৷ শেষ ম্যাচ বাদ দিলে, তাঁর আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন পারিক্কল ৷ একই ভাবে ওই ম্যাচে বিরাট কোহলি অপরাজিত 72 রান করেন ৷ ম্য়াচটি দশ উইকেটে জিতে নেয় বেঙ্গালুরু ৷

আরও পড়ুন : হাতে মাত্র 4, লোনে বিদেশি ক্রিকেটারের খোঁজে রাজস্থান

বোলিংয়ের দিক থেকেও বেশ মজবুত দেখাচ্ছে দিল্লি ক্যাপিটালসকে ৷ প্রথমে অমিত মিশ্র এবং শেষ ম্যাচে কোভিড থেকে সুস্থ হয়ে অক্ষর প্যাটেল দিল্লির প্রথম একাদশে ফেরায় স্পিন বিভাগে আরও বৈচিত্র এসেছে ৷ যার সুফল হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচে দেখা গিয়েছিল ৷ তবে, অধিনায়ক বিরাট কোহিলকে তাঁর বোলিং বিভাগ কিছুটা হলেও সমস্যা ফেলতে পারে ৷ কারণ, দলের পেস ইউনিটকে বাদ দিলে স্পিন বিভাগে কেউ সেভাবে সফল হতে পারেননি ৷ বিশেষ করে যুজবেন্দ্র চাহালের মতো আপাত সিনিয়র স্পিনার এবারে আইপিএলে নিজের লাইন এবং লেন্থ নিয়ে সমস্যা পড়েছেন ৷ ফলে তাঁর কোটার সম্পূর্ণ ওভারও করাতে পারছেন না বিরাট ৷ ফলে দ্বিতীয় স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দরের উপর চাপ অনেকটাই বেড়ে গিয়েছে ৷

তবে, আমেদাবাদের পিচে স্পিনাররা যে বড় ভূমিকা নেবে তা পঞ্জাব বনাম কলকাতা ম্যাচেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ আমেদাবাদ পিচের লো বাউন্স ব্য়াটসম্যানদের বড় শট খেলতে অসুবিধায় ফেলছে ৷ ফলে শুরু থেকে চালিয়ে খেলার নীতি সরিয়ে রেখে, পিচের চরিত্র বুঝে ব্যাটিং করাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ বর্তমানে 5 ম্যাচে 4টি তে জিতে পয়েন্ট টেবিলে 3 নম্বরে রয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরু ৷ অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে 4 ম্যাচ জিতে নেট রানরেটের বিচারে 2 নম্বরে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ৷

আমেদাবাদ, 27 এপ্রিল : আজ আমেদাবাদে আইপিএল-র 22তম ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ যেখানে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল-র প্রথম সুপার ওভারের ম্যাচ জিতে বিরাট কোহলিদের মুখোমুখি হতে চলেছেন ঋষভ পন্থরা ৷ অন্যদিকে চেন্নাই সুপার কিংগসের বিরুদ্ধে শেষ ম্য়াচ হেরে দিল্লির বিরুদ্ধে নামছে বেঙ্গালুরু ৷

তবে, আইপিএল এবার তার দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে ৷ যেখানে প্রথম কুড়িটি ম্যাচ মুম্বই এবং চেন্নাইয়ে হওয়ার পর এবার আইপিএল পৌঁছেছে আমেদাবাদ এবং দিল্লিতে ৷ যেখানে পরিবেশ এবং পিচ বড় ফ্যাক্টর হতে চলেছে ৷ গতকাল পঞ্জাব এবং কলকাতার ম্যাচে যা ভালভাবেই লক্ষ্য করা গিয়েছে ৷ যেখানে শিশির বড় ভূমিকা পালন করবে ৷ ফলে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে টস বড় ফ্যাক্টর ৷ পঞ্জাব কিংগসের বিরুদ্ধে টস জিতে নাইট অধিনায়ক অইন মরগ্যান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ যা ম্যাচে লাভদায়ক হয়েছিল কলকাতার জন্য ৷ কারণ রাতের দিকে অত্যাধিক শিশির ব্যাটিং অনেকটাই সহজ করে দিচ্ছে ৷

ফলে আজকের ম্যাচে যে দলই টস জিতবে তারা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে তা বলাই যায় ৷ অন্যদিকে, করোনার ব্যাপকভাবে দিল্লি ও বেঙ্গালুরু শিবিরে প্রভাব ফেলেছে ৷ ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় একাধিক ক্রিকেটার বাবল ছেড়ে বেরিয়ে গিয়েছেন ৷ যাঁদের মধ্যে দিল্লি ক্যাপিটালসের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একজন ৷ তাঁর পরিবার করোনার সঙ্গে লড়াই করছে ৷ তাই পরিবারের পাশে থাকতে আইপিএল থেকে সরে গিয়েছেন তিনি ৷ অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই অজ়ি ক্রিকেটার আইপিএল থেকে সরে গেছেন ৷ কেন রিচার্ডসন এবং অ্যাডাম জাম্পা বায়ো বাবল ছেড়ে বেরিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন ৷

এই পরিস্থিতিতে দুই দলের প্রথম একাদশে কিছুটা হলেও প্রভাব পড়বে ৷ তবে, দুই দলের কাছেই ইতিবাচক বিষয় তাঁদের ওপেনিং ব্যাটিং ৷ দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ দুর্দান্ত ফর্মে রয়েছেন ৷ একইভাবে বেঙ্গালুরু শিবিরে অধিনায়ক বিরাট কোহলি এবং দেবদত্ত পারিক্কল দারুণ ছন্দে রয়েছেন ৷ শেষ ম্যাচ বাদ দিলে, তাঁর আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন পারিক্কল ৷ একই ভাবে ওই ম্যাচে বিরাট কোহলি অপরাজিত 72 রান করেন ৷ ম্য়াচটি দশ উইকেটে জিতে নেয় বেঙ্গালুরু ৷

আরও পড়ুন : হাতে মাত্র 4, লোনে বিদেশি ক্রিকেটারের খোঁজে রাজস্থান

বোলিংয়ের দিক থেকেও বেশ মজবুত দেখাচ্ছে দিল্লি ক্যাপিটালসকে ৷ প্রথমে অমিত মিশ্র এবং শেষ ম্যাচে কোভিড থেকে সুস্থ হয়ে অক্ষর প্যাটেল দিল্লির প্রথম একাদশে ফেরায় স্পিন বিভাগে আরও বৈচিত্র এসেছে ৷ যার সুফল হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচে দেখা গিয়েছিল ৷ তবে, অধিনায়ক বিরাট কোহিলকে তাঁর বোলিং বিভাগ কিছুটা হলেও সমস্যা ফেলতে পারে ৷ কারণ, দলের পেস ইউনিটকে বাদ দিলে স্পিন বিভাগে কেউ সেভাবে সফল হতে পারেননি ৷ বিশেষ করে যুজবেন্দ্র চাহালের মতো আপাত সিনিয়র স্পিনার এবারে আইপিএলে নিজের লাইন এবং লেন্থ নিয়ে সমস্যা পড়েছেন ৷ ফলে তাঁর কোটার সম্পূর্ণ ওভারও করাতে পারছেন না বিরাট ৷ ফলে দ্বিতীয় স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দরের উপর চাপ অনেকটাই বেড়ে গিয়েছে ৷

তবে, আমেদাবাদের পিচে স্পিনাররা যে বড় ভূমিকা নেবে তা পঞ্জাব বনাম কলকাতা ম্যাচেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ আমেদাবাদ পিচের লো বাউন্স ব্য়াটসম্যানদের বড় শট খেলতে অসুবিধায় ফেলছে ৷ ফলে শুরু থেকে চালিয়ে খেলার নীতি সরিয়ে রেখে, পিচের চরিত্র বুঝে ব্যাটিং করাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ বর্তমানে 5 ম্যাচে 4টি তে জিতে পয়েন্ট টেবিলে 3 নম্বরে রয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরু ৷ অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে 4 ম্যাচ জিতে নেট রানরেটের বিচারে 2 নম্বরে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.