মুম্বই, 25 এপ্রিল : সৌজন্যে স্যার জাদেজা ৷ হার্শাল প্যাটেলের শেষ ওভারে নিলেন 37 রান ৷ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 191 রান করল চেন্নাই সুপার কিংস ৷ প্রথমে ওপেনাররা ও শেষ দিকে রবীন্দ্র জাদেজার বিধ্বংসী ব্যাটিং চেন্নাইকে বিশাল রানের স্কোরে পৌঁছে দেয় ৷
আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ ওপেনাররা ভাল শুরু করেন ৷ কিন্তু মিডল অর্ডার সেই রানের গতি সেভাবে ধরে রাখতে পারেনি ৷ চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ ডুপ্লেসি নিজেদের মধ্যে 73 রানের পার্টনারশিপ গড়েন ৷ 33 রান করে চহালের বলে প্যাভিলিয়নের পথে ফেরেন ঋতুরাজ ৷ অন্যদিকে অর্ধশতরান করেন ফাফ ডুপ্লেসি ৷ সুরেশ রায়না করেন 18 বলে 24 রান ৷ 50 করেন ফাফ ডুপ্লেসি ৷ কিন্তু এই দুই ক্রিকেটার পরপর দুই বলে আউট হয়ে যাওয়ার পর রানের গতি কমে যায় ৷ একসময় মনে হচ্ছিল মাত্র 160 বা 170 রানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সিএসকে ৷
আরও পড়ুন : করোনা বিধ্বস্তদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদের : মরিস
রবীন্দ্র জাদেজাকে কেন স্যার জাদেজা বলেন ধোনি, তা আজ বুঝিয়ে দিলেন ৷ মাত্র 28 বলে খেললেন 62 রানের অপরাজিত ইনিংস ৷ 5টি বিশাল ছক্কা ও 4টি চারে সাজানো ছিল তাঁর ইনিংস ৷ শেষ ওভারে হর্শাল প্যাটেলের থেকে নিলেন 37 রান ৷ এই হর্শাল প্যাটেলই এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রহকারী ৷ তাঁকেই আজ কার্যত ক্লাব স্তরে নামিয়ে আনলেন জাদেজা ৷ কয়েকদিন আগেই সামনের মরসুমের জন্য জাদেজাকে কেন্দ্র করে চেন্নাই সুপার কিংসকে দল তৈরি করার উপদেশ দিয়েছিলেন মাইকেল ভন ৷ আজ স্যার জাদেজা সেই কথার মান্যতা রাখলেন ৷