ETV Bharat / sports

IPL History: 15 বছরে আইপিএল ! ফিরে দেখা ফ্র্যাঞ্চাইজি লিগের সেরা মুহূর্ত

15 বছর পূরণ করতে চলেছে আইপিএল ৷ 2008 সালে 18 এপ্রিল এই টুর্নামেন্ট শুরু হয়েছিল ৷ নানান প্রশ্ন, তাচ্ছিল্যের পরেও আধুনিক ক্রিকেটের এই ফরম্যাটকে ছাড়তে পারেনি ভারতীয় সমর্থকরা ৷ 15 বছরে 16তম সিজনেও নিজের দাপট বজায় রেখেছে বিশ্বের সেরা ক্রিকেট লিগ ৷

author img

By

Published : Apr 2, 2023, 7:35 PM IST

IPL History ETV BHARAT
IPL History

হায়দরাবাদ, 2 এপ্রিল: 15 বছর আগে 18 এপ্রিল শুরু হয়েছিল আইপিএল ৷ এই 15 বছরে এটা 16তম সিজন টি-20 ক্রিকেটের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় লিগের ৷ এই 15 বছরে বহু রেকর্ড তৈরি ও মুহূর্ত তৈরি হয়েছে আইপিএল-এ ৷ আর সবার আগে যে রেকর্ড তৈরি হয়েছিল, তা ছিল আইপিএল এর প্রথম ম্যাচে ৷ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্রেন্ডন ম্যাককালামের 158 রানের ইনিংস ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিংকে একার হাতে সেদিন শেষ করে দিয়েছিলেন প্রাক্তন এই কিউয়ি ব্যাটার ৷

যে চিন্তাধারা নিয়ে আইপিএল শুরু হয়েছিল, তার সঠিক রূপায়ণ হয়েছিল 18 মে 2008 সালে ৷ প্রথম ম্যাচে ব্র্যান্ডন ম্যাককালাম যেন স্টেটমেন্ট জারি করেছিলেন, টি-20 ক্রিকেট তথা আইপিএল হবে দর্শকদের মনোরঞ্জনের জন্য ৷ সেখানে চার-ছক্কার বন্যা বইবে ৷ এই 15 বছরে সেটাই করে দেখিয়েছে আইপিএল ৷ কিন্তু, অন্যদিকে বোলারদের দাপটও দেখেছে ক্রিকেটের এই সেরা লিগ ৷ প্রথম ম্যাচে যেখানে কেকেআর 3 উইকেট হারিয়ে 222 রান তুলেছিল ৷ সেখানে আরসিবি মাত্র 82 রানে অল আউট হয়ে যায় ৷

তবে, সেই দাপুটে পারফর্ম্যান্স কেকেআর ধরে রাখতে পারেনি ৷ প্রথম বছরের আইপিএল এর আকাশে জ্বলজ্বল করছিল দু’টো দল ৷ রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস ৷ ফাইনালে মহেন্দ্র সিং ধোনির সিএসকে-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস ৷ পরেরবার পুরোপুরি উলটপুরাণ ৷ আগের সিজনে টেবিলের সবচেয়ে নিচে থাকা দুই দল ফাইনাল খেলে ৷ আর সবার নিচে থাকা ডেকান চার্জার্স চ্যাম্পিয়ন হয় 2009 সালে ৷ তবে, ধারাবাহিকতার প্রশ্নে একটা দলের ধারেকাছে কেউ ঘেষতে পারেনি ৷ সেটা হল চেন্নাই সুপার কিংস ৷ 2015 সাল পর্যন্ত প্রতিবার আইপিএল-এর প্লে-অফে ধারাবাহিকভাবে খেলে এসেছে সিএসকে ৷

এরই মাঝে 2010 সালে আইপিএল গ্রহে নিজের নাম লেখান ওয়েস্ট ইন্ডিয়ান জায়েন্ট ক্রিস গেইল ৷ 2021 সাল পর্যন্ত যে ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলুক না কেন, গেইল স্ট্রর্ম আতঙ্ক হয়ে উঠেছিল সব দলের কাছে ৷ তবে, 2011-17 পর্যন্ত আরসিবি যত্ন করে রেখেছিল তাঁকে ৷ আর তার ফল, 2013 সালে পুণে ওয়ারিয়ার্স ইন্ডিয়ার বিরুদ্ধে ক্রিস গেইল নামের ঝড় উঠেছিল ৷ 66 বলে 175 রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন তিনি ৷ যে রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি ৷ এমনকী ধারেকাছেও পৌঁছতে পারেনি ৷

আরও পড়ুন: বাটলার-যজস্বী-সঞ্জুর হাফসেঞ্চুরি, সানরাইজার্সের সামনে 204 রানের লক্ষ্য

এমনই নানান স্মৃতি রয়েছে আইপিএল-এর ইতিহাসে ৷ যেখানে অমিত মিশ্রর হ্যাটট্রিক রয়েছে ৷ মুম্বই ইন্ডিয়ান্সের টেবিল সবার নিচ থেকে উপরে উঠে এসে চ্যাম্পিয়ন হওয়ার রূপকথার কাহিনী রয়েছে আইপিএল এর ইতিহাসে ৷ 2012 সালে অপরাজেয় চেন্নাইকে তাঁদের ঘরের মাঠে ফাইনালে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স ৷ সেই স্মৃতি আজও কেকেআর সমর্থকদের মনে তাজা ৷ 2014 সালে কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়ে দ্বিতীয়বার কাপ ঘরে তুলেছিল কলকাতা ৷

হায়দরাবাদ, 2 এপ্রিল: 15 বছর আগে 18 এপ্রিল শুরু হয়েছিল আইপিএল ৷ এই 15 বছরে এটা 16তম সিজন টি-20 ক্রিকেটের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় লিগের ৷ এই 15 বছরে বহু রেকর্ড তৈরি ও মুহূর্ত তৈরি হয়েছে আইপিএল-এ ৷ আর সবার আগে যে রেকর্ড তৈরি হয়েছিল, তা ছিল আইপিএল এর প্রথম ম্যাচে ৷ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্রেন্ডন ম্যাককালামের 158 রানের ইনিংস ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিংকে একার হাতে সেদিন শেষ করে দিয়েছিলেন প্রাক্তন এই কিউয়ি ব্যাটার ৷

যে চিন্তাধারা নিয়ে আইপিএল শুরু হয়েছিল, তার সঠিক রূপায়ণ হয়েছিল 18 মে 2008 সালে ৷ প্রথম ম্যাচে ব্র্যান্ডন ম্যাককালাম যেন স্টেটমেন্ট জারি করেছিলেন, টি-20 ক্রিকেট তথা আইপিএল হবে দর্শকদের মনোরঞ্জনের জন্য ৷ সেখানে চার-ছক্কার বন্যা বইবে ৷ এই 15 বছরে সেটাই করে দেখিয়েছে আইপিএল ৷ কিন্তু, অন্যদিকে বোলারদের দাপটও দেখেছে ক্রিকেটের এই সেরা লিগ ৷ প্রথম ম্যাচে যেখানে কেকেআর 3 উইকেট হারিয়ে 222 রান তুলেছিল ৷ সেখানে আরসিবি মাত্র 82 রানে অল আউট হয়ে যায় ৷

তবে, সেই দাপুটে পারফর্ম্যান্স কেকেআর ধরে রাখতে পারেনি ৷ প্রথম বছরের আইপিএল এর আকাশে জ্বলজ্বল করছিল দু’টো দল ৷ রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস ৷ ফাইনালে মহেন্দ্র সিং ধোনির সিএসকে-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস ৷ পরেরবার পুরোপুরি উলটপুরাণ ৷ আগের সিজনে টেবিলের সবচেয়ে নিচে থাকা দুই দল ফাইনাল খেলে ৷ আর সবার নিচে থাকা ডেকান চার্জার্স চ্যাম্পিয়ন হয় 2009 সালে ৷ তবে, ধারাবাহিকতার প্রশ্নে একটা দলের ধারেকাছে কেউ ঘেষতে পারেনি ৷ সেটা হল চেন্নাই সুপার কিংস ৷ 2015 সাল পর্যন্ত প্রতিবার আইপিএল-এর প্লে-অফে ধারাবাহিকভাবে খেলে এসেছে সিএসকে ৷

এরই মাঝে 2010 সালে আইপিএল গ্রহে নিজের নাম লেখান ওয়েস্ট ইন্ডিয়ান জায়েন্ট ক্রিস গেইল ৷ 2021 সাল পর্যন্ত যে ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলুক না কেন, গেইল স্ট্রর্ম আতঙ্ক হয়ে উঠেছিল সব দলের কাছে ৷ তবে, 2011-17 পর্যন্ত আরসিবি যত্ন করে রেখেছিল তাঁকে ৷ আর তার ফল, 2013 সালে পুণে ওয়ারিয়ার্স ইন্ডিয়ার বিরুদ্ধে ক্রিস গেইল নামের ঝড় উঠেছিল ৷ 66 বলে 175 রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন তিনি ৷ যে রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি ৷ এমনকী ধারেকাছেও পৌঁছতে পারেনি ৷

আরও পড়ুন: বাটলার-যজস্বী-সঞ্জুর হাফসেঞ্চুরি, সানরাইজার্সের সামনে 204 রানের লক্ষ্য

এমনই নানান স্মৃতি রয়েছে আইপিএল-এর ইতিহাসে ৷ যেখানে অমিত মিশ্রর হ্যাটট্রিক রয়েছে ৷ মুম্বই ইন্ডিয়ান্সের টেবিল সবার নিচ থেকে উপরে উঠে এসে চ্যাম্পিয়ন হওয়ার রূপকথার কাহিনী রয়েছে আইপিএল এর ইতিহাসে ৷ 2012 সালে অপরাজেয় চেন্নাইকে তাঁদের ঘরের মাঠে ফাইনালে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স ৷ সেই স্মৃতি আজও কেকেআর সমর্থকদের মনে তাজা ৷ 2014 সালে কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়ে দ্বিতীয়বার কাপ ঘরে তুলেছিল কলকাতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.