হায়দরাবাদ, 27 মে: শনিবার রাতে এখনও পর্যন্ত আইপিএল কেরিয়ারের সেরা ইনিংস খেলেছেন শুভমন গিল ৷ তাঁর 60 বলে 129 রানের বিধ্বংসী ইনিংসে দ্বিতীয়বার টুর্নামেন্টের ফাইনালে গুজরাত টাইটান্স ৷ ম্যাচের সেরাও হয়েছেন তিনি ৷ কিন্তু, শুভমনের মতো একজন ক্লাস ব্যাটারের পক্ষে প্রতি বলে আক্রমণে যাওয়া কীভাবে সম্ভব ? জবাব দিলেন নিজেই । তিনি জানালেন, প্রতি বল ধরে ধরে খেলেছেন৷ প্রতিটি ওভারকে নিজের মতো করে সাজিয়েছেন ৷ পুরো ইনিংসটাই ছিল তাঁর নিয়ন্ত্রণে ৷
শুভমন যতই নিয়ন্ত্রণে থাকার কথা বলুন না কেন, নকআউট ম্যাচে এমন বেপরোয়া কেউ হতে পারে ? সেই প্রশ্নের জবাবও ছিল ভারতীয় ক্রিকেটের বর্তমান তথা ভবিষ্য তারকার কাছে ৷
তিনি বলেন, ‘‘আমি মনে করি যে ওভারে তিনটে ছয় মারলাম, সেখান থেকে আমি ধারাবাহিকতা পেয়ে গিয়েছিলাম ৷ সেখান থেকেই বড় রান করার চিন্তা মাথায় আসে ৷ সেই মুহূর্তে মনে হয়েছিল, আজ আমার দিন হতে পারে ৷ পাশাপাশি, ব্যাটিংয়ের জন্য খুব ভালো পিচ ছিল এটা ৷’’
এই মুহূর্তে টুর্নামেন্টের সেরা ইনিংসের পাশাপাশি, সর্বোচ্চ রান শুভমনের নামে ৷ 16 ম্যাচে 851 রান করেছেন ৷ স্ট্রাইক রেট 156.43 ৷ আর তাঁর পিছনে থাকা ফাফ ডু প্লেসিস (730), বিরাট কোহলি (639), যশস্বী জয়সওয়াল (625)-রা আর টুর্নামেন্টে নেই ৷ একমাত্র চেন্নাই সুপার কিংসের কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে 625 রান করে এই তালিকায় 5 নম্বরে রয়েছেন ৷ কিন্তু, তাঁর পক্ষে ফাইনাল ম্যাচে শুভমনকে টপকে যাওয়া অসম্ভব ৷ তাই 2023 আইপিএল-এর অরেঞ্জ ক্যাপ তাঁর মাথাতেই থাকছে এটা নিশ্চিত ৷
এ দিন বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন শুভমন গিল ৷
1. সবচেয়ে কম বসয়ী ক্রিকেটার হিসেবে আইপিএল প্লে-অফে সেঞ্চুরি করেছেন শুভমন
2. আইপিএল প্লে-অফে সর্বাধিক রানের (129) ইনিংস
3. যুগ্মভাবে দ্রুত শতরানের রেকর্ড (49 বলে)
4. টি-20 ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার যিনি শেষ 4 ইনিংসে 3টি সেঞ্চুরি করেছেন ৷
5. আইপিএল-এ পরপর 4 ইনিংসে সর্বোচ্চ রান (374) করা ব্যাটার
6. আইপিএল প্লে-অফে সর্বাধিক ছয় (10টি) মারার রেকর্ড
আরও পড়ুন: 'একাই একশো' গিলের পাশে বল হাতে নায়ক মোহিত, রোহিতদের মাটি ধরিয়ে গুজরাত আবার ফাইনালে
শুভমন গিলের এই ইনিংসের সুবাদে গুজরাত টাইটান্স আগামিকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলতে নামবে ৷ সেখানে গুজরাতের লক্ষ্য হবে, গতবারের চ্যাম্পিয়নের খেতাব রক্ষা করা ৷ অন্যদিকে, সিএসকে নামবে তাঁদের পঞ্চম ট্রফি জয়ের লক্ষ্যে ৷ 31 মার্চ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টুর্নামেন্টের সূচনা হয়েছিল ৷ সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস ৷ 73 ম্যাচ শেষে আইপিএল ফাইনাল হচ্ছে সেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ৷ আর ফাইনালের দুটি দলও এক ৷ সিএসকে বনাম জিটির লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে আছে দেশ ৷