ETV Bharat / sports

IPL 2023: কীভাবে এল এই ইনিংস, বুঝতে পারছেন না নাইটদের 'লর্ড' শার্দূল

আরসিবি'র বিরুদ্ধে তাঁর ইনিংসে ভর করে কলকাতা নাইট রাইডার্স 81 রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ৷ কিন্তু, 68 রানের সেই ইনিংস শার্দূল ঠাকুর কীভাবে খেললেন, নিজেও বুঝে উঠতে পারেননি ! এমনটাই মত ম্যাচের সেরার ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 7, 2023, 10:45 AM IST

Updated : Apr 7, 2023, 11:44 AM IST

কলকাতা, 7 এপ্রিল: 12 তম ওভারে আন্দ্রে রাসেল যখন আউট হয়ে ডাগ আউটে ফিরেছিলেন ৷ সেই সময় ইডেন গার্ডেন্স পুরো শান্ত ৷ কারণ, স্কোরবোর্ড তখন বলছে, কলকাতা নাইট রাইডার্সের স্কোর 5 উইকেটে 89 রান ৷ আর 20 তম ওভারের 2 বল বাকি থাকতে যখন শার্দূল ঠাকুর আউট হয়ে মাঠ ছাড়ছেন, তখন দর্শকদের উল্লাসে গমগম করছে ইডেন ৷ কারণ, লর্ড শার্দূলের 29 বলে 68 রানের ইনিংসে নাইটরা তখন দু’শো রানের দোরগোড়ায় ৷ কিন্তু, শার্দূল ঠাকুর নিজেও বুঝে পাচ্ছেন না কীভাবে এই ইনিংস তাঁর ব্যাট থেকে এল !

ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে শার্দূল বললেন, "আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারছি না, যে কীভাবে এমন ব্যাট করলাম ৷" তবে, জানালেন ব্যাটিং গ্রিপ বদলে এই পরিবর্তন এসেছে ৷ সে সব তো ক্রিকেটের টেকনিক্যাল কথা ৷ কিন্তু, শার্দূলের এই ইনিংসে নাইটরা পয়েন্টস টেবিলের 7 নম্বর থেকে তিনে উঠে এসেছে ৷ এখনও বাকি অনেক ম্যাচ ৷ পয়েন্টস টেবিলে ওঠা নামা লেগেই থাকবে ৷ আর এসবের মধ্যেই আরসিবি-কে ধরাশায়ী করার আনন্দে উৎসবের মেজাজে দেখা গেল কেকেআর-কে ৷ আর সেখানে শো-স্টপার আর কেউ নন, স্বয়ং শাহরুখ খান ৷

ঝুমে জো পাঠান গানের তালে নাচলেন কিং খান ৷ তিনবছর পরে ঘরের মাঠে তাঁর দল ফিরেছে । আবেগের স্রোত বাধ ভেঙে নেমে এল তখন ঘড়ির কাটা বলছে শুক্রবার মধ্যরাত ৷ বলিউডের কিং খানকে দেখতে তখনও কিছু দর্শক অপেক্ষায় । পাঠান নিরাশ করেননি । নাচলেন হাত নাড়লেন এবং বিরাট কোহলিও তাঁর তালে পা মেলালেন ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেন দেখেছে কানায় কানায় পূর্ণ মাঠ ৷ শুনেছে বিরাট কোহলি বনাম নাইট সমর্থকদের কবিগান সুলভ লড়াই । একটা সময় যা রয়্যাল চ্যালেঞ্জার্সের প্রাক্তন অধিনায়কের ভক্তকুল প্রায় হরণ করে নিয়েছিলেন ৷

কিংবদন্তী ভারতীয় ক্রিকেটাররা যখন কলকাতায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জার্সিতে খেলতে আসেন তখন আড়আড়ি ভাগ হয়ে যায় ইডেন। বৃহস্পতিবার সেই বিভাজন একটা সময় পর্যন্ত ছিল কোহলির দিকে একপেশে ৷ ঘরের মাঠে প্রতিপক্ষ বক্স অফিস নিয়ে যাচ্ছে দেখে শাহরুখ খান চুপ থাকেন কীভাবে ! তাঁর প্রবেশ, ভিআইপি বক্সের ব্যালকনিতে দাঁড়িয়ে হাতনাড়া উড়ন্ত চুম্বন, ব্যস, ইডেনের ঢলে পড়া শুরু ৷ শাহরুখের মোহময়ী আবেগকে মর্যাদা দিতেই জয়ের সৌরভ ছড়াতে হাজির হলেন লর্ড শার্দূল ৷

আরও পড়ুন: শহর জুড়ে ক্রিকেট ফিভার, তিলোত্তমার রং বেগুনি

89 রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর নাইটদের ঘুরে দাঁড়ানোর ছবি শেষ কবে দেখা গিয়েছে চট করে মনে করা যাচ্ছে না ৷ বরং, অসহায় আত্মসমর্পণ দেখেছে অনুরাগীরা ৷ কিন্তু, রিঙ্কু সিংকে সঙ্গী করে লড়াই চালিয়ে যান শার্দূল ৷ এই জুটির 103 রানের পার্টনারশিপ কেকেআর-কে দু’শোর গণ্ডি পার করে দেয় ৷ যেখানে একটা সময় দেড়শো রান অসম্ভব বলে মনে হচ্ছিল ৷ শার্দূল যা খেলেছেন, তা টি-টোয়েন্টিতে পারফেক্ট ইনিংস ৷ খেলা শেষে দলের অন্যতম কর্ণধার জুহি চাওলার মুখেও শার্দূলের ইনিংসের প্রশংসা ৷ বলেন, ‘‘শার্দূল দুর্ধর্ষ ৷ দূরন্ত ইনিংস খেলল ৷’’

ইডেনে কিং খানের উপস্থিতিতে 'পাঠান' হয়ে উঠলেন শার্দূল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাইটদের জয়ে অভিনন্দন জানিয়েছেন ৷ টুইট বার্তায় বলেছেন, “আজকের জয় অত্যন্ত স্পেশাল ৷ কারণ, চলতি মরশুমে এটাই ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ ছিল ৷ কেকেআর-কে আন্তরিক অভিনন্দন ৷ প্রতিটি খেলোয়াড় তাঁদের সেরাটা দিয়েছেন ৷ আসন্ন ম্যাচগুলির জন্য আগাম শুভেচ্ছা রইল ৷” শার্দূলের ‘ড্রে রাস’ সুলভ ইনিংসকে বল হাতে মান্যতা দিয়েছেন বরুণ চক্রবর্তীর 4, সুয়াশ শর্মার 3 এবং সুনীল নারাইনের 2 উইকেট ৷ শার্দূল নিজেও বল হাতে মাইকেল ব্রেসওয়েলের উইকেট নিয়েছেন ৷ 81 রানের ঘরের মাঠে বেঙ্গালোরকে হারিয়ে নাইটরা আজই আমেদাবাদে যাচ্ছেন ৷ আগামী রবিবার সেখানে তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটন্স ৷ স্বভাবতই বড় দলের বিরুদ্ধে এই 'বিরাট-জয়' নাইটদের আত্মবিশ্বাস বাড়াবে।

কলকাতা, 7 এপ্রিল: 12 তম ওভারে আন্দ্রে রাসেল যখন আউট হয়ে ডাগ আউটে ফিরেছিলেন ৷ সেই সময় ইডেন গার্ডেন্স পুরো শান্ত ৷ কারণ, স্কোরবোর্ড তখন বলছে, কলকাতা নাইট রাইডার্সের স্কোর 5 উইকেটে 89 রান ৷ আর 20 তম ওভারের 2 বল বাকি থাকতে যখন শার্দূল ঠাকুর আউট হয়ে মাঠ ছাড়ছেন, তখন দর্শকদের উল্লাসে গমগম করছে ইডেন ৷ কারণ, লর্ড শার্দূলের 29 বলে 68 রানের ইনিংসে নাইটরা তখন দু’শো রানের দোরগোড়ায় ৷ কিন্তু, শার্দূল ঠাকুর নিজেও বুঝে পাচ্ছেন না কীভাবে এই ইনিংস তাঁর ব্যাট থেকে এল !

ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে শার্দূল বললেন, "আমি নিজেও ঠিক বুঝে উঠতে পারছি না, যে কীভাবে এমন ব্যাট করলাম ৷" তবে, জানালেন ব্যাটিং গ্রিপ বদলে এই পরিবর্তন এসেছে ৷ সে সব তো ক্রিকেটের টেকনিক্যাল কথা ৷ কিন্তু, শার্দূলের এই ইনিংসে নাইটরা পয়েন্টস টেবিলের 7 নম্বর থেকে তিনে উঠে এসেছে ৷ এখনও বাকি অনেক ম্যাচ ৷ পয়েন্টস টেবিলে ওঠা নামা লেগেই থাকবে ৷ আর এসবের মধ্যেই আরসিবি-কে ধরাশায়ী করার আনন্দে উৎসবের মেজাজে দেখা গেল কেকেআর-কে ৷ আর সেখানে শো-স্টপার আর কেউ নন, স্বয়ং শাহরুখ খান ৷

ঝুমে জো পাঠান গানের তালে নাচলেন কিং খান ৷ তিনবছর পরে ঘরের মাঠে তাঁর দল ফিরেছে । আবেগের স্রোত বাধ ভেঙে নেমে এল তখন ঘড়ির কাটা বলছে শুক্রবার মধ্যরাত ৷ বলিউডের কিং খানকে দেখতে তখনও কিছু দর্শক অপেক্ষায় । পাঠান নিরাশ করেননি । নাচলেন হাত নাড়লেন এবং বিরাট কোহলিও তাঁর তালে পা মেলালেন ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেন দেখেছে কানায় কানায় পূর্ণ মাঠ ৷ শুনেছে বিরাট কোহলি বনাম নাইট সমর্থকদের কবিগান সুলভ লড়াই । একটা সময় যা রয়্যাল চ্যালেঞ্জার্সের প্রাক্তন অধিনায়কের ভক্তকুল প্রায় হরণ করে নিয়েছিলেন ৷

কিংবদন্তী ভারতীয় ক্রিকেটাররা যখন কলকাতায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জার্সিতে খেলতে আসেন তখন আড়আড়ি ভাগ হয়ে যায় ইডেন। বৃহস্পতিবার সেই বিভাজন একটা সময় পর্যন্ত ছিল কোহলির দিকে একপেশে ৷ ঘরের মাঠে প্রতিপক্ষ বক্স অফিস নিয়ে যাচ্ছে দেখে শাহরুখ খান চুপ থাকেন কীভাবে ! তাঁর প্রবেশ, ভিআইপি বক্সের ব্যালকনিতে দাঁড়িয়ে হাতনাড়া উড়ন্ত চুম্বন, ব্যস, ইডেনের ঢলে পড়া শুরু ৷ শাহরুখের মোহময়ী আবেগকে মর্যাদা দিতেই জয়ের সৌরভ ছড়াতে হাজির হলেন লর্ড শার্দূল ৷

আরও পড়ুন: শহর জুড়ে ক্রিকেট ফিভার, তিলোত্তমার রং বেগুনি

89 রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর নাইটদের ঘুরে দাঁড়ানোর ছবি শেষ কবে দেখা গিয়েছে চট করে মনে করা যাচ্ছে না ৷ বরং, অসহায় আত্মসমর্পণ দেখেছে অনুরাগীরা ৷ কিন্তু, রিঙ্কু সিংকে সঙ্গী করে লড়াই চালিয়ে যান শার্দূল ৷ এই জুটির 103 রানের পার্টনারশিপ কেকেআর-কে দু’শোর গণ্ডি পার করে দেয় ৷ যেখানে একটা সময় দেড়শো রান অসম্ভব বলে মনে হচ্ছিল ৷ শার্দূল যা খেলেছেন, তা টি-টোয়েন্টিতে পারফেক্ট ইনিংস ৷ খেলা শেষে দলের অন্যতম কর্ণধার জুহি চাওলার মুখেও শার্দূলের ইনিংসের প্রশংসা ৷ বলেন, ‘‘শার্দূল দুর্ধর্ষ ৷ দূরন্ত ইনিংস খেলল ৷’’

ইডেনে কিং খানের উপস্থিতিতে 'পাঠান' হয়ে উঠলেন শার্দূল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাইটদের জয়ে অভিনন্দন জানিয়েছেন ৷ টুইট বার্তায় বলেছেন, “আজকের জয় অত্যন্ত স্পেশাল ৷ কারণ, চলতি মরশুমে এটাই ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ ছিল ৷ কেকেআর-কে আন্তরিক অভিনন্দন ৷ প্রতিটি খেলোয়াড় তাঁদের সেরাটা দিয়েছেন ৷ আসন্ন ম্যাচগুলির জন্য আগাম শুভেচ্ছা রইল ৷” শার্দূলের ‘ড্রে রাস’ সুলভ ইনিংসকে বল হাতে মান্যতা দিয়েছেন বরুণ চক্রবর্তীর 4, সুয়াশ শর্মার 3 এবং সুনীল নারাইনের 2 উইকেট ৷ শার্দূল নিজেও বল হাতে মাইকেল ব্রেসওয়েলের উইকেট নিয়েছেন ৷ 81 রানের ঘরের মাঠে বেঙ্গালোরকে হারিয়ে নাইটরা আজই আমেদাবাদে যাচ্ছেন ৷ আগামী রবিবার সেখানে তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটন্স ৷ স্বভাবতই বড় দলের বিরুদ্ধে এই 'বিরাট-জয়' নাইটদের আত্মবিশ্বাস বাড়াবে।

Last Updated : Apr 7, 2023, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.