ETV Bharat / sports

Hardik in IPL : অন্ধকার কাটিয়ে আইপিএল জন্ম দিল দৃঢ়চেতা ও সংযমী হার্দিকের - Hardik Pandya emergence like Phoenix

উশৃঙ্খল, আগ্রাসী হার্দিকের বদলে দৃঢ়চেতা, সংযমী হার্দিকের জন্ম দিয়েছে পঞ্চদশ আইপিএল ৷ রবিবার তারই ক্লাইম্যাক্স দেখল মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ পান্ডিয়ার অধিনায়কোচিত পারফরম্যান্সে ভর করে আত্মপ্রকাশেই খেতাব ঘরে তুলল গুজরাত (Hardik Pandya emergence like Phoenix) ৷

Hardik Pandya News
অন্ধকার কাটিয়ে আইপিএল জন্ম দিল বদলে যাওয়া হার্দিকের
author img

By

Published : May 30, 2022, 8:31 AM IST

Updated : May 30, 2022, 10:38 AM IST

আমেদাবাদ, 30 মে : ‘উশৃঙ্খল’ ৷ চারবার মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েও নামের আগে থেকে এই বিশেষণ মুছতে পারেননি হার্দিক পান্ডিয়া ৷ 2019 সালে ‘কফি উইথ করণ’ থেকে এয়ারপোর্টে কাস্টমসের হাতে ধরা পড়া, বরাবর বিতর্কে জড়িয়েছেন পান্ডিয়া ব্রাদার্সের ছোট ভাই ৷ 2021 টি-20 বিশ্বকাপে 3 ম্যাচে করেছিলেন মাত্র 69 রান, হাত ঘুরিয়েছিলেন মাত্র 4 ওভার ৷ আইপিএলের শুরুতে বুমরা, সূর্যকুমারকে রিটেন করলেও হার্দিককে রিলিজ করে দিয়েছিল মুম্বই ৷ রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক দর্শকের সামনে যেন ‘পাপস্খলন’ করলেন তিনি ৷ পান্ডিয়ার অধিনায়কোচিত পারফরম্যান্সে ভর করে আত্মপ্রকাশেই খেতাব ঘরে তুলল গুজরাত টাইটান্স (Hardik Pandya emergence like Phoenix) ৷

দৃঢ়চেতা, সংযমী হার্দিকের জন্ম দিয়েছে পঞ্চদশ আইপিএল ৷ মোতেরায় তাঁর মধ্যে ধোনির ছায়াও দেখতে পেয়েছেন অনেকে ৷ মেগা ম্যাচে শুধু অধিনায়কই নয়, দেখা মিলেছে ইউটিলিটি অল-রাউন্ডারেরও ৷ ম্যাচ শেষে হার্দিক বলেন, ‘‘এই খেতাব খুব স্পেশাল ৷ পরবর্তী প্রজন্ম বহুদিন এটা নিয়ে কথা বলবে ৷ সবাই মনে রাখবে, কীভাবে একটা দল প্রথমবারেই শিখরে পৌঁছেছিল ৷’’

ব্যাটার কিংবা বোলার, ফ্র্যাঞ্চাইজি লিগে দুই ভূমিকাতেই উজ্জ্বল পান্ডিয়া ৷ ফাইনালে বল হাতে বাটলার-স্যামসনকে ডাগ-আউটের রাস্তা দেখিয়েছেন তিনি ৷ গুজরাতের অধিনায়কের কথায়, ‘‘অকশনের পরেই জানতাম, চার নম্বরে ব্যাট করতে হবে ৷ সেই মতো প্রস্তুতি নিয়েছি ৷ ব্যাট-বল, দু'ক্ষেত্রেই এই মুহূর্তের জন্যই পরিশ্রম করেছি ৷ দ্বিতীয় স্পেলে সঞ্জুকে ফেরানোর পরেই বুঝতে পেরেছিলাম, ছন্দ ফিরে পেয়েছি ৷’’ তিনি আরও বলেন, ‘‘আমার কাছে দলের জয়ই গুরুত্বপূর্ণ ৷ যদি আমার সবচেয়ে খারাপ মরশুম যায় আর আমার দল জেতে, আমি খুশি হব ৷’’

আরও পড়ুন : ক্যাপ্টেনের কামাল ! আত্মপ্রকাশেই আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত

প্রসঙ্গত, মোতেয়ায় আইপিএল ফাইনাল চাক্ষুষ করেছেন 1 লক্ষ 4 হাজার 859 জন ৷ যা এখনও পর্যন্ত কোনও ক্রিকেট ম্যাচে সবচেয়ে বেশি সংখ্যক দর্শক ৷ নব্বইয়ের দশকের শেষে ইডেনে ওডিআই ম্যাচে 1 লক্ষ দর্শক উপস্থিত থাকলেও সরকারিভাবে সবচেয়ে বেশি দর্শক ম্যাচ দেখেছিল মেলবোর্নে ৷ 1992 সালে পাকিস্তান-ইংল্যান্ডের ওই ম্যাচে গ্যালারিতে ছিলেন প্রায় 88 হাজার লোক ৷ সেই সংখ্যাটা টপকে গেল রবিবারের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷

আমেদাবাদ, 30 মে : ‘উশৃঙ্খল’ ৷ চারবার মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েও নামের আগে থেকে এই বিশেষণ মুছতে পারেননি হার্দিক পান্ডিয়া ৷ 2019 সালে ‘কফি উইথ করণ’ থেকে এয়ারপোর্টে কাস্টমসের হাতে ধরা পড়া, বরাবর বিতর্কে জড়িয়েছেন পান্ডিয়া ব্রাদার্সের ছোট ভাই ৷ 2021 টি-20 বিশ্বকাপে 3 ম্যাচে করেছিলেন মাত্র 69 রান, হাত ঘুরিয়েছিলেন মাত্র 4 ওভার ৷ আইপিএলের শুরুতে বুমরা, সূর্যকুমারকে রিটেন করলেও হার্দিককে রিলিজ করে দিয়েছিল মুম্বই ৷ রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক দর্শকের সামনে যেন ‘পাপস্খলন’ করলেন তিনি ৷ পান্ডিয়ার অধিনায়কোচিত পারফরম্যান্সে ভর করে আত্মপ্রকাশেই খেতাব ঘরে তুলল গুজরাত টাইটান্স (Hardik Pandya emergence like Phoenix) ৷

দৃঢ়চেতা, সংযমী হার্দিকের জন্ম দিয়েছে পঞ্চদশ আইপিএল ৷ মোতেরায় তাঁর মধ্যে ধোনির ছায়াও দেখতে পেয়েছেন অনেকে ৷ মেগা ম্যাচে শুধু অধিনায়কই নয়, দেখা মিলেছে ইউটিলিটি অল-রাউন্ডারেরও ৷ ম্যাচ শেষে হার্দিক বলেন, ‘‘এই খেতাব খুব স্পেশাল ৷ পরবর্তী প্রজন্ম বহুদিন এটা নিয়ে কথা বলবে ৷ সবাই মনে রাখবে, কীভাবে একটা দল প্রথমবারেই শিখরে পৌঁছেছিল ৷’’

ব্যাটার কিংবা বোলার, ফ্র্যাঞ্চাইজি লিগে দুই ভূমিকাতেই উজ্জ্বল পান্ডিয়া ৷ ফাইনালে বল হাতে বাটলার-স্যামসনকে ডাগ-আউটের রাস্তা দেখিয়েছেন তিনি ৷ গুজরাতের অধিনায়কের কথায়, ‘‘অকশনের পরেই জানতাম, চার নম্বরে ব্যাট করতে হবে ৷ সেই মতো প্রস্তুতি নিয়েছি ৷ ব্যাট-বল, দু'ক্ষেত্রেই এই মুহূর্তের জন্যই পরিশ্রম করেছি ৷ দ্বিতীয় স্পেলে সঞ্জুকে ফেরানোর পরেই বুঝতে পেরেছিলাম, ছন্দ ফিরে পেয়েছি ৷’’ তিনি আরও বলেন, ‘‘আমার কাছে দলের জয়ই গুরুত্বপূর্ণ ৷ যদি আমার সবচেয়ে খারাপ মরশুম যায় আর আমার দল জেতে, আমি খুশি হব ৷’’

আরও পড়ুন : ক্যাপ্টেনের কামাল ! আত্মপ্রকাশেই আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত

প্রসঙ্গত, মোতেয়ায় আইপিএল ফাইনাল চাক্ষুষ করেছেন 1 লক্ষ 4 হাজার 859 জন ৷ যা এখনও পর্যন্ত কোনও ক্রিকেট ম্যাচে সবচেয়ে বেশি সংখ্যক দর্শক ৷ নব্বইয়ের দশকের শেষে ইডেনে ওডিআই ম্যাচে 1 লক্ষ দর্শক উপস্থিত থাকলেও সরকারিভাবে সবচেয়ে বেশি দর্শক ম্যাচ দেখেছিল মেলবোর্নে ৷ 1992 সালে পাকিস্তান-ইংল্যান্ডের ওই ম্যাচে গ্যালারিতে ছিলেন প্রায় 88 হাজার লোক ৷ সেই সংখ্যাটা টপকে গেল রবিবারের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷

Last Updated : May 30, 2022, 10:38 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.