ETV Bharat / sports

IPL 2023: অলরাউন্ড পারফরম্যান্স হেলায় 'লখনউ বধ', প্লে-অফ কার্যত নিশ্চিত হার্দিকের দলের - Wriddhiman Saha

ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্সের জেরে লখনউকে ধরাশায়ী করল গুজরাত টাইটান্স ৷ 56 রানে লখনউ সুপার জায়ান্টসকে হারালেন হার্দিকরা ৷ সেই সঙ্গে 16 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 1 নম্বর জায়গা আর সুরক্ষিত করল গুজরাত ব্রিগেড ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : May 7, 2023, 8:06 PM IST

আমেদাবাদ, 7 মে: ব্যর্থ কাইল মায়ার্স এবং কুইন্ট ডি’ককের সব চেষ্টা ৷ সুপার সানডে-তে দুই ভাইয়ের দ্বৈরথে জয়ের মুকুট পড়ল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স ৷ 56 রানে ক্রুণাল পান্ডিয়ার লখনউ সুপার জায়ান্টসকে হারাল তারা ৷ 227 রান তাড়া করতে নেমে 7 উইকেট হারিয়ে 171 রানে থামল লখনউ ৷ একটা সময় 11 রান প্রতি ওভার তুলছিল মায়ার্স-কুইন্টন জুটি ৷ কিন্তু, ক্যারিবিয়ান ওপেনার আউট হতেই ম্যাচের রাশ নিজেদের দিকে টানতে শুরু করেন হার্দিক ৷ শেষে কুইন্টন ডি’ককের উইকেট পড়তেই সুপার জায়ান্টসদের সব আশা শেষ হয়ে যায় ৷

দুই ওপেনার কার্ল মায়ার্স (32 বলে 48 রান) এবং কুইন্ট ডি’ক (41 বলে 70 রান) 88 রানের পার্টনারশিপ করেন মাত্র 8.2 ওভারে ৷ কার্ল মায়ার্স আউট হওয়ার পরেই রান গতি কিছুটা কমে যায় ৷ তবুও একদিক থেকে ডি’কক ইনিংস টানছিলেন ৷ কিন্তু, উলটো দিক থেকে একের পর এক উইকেট পতন চাপে ফেলে দেয় দক্ষিণ আফ্রিকান উইকেট-কিপার ব্যাটারকেও ৷ তিনি রাশিদ খানের বলে বোল্ড হন ৷ তবে, দুই ওপেনার ছাড়া লখনউয়ের পুরো ব্যাটিং এ দিন ব্যর্থ ৷ আমেদাবাদের পাটা উইকেটে দীপক হুডা (11 রান), মার্কস স্টোইনিস (4 রান), নিকোলাস পুরান (3 রান) করেন ৷ কেবলমাত্র আয়ূষ বাদোনি 11 বলে 21 রান করেছেন ৷

আরও পড়ুন: শুভমন-ঋদ্ধির ব্যাটে ঋদ্ধ গুজরাত, সুপার জায়ান্টসের সামনে বিশাল লক্ষ্যমাত্রা

তবে, আমেদাবাদের ব্যাটিং পিচে ক্রুণালের টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে পারে ৷ তিনি বলের পাশাপাশি ব্যাটেও আজ ব্যর্থ ৷ কোনও রান না-করেই মোহিত শর্মার বলে আউট হন ৷ গুজরাত টাইটান্সের হয়ে আজ 4 উইকেট নিয়েছেন মোহিত শর্মা ৷ মহম্মদ শামি, রাশিদ খান এবং নূর আহমেদ 1টি করে উইকেট নিয়েছেন ৷ অন্যদিকে, গুজরাত টাইটান্সের হয়ে ব্যাট হাতে আজ দুই ওপেনার সেরা পারফর্ম করেছেন ৷ জিটি-র হয়ে এই মরশুমের সেরা ওপেনিং পার্টনারশিপ এটি ৷ ঋদ্ধি ও শুভমন দু’জনে মিলে 142 রান তুলেছিলেন প্রথম উইকেটে ৷ ঋদ্ধিমান সাহা 43 বলে 81 রান এবং শুভমন গিল 51 বলে 94 রানে অপরাজিত থাকেন ৷

আমেদাবাদ, 7 মে: ব্যর্থ কাইল মায়ার্স এবং কুইন্ট ডি’ককের সব চেষ্টা ৷ সুপার সানডে-তে দুই ভাইয়ের দ্বৈরথে জয়ের মুকুট পড়ল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স ৷ 56 রানে ক্রুণাল পান্ডিয়ার লখনউ সুপার জায়ান্টসকে হারাল তারা ৷ 227 রান তাড়া করতে নেমে 7 উইকেট হারিয়ে 171 রানে থামল লখনউ ৷ একটা সময় 11 রান প্রতি ওভার তুলছিল মায়ার্স-কুইন্টন জুটি ৷ কিন্তু, ক্যারিবিয়ান ওপেনার আউট হতেই ম্যাচের রাশ নিজেদের দিকে টানতে শুরু করেন হার্দিক ৷ শেষে কুইন্টন ডি’ককের উইকেট পড়তেই সুপার জায়ান্টসদের সব আশা শেষ হয়ে যায় ৷

দুই ওপেনার কার্ল মায়ার্স (32 বলে 48 রান) এবং কুইন্ট ডি’ক (41 বলে 70 রান) 88 রানের পার্টনারশিপ করেন মাত্র 8.2 ওভারে ৷ কার্ল মায়ার্স আউট হওয়ার পরেই রান গতি কিছুটা কমে যায় ৷ তবুও একদিক থেকে ডি’কক ইনিংস টানছিলেন ৷ কিন্তু, উলটো দিক থেকে একের পর এক উইকেট পতন চাপে ফেলে দেয় দক্ষিণ আফ্রিকান উইকেট-কিপার ব্যাটারকেও ৷ তিনি রাশিদ খানের বলে বোল্ড হন ৷ তবে, দুই ওপেনার ছাড়া লখনউয়ের পুরো ব্যাটিং এ দিন ব্যর্থ ৷ আমেদাবাদের পাটা উইকেটে দীপক হুডা (11 রান), মার্কস স্টোইনিস (4 রান), নিকোলাস পুরান (3 রান) করেন ৷ কেবলমাত্র আয়ূষ বাদোনি 11 বলে 21 রান করেছেন ৷

আরও পড়ুন: শুভমন-ঋদ্ধির ব্যাটে ঋদ্ধ গুজরাত, সুপার জায়ান্টসের সামনে বিশাল লক্ষ্যমাত্রা

তবে, আমেদাবাদের ব্যাটিং পিচে ক্রুণালের টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে পারে ৷ তিনি বলের পাশাপাশি ব্যাটেও আজ ব্যর্থ ৷ কোনও রান না-করেই মোহিত শর্মার বলে আউট হন ৷ গুজরাত টাইটান্সের হয়ে আজ 4 উইকেট নিয়েছেন মোহিত শর্মা ৷ মহম্মদ শামি, রাশিদ খান এবং নূর আহমেদ 1টি করে উইকেট নিয়েছেন ৷ অন্যদিকে, গুজরাত টাইটান্সের হয়ে ব্যাট হাতে আজ দুই ওপেনার সেরা পারফর্ম করেছেন ৷ জিটি-র হয়ে এই মরশুমের সেরা ওপেনিং পার্টনারশিপ এটি ৷ ঋদ্ধি ও শুভমন দু’জনে মিলে 142 রান তুলেছিলেন প্রথম উইকেটে ৷ ঋদ্ধিমান সাহা 43 বলে 81 রান এবং শুভমন গিল 51 বলে 94 রানে অপরাজিত থাকেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.