ETV Bharat / sports

IPL 2023: চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার ক্ষমতা রয়েছে গুজরাতের, মত সঞ্জয় মঞ্জরেকরের

গুজরাত টাইটন্সকে দরাজ সার্টিফিকেট সঞ্জয় মঞ্জরেকরের ৷ তিনি মনে করেন, গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা, এ বারেও তাদের খেতাব ধরে রাখতে সক্ষম ৷ আর এর জন্য তিনি অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং কোচ আশিস নেহরাকেই কৃতিত্ব দিচ্ছেন ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 9, 2023, 10:20 AM IST

আমেদাবাদ, 9 এপ্রিল: আমেদাবাদে দ্বিতীয় হোম ম্যাচে আজ নামছে গুজরাত টাইটন্স ৷ প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ৷ শেষ ম্যাচে কলকাতা আরসিবি-র বিরুদ্ধে একপেশে ম্যাচ জিতলেও, আজকের ম্যাচে গুজরাত টাইটন্সকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা ৷ এমনকী গুজরাত এবারেও তাদের চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখতে পারবে বলে মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর ৷ স্টার স্পোর্টসে সঞ্জয়ের বক্তব্যকে তুলে ধরে সংবাদ সংস্থা এএনআই এ কথা জানিয়েছে ৷ যেখানে প্রাক্তন ভারতীয় ব্যাটার দাবি করেছেন, গত দুই ম্যাচে গুজরাত প্রমাণ করেছে যে, তারা গতবারের চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার জন্য প্রস্তুত হয়ে নেমেছে ৷

সঞ্জয় মঞ্জরেকরের মতে, গুজরাত টাইটন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক দিক হল দলের পরিবেশ ৷ যেখানে অধিনায়ক এবং কোচ দু’জনেই পুরো স্কোয়াডকে হালকা মেজাজে রেখেছেন ৷ যা তাদের ক্রিকেটারদের থেকে সেরা খেলাটা বের করে আনতে সাহায্য করে ৷ আর এখানেই হার্দিক পান্ডিয়া অধিনায়ক হিসেবে সফল বলে মনে করেন সঞ্জয় মঞ্জরেকর ৷ আর দলের পরিকল্পনা এবং অন্য দিকগুলি কোচ হিসেবে আশিস নেহরা নিয়ন্ত্রণ করেন ৷ যা মাঠে হার্দিকের কাজকে আরও সহজ করে দেয় ৷

সঞ্জয় বলেন, "হার্দিক অধিনায়ক হিসেবে সবচেয়ে সফল, কারণ ও কোনও ম্যাচকে খুবই বেশি গুরুত্ব দেয় না ৷ আর আশিস নেহরা ট্যাকটিকাল দিকগুলি দেখেন ৷ আর এই কারণে, দলটাকে একজোট হয়ে খেলতে দেখা যায় ৷ আর সেটা গত মরশুমে খেতাব জিতে সেটা প্রমাণ করেছে ৷ আর এই মরশুমে সিএসকে-কে হারিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে, তারা খেতাব ধরে রাখার জন্য প্রস্তুত ৷ উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও গুজরাত টাইটন্স বেশ কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতেছে ৷

আরও পড়ুন: দুরন্ত রাহানে, স্বপ্রতিভ রুতুরাজে আরবসাগরে 'সলিল সমাধি' মুম্বইয়ের

এনিয়ে ম্যাচ শেষে অধিনায়ক হার্দিককে বলতে শোনা গিয়েছিল যে, তিনি বা টিম ম্যানেজমেন্ট এমন পরিস্থিতি নিয়ে খুব একটা চিন্তা করেন না ৷ কারণ, একটা ম্যাচ খারাপ যেতেই পারে ৷ সেটাকে শুধরে পরেরটা আরও ভালো করাই তাদের লক্ষ্য ৷ উল্লেখ্য, গত ম্যাচে প্রথম একাদশে ফিরে নিজের ফর্ম দেখিয়েছেন ডেভিড মিলার ৷ যা কেকেআর এর বিরুদ্ধে গুজরাত টাইটন্সের ক্ষেত্রে আরও একটি ইতিবাচক দিক ৷

আমেদাবাদ, 9 এপ্রিল: আমেদাবাদে দ্বিতীয় হোম ম্যাচে আজ নামছে গুজরাত টাইটন্স ৷ প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ৷ শেষ ম্যাচে কলকাতা আরসিবি-র বিরুদ্ধে একপেশে ম্যাচ জিতলেও, আজকের ম্যাচে গুজরাত টাইটন্সকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা ৷ এমনকী গুজরাত এবারেও তাদের চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখতে পারবে বলে মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর ৷ স্টার স্পোর্টসে সঞ্জয়ের বক্তব্যকে তুলে ধরে সংবাদ সংস্থা এএনআই এ কথা জানিয়েছে ৷ যেখানে প্রাক্তন ভারতীয় ব্যাটার দাবি করেছেন, গত দুই ম্যাচে গুজরাত প্রমাণ করেছে যে, তারা গতবারের চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার জন্য প্রস্তুত হয়ে নেমেছে ৷

সঞ্জয় মঞ্জরেকরের মতে, গুজরাত টাইটন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক দিক হল দলের পরিবেশ ৷ যেখানে অধিনায়ক এবং কোচ দু’জনেই পুরো স্কোয়াডকে হালকা মেজাজে রেখেছেন ৷ যা তাদের ক্রিকেটারদের থেকে সেরা খেলাটা বের করে আনতে সাহায্য করে ৷ আর এখানেই হার্দিক পান্ডিয়া অধিনায়ক হিসেবে সফল বলে মনে করেন সঞ্জয় মঞ্জরেকর ৷ আর দলের পরিকল্পনা এবং অন্য দিকগুলি কোচ হিসেবে আশিস নেহরা নিয়ন্ত্রণ করেন ৷ যা মাঠে হার্দিকের কাজকে আরও সহজ করে দেয় ৷

সঞ্জয় বলেন, "হার্দিক অধিনায়ক হিসেবে সবচেয়ে সফল, কারণ ও কোনও ম্যাচকে খুবই বেশি গুরুত্ব দেয় না ৷ আর আশিস নেহরা ট্যাকটিকাল দিকগুলি দেখেন ৷ আর এই কারণে, দলটাকে একজোট হয়ে খেলতে দেখা যায় ৷ আর সেটা গত মরশুমে খেতাব জিতে সেটা প্রমাণ করেছে ৷ আর এই মরশুমে সিএসকে-কে হারিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে, তারা খেতাব ধরে রাখার জন্য প্রস্তুত ৷ উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও গুজরাত টাইটন্স বেশ কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতেছে ৷

আরও পড়ুন: দুরন্ত রাহানে, স্বপ্রতিভ রুতুরাজে আরবসাগরে 'সলিল সমাধি' মুম্বইয়ের

এনিয়ে ম্যাচ শেষে অধিনায়ক হার্দিককে বলতে শোনা গিয়েছিল যে, তিনি বা টিম ম্যানেজমেন্ট এমন পরিস্থিতি নিয়ে খুব একটা চিন্তা করেন না ৷ কারণ, একটা ম্যাচ খারাপ যেতেই পারে ৷ সেটাকে শুধরে পরেরটা আরও ভালো করাই তাদের লক্ষ্য ৷ উল্লেখ্য, গত ম্যাচে প্রথম একাদশে ফিরে নিজের ফর্ম দেখিয়েছেন ডেভিড মিলার ৷ যা কেকেআর এর বিরুদ্ধে গুজরাত টাইটন্সের ক্ষেত্রে আরও একটি ইতিবাচক দিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.