ETV Bharat / sports

IPL 2023: সুদর্শন মঞ্চে 'কিলার' মিলার, ডেরায় ঢুকে দিল্লি 'বধ' গুজরাতের - দিল্লি ক্যাপিটালস

সাই সুদর্শনের দুরন্ত ইনিংস । সঙ্গে শেষদিকে বিধ্বংসী ডেভিড মিলার । দুইয়ে মিলে দ্বিতীয় ম্যাচও জিতে নিল গুজরাত টাইটান্স ।

IPL
ডেরায় ঢুকে দিল্লি 'বধ' গুজরাতের
author img

By

Published : Apr 4, 2023, 11:23 PM IST

Updated : Apr 5, 2023, 12:13 AM IST

নয়াদিল্লি, 4 এপ্রিল: ডেরায় ঢুকে দিল্লি 'বধ' গুজরাতের । সৌজন্যে সাই সুদর্শন ও ডেভিড মিলার । শুভমন গিল, হার্দিক পান্ডিয়ায় ব্যর্থতার মঞ্চে নায়ক বছর একুশের সুদর্শন । মাত্র 48 বলে 62 রান করা চেন্নাইয়ের তরুণের হাত ধরেই অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 6 উইকেটে হারাল গুজরাত টাইটান্স । টানা দ্বিতীয় ম্যাচেও ভাগ্য বদলাল না পন্তহীন ক্যাপিটালসের ।

প্রথমে ব্যাট করে গুজরাতকে 163 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল দিল্লি । রান তাড়া করতে নেমে শুরুতেই ডাগ-আউটে ফেরেন ঋদ্ধিমান সাহা, শুভমন গিল । পাপালির সংগ্রহ 7 বলে 14 রান, সমসংখ্যক রানে ক্রিজ ছাড়েন গিল । দুই ব্যাটারকেই ফেরান অনরিখ নর্ৎজে । বড় রান করতে পারেননি হার্দিক পান্ডিয়াও । খালিল আহমেদের বলে মাত্র 5 রানেই ডাগ-আউটের রাস্তা দেখেন ক্যাপ্টেন ।

  • A confident & match winning knock of 62*(48) by Sai Sudharsan makes the young Indian batter our 🔝 performer from the second innings of the #DCvGT clash in #TATAIPL 💪

    A look at his batting summary 🔽 pic.twitter.com/c9BHrcXAN1

    — IndianPremierLeague (@IPL) April 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভালো শুরু করেও বড় রান করতে পারেননি বিজয় শংকর । ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামা শংকরের অবদান 23 বলে 29 । যদিও সুদর্শনের সঙ্গে তাঁর 53 রানের পার্টনারশিপেই ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় গুজরাত । তিনি ফেরার পর সুদর্শনের ব্যাটেই জয়ের দিকে এগোচ্ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । ফিনিশ লাইনে সঙ্গত দেন ডেভিড মিলার । সুদর্শনের সঙ্গে প্রোটিয়া ব্যাটারের জুটিতেই ম্যাচ ফসকে যায় দিল্লির হাত থেকে । 16 বলে ঝোড়ো 31 রান এল 'কিলার' মিলারের ব্যাট থেকে ।

আরও পড়ুন: প্র্যাকটিসে অনুপস্থিত কোহলি, সিএবির ঘুম কাড়ছে মৌমাছির ঝাঁক

এদিন পাঁচ বাঙালির লড়াইয়ে চোখ রেখেছিল বঙ্গের ক্রিকেটপ্রেমীরা । যদিও কেউই বিশেষ কিছু করতে পারেননি । দিল্লির হয়ে মাঠে নেমেছিলেন অভিষেক পোড়েল ও মুকেশ কুমার । ডাগ-আউটে বসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । ক্যাপিটালসের মেন্টরের ভূমিকা পালন করেছেন মহারাজ । যদিও শেষ হাসি হাসলেন গুজরাতের মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহাই । শুরুতেই শামির দুরন্ত সুইং, 38-এর পাপালির শরীর শূন্যে ছুড়ে কিছু অনবদ্য প্রচেষ্টা গুজরাতের জয়ের উজ্জ্বলতা যেন আরও কয়েকগুন বাড়িয়ে দিল ।

আরও পড়ুন: টলিপাড়ায় আইপিএল ম্যানিয়া! কী বলছেন সৌরভ, বনি ও অন্যরা

নয়াদিল্লি, 4 এপ্রিল: ডেরায় ঢুকে দিল্লি 'বধ' গুজরাতের । সৌজন্যে সাই সুদর্শন ও ডেভিড মিলার । শুভমন গিল, হার্দিক পান্ডিয়ায় ব্যর্থতার মঞ্চে নায়ক বছর একুশের সুদর্শন । মাত্র 48 বলে 62 রান করা চেন্নাইয়ের তরুণের হাত ধরেই অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 6 উইকেটে হারাল গুজরাত টাইটান্স । টানা দ্বিতীয় ম্যাচেও ভাগ্য বদলাল না পন্তহীন ক্যাপিটালসের ।

প্রথমে ব্যাট করে গুজরাতকে 163 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল দিল্লি । রান তাড়া করতে নেমে শুরুতেই ডাগ-আউটে ফেরেন ঋদ্ধিমান সাহা, শুভমন গিল । পাপালির সংগ্রহ 7 বলে 14 রান, সমসংখ্যক রানে ক্রিজ ছাড়েন গিল । দুই ব্যাটারকেই ফেরান অনরিখ নর্ৎজে । বড় রান করতে পারেননি হার্দিক পান্ডিয়াও । খালিল আহমেদের বলে মাত্র 5 রানেই ডাগ-আউটের রাস্তা দেখেন ক্যাপ্টেন ।

  • A confident & match winning knock of 62*(48) by Sai Sudharsan makes the young Indian batter our 🔝 performer from the second innings of the #DCvGT clash in #TATAIPL 💪

    A look at his batting summary 🔽 pic.twitter.com/c9BHrcXAN1

    — IndianPremierLeague (@IPL) April 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভালো শুরু করেও বড় রান করতে পারেননি বিজয় শংকর । ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামা শংকরের অবদান 23 বলে 29 । যদিও সুদর্শনের সঙ্গে তাঁর 53 রানের পার্টনারশিপেই ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় গুজরাত । তিনি ফেরার পর সুদর্শনের ব্যাটেই জয়ের দিকে এগোচ্ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । ফিনিশ লাইনে সঙ্গত দেন ডেভিড মিলার । সুদর্শনের সঙ্গে প্রোটিয়া ব্যাটারের জুটিতেই ম্যাচ ফসকে যায় দিল্লির হাত থেকে । 16 বলে ঝোড়ো 31 রান এল 'কিলার' মিলারের ব্যাট থেকে ।

আরও পড়ুন: প্র্যাকটিসে অনুপস্থিত কোহলি, সিএবির ঘুম কাড়ছে মৌমাছির ঝাঁক

এদিন পাঁচ বাঙালির লড়াইয়ে চোখ রেখেছিল বঙ্গের ক্রিকেটপ্রেমীরা । যদিও কেউই বিশেষ কিছু করতে পারেননি । দিল্লির হয়ে মাঠে নেমেছিলেন অভিষেক পোড়েল ও মুকেশ কুমার । ডাগ-আউটে বসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । ক্যাপিটালসের মেন্টরের ভূমিকা পালন করেছেন মহারাজ । যদিও শেষ হাসি হাসলেন গুজরাতের মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহাই । শুরুতেই শামির দুরন্ত সুইং, 38-এর পাপালির শরীর শূন্যে ছুড়ে কিছু অনবদ্য প্রচেষ্টা গুজরাতের জয়ের উজ্জ্বলতা যেন আরও কয়েকগুন বাড়িয়ে দিল ।

আরও পড়ুন: টলিপাড়ায় আইপিএল ম্যানিয়া! কী বলছেন সৌরভ, বনি ও অন্যরা

Last Updated : Apr 5, 2023, 12:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.