ETV Bharat / sports

Sourav Ganguly in IPL: আইপিএলে ফের 'সৌরভ' ছড়াবেন মহারাজ - দিল্লি ক্যাপিটালস

আগেও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly set to join Delhi Capitals)৷ দলের ব্যাটিং মেন্টর পদে আসীন ছিলেন ৷ এবার গত অক্টোবরে বোর্ড প্রধানের পদ থেকে অব্যাহতি নেওয়ার পর ফের পুরনো জার্সিতে ফিরছেন 'প্রিন্স অফ ক্যালকাটা' (Sourav Ganguly set to join Delhi Capitals as Director of Cricket) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 3, 2023, 3:30 PM IST

Updated : Jan 3, 2023, 4:29 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর: ফের আইপিএল গ্রহে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly set to join Delhi Capitals) ৷ এবার দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট পদে দেখা যাবে দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে ৷ আগেও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ দলের ব্যাটিং মেন্টর পদে আসীন ছিলেন (Sourav Ganguly set to join Delhi Capitals as Director of Cricket) ৷ এবার গত অক্টোবরে বোর্ড প্রধানের পদ থেকে অব্যাহতি নেওয়ার পর ফের পুরনো জার্সিতে ফিরছেন 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷

দিল্লি ক্যাপিটালসে যুক্ত হলে একই সঙ্গে তাদের আইএলটি-20 এর দল দুবাই ক্যাপিটালস এবং দক্ষিণ আফ্রিকা টি-20 লিগের দল প্রোটিয়া ক্যাপিটালসের হয়েও কাজ করবেন মহারাজ ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক দিল্লি ক্যাপিটালস কর্তা সংবাদ সংস্থাকে বলেন, "সৌরভ আগেও এই ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করেছে ৷ ওর সঙ্গে দলের বাকি সদস্যদের যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে ৷ প্রত্যেকের পারস্পারিক বোঝাপড়াও ভালো ৷ ফলে যদি সৌরভ আইপিএলে আসত, তাহলে সেই দলটা দিল্লিই হত ৷"

কলকাতা, 3 ডিসেম্বর: ফের আইপিএল গ্রহে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly set to join Delhi Capitals) ৷ এবার দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট পদে দেখা যাবে দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে ৷ আগেও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ দলের ব্যাটিং মেন্টর পদে আসীন ছিলেন (Sourav Ganguly set to join Delhi Capitals as Director of Cricket) ৷ এবার গত অক্টোবরে বোর্ড প্রধানের পদ থেকে অব্যাহতি নেওয়ার পর ফের পুরনো জার্সিতে ফিরছেন 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷

দিল্লি ক্যাপিটালসে যুক্ত হলে একই সঙ্গে তাদের আইএলটি-20 এর দল দুবাই ক্যাপিটালস এবং দক্ষিণ আফ্রিকা টি-20 লিগের দল প্রোটিয়া ক্যাপিটালসের হয়েও কাজ করবেন মহারাজ ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক দিল্লি ক্যাপিটালস কর্তা সংবাদ সংস্থাকে বলেন, "সৌরভ আগেও এই ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করেছে ৷ ওর সঙ্গে দলের বাকি সদস্যদের যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে ৷ প্রত্যেকের পারস্পারিক বোঝাপড়াও ভালো ৷ ফলে যদি সৌরভ আইপিএলে আসত, তাহলে সেই দলটা দিল্লিই হত ৷"

আরও পড়ুন: চোটমুক্ত বুমরা ! শ্রীলঙ্কা সিরিজে প্রত্যাবর্তন দলের বোলিং অস্ত্রের

Last Updated : Jan 3, 2023, 4:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.