ETV Bharat / sports

East Bengal: ইডেনে মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকরাও হেনস্থার শিকার, সোশালে ভাইরাল ভিডিয়ো - ইস্টবেঙ্গল সমর্থক

শনিবার কেকেআর-লখনউ ম্যাচে ইডেনে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল মোহনবাগান সমর্থকদের ৷ তবে এবার সামনে এল সেদিনের ম্যাচের আরেকটি দৃশ্য ৷ সেখানে দেখা গিয়েছে এক ইস্টবেঙ্গল সমর্থককেও প্রবেশে বাধা দেওয়া হচ্ছে ৷ সেই সঙ্গে জার্সির স্পনসরের ওপর ব্ল্যাকটেপ দিয়ে ঢেকে দেন এক টিকিট পরীক্ষক ৷

East Bengal
মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকরাও হেনস্থার শিকার
author img

By

Published : May 22, 2023, 6:18 PM IST

মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকরাও হেনস্থার শিকার

কলকাতা, 22 মে: শুধু মোহনবাগান সুপার জায়ান্টস সমর্থকরাই নন, ইডেনে লাল-হলুদ সমর্থকদের প্রবেশের ক্ষেত্রেও বাধার সামনে পড়তে হয়। কলকাতা নাইট রাইডার্সকে সমর্থনের উদ্দেশ্য নিয়ে এবং ক্রিকেট দেখার জন্য শনিবার ইডেনে ভিড় করেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরাও। পরনে ছিল লাল-হলুদ জার্সি। কিন্তু গেটে তাঁদের বাধার সম্মুখীন হতে হয়। টিকিট পরীক্ষক জানিয়ে দেন অন্য ক্লাব বা ফুটবল ক্লাবের জার্সি পড়ে প্রবেশ করার অনুমতি নেই। এমনকী কলকাতা নাইট রাইডার্সের স্পনসর বাদে অন্য কোনও স্পনসর রয়েছে এমন জার্সি পড়ে প্রবেশ করা যাবে না। এমনই এক ভিডিয়ো সামনে এল এবার ৷

ইস্টবেঙ্গলের বর্তমান লগ্নিকারী সংস্থা ইমামির লোগো লাগানো জার্সি পরে লাল-হলুদ সমর্থকটি ইডেনে ঢুকতে গিয়েছিলেন। টিকিট পরীক্ষকের বাধার প্রত্যুত্তরে লাল-হলুদ সমর্থকটি বলেন এমন অভিজ্ঞতা প্রথম হচ্ছে। টিকিটে এই ধরনের কোনও নির্দেশিকা নেই। অন্য কোনও উপায় না-দেখে লাল-হলুদ সমর্থকটি প্রবেশের অনুমতি পাওয়ায় কী করতে হবে তা জানতে চান। টিকিট পরীক্ষকটি সেই সময় কেকেআরের জার্সি এগিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেটা পড়তে অস্বীকার করেন লাল-হলুদ ওই সমর্থক। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের ইনভেস্টরের নাম এবং জার্সির স্পনসরের ওপর ব্ল্যাকটেপ দিয়ে ঢেকে দেন টিকিট পরীক্ষক।

তবে লাল-হলুদ সমর্থকটি ইস্টবেঙ্গলের লোগোর ওপর ব্ল্যাকটেপ লাগাতে দেননি। এরপর অনুমতি মিললেও ওই সমর্থকটি সামাজিক মাধ্যমে সরব হন। তাঁকে সমর্থন করেন মোহনবাগান সুপার জায়ান্টসের এক সমর্থক। ইডেনে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের খেলা দেখতে গিয়ে সাময়িক বাধার সম্মুখীন হয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টস সমর্থকরা। যার প্রতিবাদ সরকারিভাবে করেছে মোহনবাগান। এবার সামনে এল শনিবারের ম্যাচে লাল-হলুদ সমর্থকদের হেনস্তার একটি ভিডিয়ো। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

আরও পড়ুন: মোহনবাগানের ভাবাবেগ অসম্মানিত ! নাইটদের বিরুদ্ধে বিস্ফোরক সবুজ-মেরুন সচিব

মোহনবাগান ইতিমধ্যে এই ঘটনার জন্য নাইট কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কারণ ম্যাচের আয়োজক নাইট কর্তৃপক্ষ। কলকাতার দুই প্রধানের সমর্থকরা ইডেনে অসম্মানিত। এবার ফিরছি নিজের বাড়ি কলকাতায় এই স্লোগান লিখে চলতি আইপিএলে যাত্রা শুরু করেছিল নাইটরা। প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে কেকেআর। রিঙ্কু সিংয়ের সাড়া জাগানো পারফরম্যান্স ছাড়া বাকি প্রাপ্তি শূন্য। সেখানে বাড়তি সংযোজন বিতর্ক।

মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকরাও হেনস্থার শিকার

কলকাতা, 22 মে: শুধু মোহনবাগান সুপার জায়ান্টস সমর্থকরাই নন, ইডেনে লাল-হলুদ সমর্থকদের প্রবেশের ক্ষেত্রেও বাধার সামনে পড়তে হয়। কলকাতা নাইট রাইডার্সকে সমর্থনের উদ্দেশ্য নিয়ে এবং ক্রিকেট দেখার জন্য শনিবার ইডেনে ভিড় করেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরাও। পরনে ছিল লাল-হলুদ জার্সি। কিন্তু গেটে তাঁদের বাধার সম্মুখীন হতে হয়। টিকিট পরীক্ষক জানিয়ে দেন অন্য ক্লাব বা ফুটবল ক্লাবের জার্সি পড়ে প্রবেশ করার অনুমতি নেই। এমনকী কলকাতা নাইট রাইডার্সের স্পনসর বাদে অন্য কোনও স্পনসর রয়েছে এমন জার্সি পড়ে প্রবেশ করা যাবে না। এমনই এক ভিডিয়ো সামনে এল এবার ৷

ইস্টবেঙ্গলের বর্তমান লগ্নিকারী সংস্থা ইমামির লোগো লাগানো জার্সি পরে লাল-হলুদ সমর্থকটি ইডেনে ঢুকতে গিয়েছিলেন। টিকিট পরীক্ষকের বাধার প্রত্যুত্তরে লাল-হলুদ সমর্থকটি বলেন এমন অভিজ্ঞতা প্রথম হচ্ছে। টিকিটে এই ধরনের কোনও নির্দেশিকা নেই। অন্য কোনও উপায় না-দেখে লাল-হলুদ সমর্থকটি প্রবেশের অনুমতি পাওয়ায় কী করতে হবে তা জানতে চান। টিকিট পরীক্ষকটি সেই সময় কেকেআরের জার্সি এগিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেটা পড়তে অস্বীকার করেন লাল-হলুদ ওই সমর্থক। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের ইনভেস্টরের নাম এবং জার্সির স্পনসরের ওপর ব্ল্যাকটেপ দিয়ে ঢেকে দেন টিকিট পরীক্ষক।

তবে লাল-হলুদ সমর্থকটি ইস্টবেঙ্গলের লোগোর ওপর ব্ল্যাকটেপ লাগাতে দেননি। এরপর অনুমতি মিললেও ওই সমর্থকটি সামাজিক মাধ্যমে সরব হন। তাঁকে সমর্থন করেন মোহনবাগান সুপার জায়ান্টসের এক সমর্থক। ইডেনে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের খেলা দেখতে গিয়ে সাময়িক বাধার সম্মুখীন হয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টস সমর্থকরা। যার প্রতিবাদ সরকারিভাবে করেছে মোহনবাগান। এবার সামনে এল শনিবারের ম্যাচে লাল-হলুদ সমর্থকদের হেনস্তার একটি ভিডিয়ো। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

আরও পড়ুন: মোহনবাগানের ভাবাবেগ অসম্মানিত ! নাইটদের বিরুদ্ধে বিস্ফোরক সবুজ-মেরুন সচিব

মোহনবাগান ইতিমধ্যে এই ঘটনার জন্য নাইট কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। কারণ ম্যাচের আয়োজক নাইট কর্তৃপক্ষ। কলকাতার দুই প্রধানের সমর্থকরা ইডেনে অসম্মানিত। এবার ফিরছি নিজের বাড়ি কলকাতায় এই স্লোগান লিখে চলতি আইপিএলে যাত্রা শুরু করেছিল নাইটরা। প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে কেকেআর। রিঙ্কু সিংয়ের সাড়া জাগানো পারফরম্যান্স ছাড়া বাকি প্রাপ্তি শূন্য। সেখানে বাড়তি সংযোজন বিতর্ক।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.