ETV Bharat / sports

IPL 2023: টাইটান্সকে 163 রানের টার্গেট দিল ক্যাপিটালস - টস জিতে বল করছে গুজরাত

ঘরের মাঠে বড় রান তুলতে ব্যর্থ দিল্লি ক্যাপিটালস । মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের সামনে 163 রানের লক্ষ্যমাত্র রাখল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছেলেরা ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 4, 2023, 7:22 PM IST

Updated : Apr 4, 2023, 9:35 PM IST

নয়াদিল্লি, 4 এপ্রিল: কোটলায় প্রথম ঘণ্টায় বল হাতে কেরামতি দেখালেন গুজরাত টাইটান্সের বোলাররা ৷ টস জিতে অধিনায়কের প্রথম বোলিংয়ের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন মহম্মদ শামি, জোস লিটলরা ৷ ইনিংসের পঞ্চম ওভারেই মাত্র 37 রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় দিল্লি ক্যাপিটালস ৷ সেখান থেকে সরফরাজ খান ও অক্ষর প্যাটেলের লড়াইয়ে দেড়শোর গণ্ডি টপকায় দিল্লি । টাইটাইন্সের সামনে জয়ের জন্য 163 রানের লক্ষ্যমাত্র রাখে ক্যাপিটালস ।

ঘরের মাঠে শুরু ভালো হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছেলেদের ৷ পৃথ্বী শ 5 বলে 7 এবং মিচেল মার্শ চার বলে চার রানে ডাগ-আউটে ফেরেন ৷ শামির দুরন্ত সুইংয়ের বিরুদ্ধে লড়াই করে দিল্লির ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার ৷ কিন্তু তিনিও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ৷ ব্যক্তিগত 37 রানে জোসেফের বলে বোল্ড হয়ে ডাগ-আউটে ফেরেন ওয়ার্নার ৷ রিলে রসোকে প্রথম বলেই ফিরিয়ে দিয়ে দিল্লিকে আরও ব্যাকফুটে ঠেলে দেন জোসেফ ৷ এরপর লড়াই চালান সরফরাজ খান ও বাংলার অভিষেক পোড়েল ৷ অভিষেক মাত্র 11 বলে দুটি ছক্কা-সহ 20 রান করে রশিদ খানের শিকার হন ৷ শেষ পর্যন্ত 12 ওভারে একশো রানের গণ্ডি টপকায় ক্যাপিটালস ।

শেষ পর্যন্ত সরফরজা ও অক্ষর প্যাটেলের লড়াইয়ে দেড়শোর গণ্ডি টপকায় দিল্লি । নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 162 রান তোলে ওয়ার্নারবিগ্রেড । সরফরাজ 30 এবং অক্ষর 22 বলে 36 রান করেন । শামি ও রশিদ তিনটি করে উইকেট নেন ।

প্রথম ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে বিরাট ব্যবধানে হারের পর অরুণ জেটলি স্টেডিয়ামে নামে দিল্লি । টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া । প্রথম ম্য়াচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস । সেই ম্যাচে 50 রানের বিরাট ব্যবধানে হেরে যায় তারা । অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স চলতি মরশুমে তাজ ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামে । প্রথম ম্যাচে টপ-অর্ডার ব্যর্থ হলেও চেন্নাইয়ের বিরুদ্ধে জয় এনে দিয়েছিল দলের মিডল অর্ডার ব্যাটাররা ।

কোটলায় এই ম্যাচ আসলে পাঁচ বাঙালির লড়াই ! দিল্লির হয়ে মাঠে নেমেছেন অভিষেক পোড়েল ও মুকেশ কুমার । অন্যদিকে গুজরাতের হয়ে খেলছেন মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা । আর দিল্লির ডাগ-আউটে বসে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । ক্যাপিটালসের মেন্টরের ভূমিকা পালন করেছেন মহারাজ । দুই স্টাম্পার ও পেসারের লড়াই দেখতে উৎসুক বঙ্গের ক্রিকেট অনুরাগীরাও ।

দিল্লি ক্যাপিটালস একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, সরফরাজ খান, রিলি রোসউ, আমান হাকিম খান, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, অনরিখ নরজে, মুকেশ কুমার

গুজরাত টাইটান্স একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, জোসুয়া লিটল, আলজারি জোসেফ, যশ ধুল, মহম্মদ শামি

আরও পড়ুন: রুতুরাজ-মইন যুগলবন্দি ! লখনউ 'বধ' করে চিপকে প্রত্যাবর্তন সিএসকে'র

নয়াদিল্লি, 4 এপ্রিল: কোটলায় প্রথম ঘণ্টায় বল হাতে কেরামতি দেখালেন গুজরাত টাইটান্সের বোলাররা ৷ টস জিতে অধিনায়কের প্রথম বোলিংয়ের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন মহম্মদ শামি, জোস লিটলরা ৷ ইনিংসের পঞ্চম ওভারেই মাত্র 37 রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় দিল্লি ক্যাপিটালস ৷ সেখান থেকে সরফরাজ খান ও অক্ষর প্যাটেলের লড়াইয়ে দেড়শোর গণ্ডি টপকায় দিল্লি । টাইটাইন্সের সামনে জয়ের জন্য 163 রানের লক্ষ্যমাত্র রাখে ক্যাপিটালস ।

ঘরের মাঠে শুরু ভালো হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছেলেদের ৷ পৃথ্বী শ 5 বলে 7 এবং মিচেল মার্শ চার বলে চার রানে ডাগ-আউটে ফেরেন ৷ শামির দুরন্ত সুইংয়ের বিরুদ্ধে লড়াই করে দিল্লির ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার ৷ কিন্তু তিনিও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ৷ ব্যক্তিগত 37 রানে জোসেফের বলে বোল্ড হয়ে ডাগ-আউটে ফেরেন ওয়ার্নার ৷ রিলে রসোকে প্রথম বলেই ফিরিয়ে দিয়ে দিল্লিকে আরও ব্যাকফুটে ঠেলে দেন জোসেফ ৷ এরপর লড়াই চালান সরফরাজ খান ও বাংলার অভিষেক পোড়েল ৷ অভিষেক মাত্র 11 বলে দুটি ছক্কা-সহ 20 রান করে রশিদ খানের শিকার হন ৷ শেষ পর্যন্ত 12 ওভারে একশো রানের গণ্ডি টপকায় ক্যাপিটালস ।

শেষ পর্যন্ত সরফরজা ও অক্ষর প্যাটেলের লড়াইয়ে দেড়শোর গণ্ডি টপকায় দিল্লি । নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 162 রান তোলে ওয়ার্নারবিগ্রেড । সরফরাজ 30 এবং অক্ষর 22 বলে 36 রান করেন । শামি ও রশিদ তিনটি করে উইকেট নেন ।

প্রথম ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে বিরাট ব্যবধানে হারের পর অরুণ জেটলি স্টেডিয়ামে নামে দিল্লি । টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া । প্রথম ম্য়াচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস । সেই ম্যাচে 50 রানের বিরাট ব্যবধানে হেরে যায় তারা । অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স চলতি মরশুমে তাজ ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামে । প্রথম ম্যাচে টপ-অর্ডার ব্যর্থ হলেও চেন্নাইয়ের বিরুদ্ধে জয় এনে দিয়েছিল দলের মিডল অর্ডার ব্যাটাররা ।

কোটলায় এই ম্যাচ আসলে পাঁচ বাঙালির লড়াই ! দিল্লির হয়ে মাঠে নেমেছেন অভিষেক পোড়েল ও মুকেশ কুমার । অন্যদিকে গুজরাতের হয়ে খেলছেন মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা । আর দিল্লির ডাগ-আউটে বসে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । ক্যাপিটালসের মেন্টরের ভূমিকা পালন করেছেন মহারাজ । দুই স্টাম্পার ও পেসারের লড়াই দেখতে উৎসুক বঙ্গের ক্রিকেট অনুরাগীরাও ।

দিল্লি ক্যাপিটালস একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, সরফরাজ খান, রিলি রোসউ, আমান হাকিম খান, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, অনরিখ নরজে, মুকেশ কুমার

গুজরাত টাইটান্স একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, জোসুয়া লিটল, আলজারি জোসেফ, যশ ধুল, মহম্মদ শামি

আরও পড়ুন: রুতুরাজ-মইন যুগলবন্দি ! লখনউ 'বধ' করে চিপকে প্রত্যাবর্তন সিএসকে'র

Last Updated : Apr 4, 2023, 9:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.