ETV Bharat / sports

MS Dhoni Net Practice: হাতে সময় কম! আইপিএল-এর প্রস্তুতিতে নেমে পড়লেন ধোনি - 2023 আইপিএল

আইপিএল-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস ৷ দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়লেন মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni Net Practice) ৷ 3 বছর পর ফের চেন্নাইয়ে ঘরের মাঠে আইপিএল খেলতে নামবে সিএসকে ৷

MS Dhoni Net Practice
MS Dhoni Net Practice
author img

By

Published : Mar 5, 2023, 10:55 AM IST

কলকাতা, 5 মার্চ: আইপিএল-এর প্রস্তুতিতে নেমে পড়লেন মহেন্দ্র সিং ধোনি ৷ এ বছরের আইপিএলের প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে সিএসকে ৷ সেখানে দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে যোগ দিয়েছেন মাহিও (Mahendra Singh Dhoni Pad-up for Preparing IPL) ৷ চেন্নাই সুপার কিংসের সোশাল মিডিয়া পেজে সেই ছবি ও ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ প্রথম দিনে নেটে নকিং করতে দেখা গিয়েছে দেশকে দুটো বিশ্বকাপ দেওয়া অধিনায়ককে ।

উল্লেখ্য, 2019 সালের বিশ্বকাপের সেমি-ফাইনালের পর দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন মাহি ৷ এরপর একটি সোশাল মিডিয়া পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন ৷ তবে আইপিএল-এ খেলোর কথা তখনই জানান ৷ সেই মতো 2020 সাল থেকে শুধুমাত্র আইপিএল খেলছেন ৷ তাই তাঁর অনুরাগীরা প্রতিবছর এই টুর্নামেন্টের জন্য অপেক্ষা করে থাকেন ৷ গতবছর ধোনি জানান, যতদিন ফিট রয়েছেন ততদিন আইপিএল খেলবেন ৷

2008 সাল থেকে এখনও পর্যন্ত ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস চারবার আইপিএল খেতাব জিতেছে ৷ কিন্তু, গত মরশুমে আইপিএল-এর শুরুতে ধোনি সিএসকে-এর অধিনায়কত্বের দায়িত্ব রবীন্দ্র জাদেজাকে তুলে দেন ৷ তবে, জাদেজা সেই গুরুদায়িত্ব পালনে ব্যর্থ হন ৷ জাদেজার নেতৃত্বে চেন্নাই একের পর এক ম্যাচ হারতে থাকে ৷ অধিনায়কত্বের চাপ রবীন্দ্র জাদেজার খেলাতেও প্রভাব ফেলে ৷ ফলে মরশুমের মাঝখান থেকে ধোনিকেই অধিনায়কত্বের ব্যাটন ফের নিজের হাতে তুলে নিতে হয় ৷

আগামী 31 মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল-16 ৷ প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংস গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটন্সের মুখোমুখি হবে ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ম্যাচ হবে ৷ উল্লেখ্য, 2019 সালের পর ফের আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের ঘরের মাঠে লিগ পর্যায়ের ম্যাচগুলি খেলবে ৷ করোনার কারণে 2020 সালে পুরো টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে হয় ৷

আরও পড়ুন: হরমনপ্রীতের হাফ-সেঞ্চুরিতে উদ্বোধনী ম্যাচেই দু'শো পার মুম্বই ইন্ডিয়ান্সের

2021 সালে ভারতে বাছাই করা কয়েকটি মাঠে বায়ো-বাবল তৈরি করে আইপিএল শুরু হয় ৷ কিন্তু, টুর্নামেন্টের মাঝপথেই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে বন্ধ হয়ে যায় আইপিএল ৷ ফের অক্টোবরের শেষে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল এর প্লে-অফ-সহ বাকি ম্যাচগুলি খেলা হয় ৷ গতবারও মহারাষ্ট্রের তিনটি স্টেডিয়ামে বায়ো-বাবল তৈরি করে পুরো টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ৷ কেবল প্লে-অফের ম্যাচগুলি অন্য স্টেডিয়ামে হয় ৷ কোভিড পরবর্তী সময়ে দীর্ঘ দিন বাদে চেনা ছন্দে ফিরছে আইপিএল ৷

কলকাতা, 5 মার্চ: আইপিএল-এর প্রস্তুতিতে নেমে পড়লেন মহেন্দ্র সিং ধোনি ৷ এ বছরের আইপিএলের প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে সিএসকে ৷ সেখানে দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে যোগ দিয়েছেন মাহিও (Mahendra Singh Dhoni Pad-up for Preparing IPL) ৷ চেন্নাই সুপার কিংসের সোশাল মিডিয়া পেজে সেই ছবি ও ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ প্রথম দিনে নেটে নকিং করতে দেখা গিয়েছে দেশকে দুটো বিশ্বকাপ দেওয়া অধিনায়ককে ।

উল্লেখ্য, 2019 সালের বিশ্বকাপের সেমি-ফাইনালের পর দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন মাহি ৷ এরপর একটি সোশাল মিডিয়া পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন ৷ তবে আইপিএল-এ খেলোর কথা তখনই জানান ৷ সেই মতো 2020 সাল থেকে শুধুমাত্র আইপিএল খেলছেন ৷ তাই তাঁর অনুরাগীরা প্রতিবছর এই টুর্নামেন্টের জন্য অপেক্ষা করে থাকেন ৷ গতবছর ধোনি জানান, যতদিন ফিট রয়েছেন ততদিন আইপিএল খেলবেন ৷

2008 সাল থেকে এখনও পর্যন্ত ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস চারবার আইপিএল খেতাব জিতেছে ৷ কিন্তু, গত মরশুমে আইপিএল-এর শুরুতে ধোনি সিএসকে-এর অধিনায়কত্বের দায়িত্ব রবীন্দ্র জাদেজাকে তুলে দেন ৷ তবে, জাদেজা সেই গুরুদায়িত্ব পালনে ব্যর্থ হন ৷ জাদেজার নেতৃত্বে চেন্নাই একের পর এক ম্যাচ হারতে থাকে ৷ অধিনায়কত্বের চাপ রবীন্দ্র জাদেজার খেলাতেও প্রভাব ফেলে ৷ ফলে মরশুমের মাঝখান থেকে ধোনিকেই অধিনায়কত্বের ব্যাটন ফের নিজের হাতে তুলে নিতে হয় ৷

আগামী 31 মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল-16 ৷ প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংস গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটন্সের মুখোমুখি হবে ৷ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ম্যাচ হবে ৷ উল্লেখ্য, 2019 সালের পর ফের আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের ঘরের মাঠে লিগ পর্যায়ের ম্যাচগুলি খেলবে ৷ করোনার কারণে 2020 সালে পুরো টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে হয় ৷

আরও পড়ুন: হরমনপ্রীতের হাফ-সেঞ্চুরিতে উদ্বোধনী ম্যাচেই দু'শো পার মুম্বই ইন্ডিয়ান্সের

2021 সালে ভারতে বাছাই করা কয়েকটি মাঠে বায়ো-বাবল তৈরি করে আইপিএল শুরু হয় ৷ কিন্তু, টুর্নামেন্টের মাঝপথেই কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে বন্ধ হয়ে যায় আইপিএল ৷ ফের অক্টোবরের শেষে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল এর প্লে-অফ-সহ বাকি ম্যাচগুলি খেলা হয় ৷ গতবারও মহারাষ্ট্রের তিনটি স্টেডিয়ামে বায়ো-বাবল তৈরি করে পুরো টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ৷ কেবল প্লে-অফের ম্যাচগুলি অন্য স্টেডিয়ামে হয় ৷ কোভিড পরবর্তী সময়ে দীর্ঘ দিন বাদে চেনা ছন্দে ফিরছে আইপিএল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.