চেন্নাই, 6 মে: প্রথমে বোলাররা, পরে ব্যাটারদের একচ্ছত্র দাপটে ঘরের মাঠে অবশেষে জয় পেলে চেন্নাই সুপার কিংস ৷ ঘরের মাঠে শেষ 3 ম্যাচে হারের পর শনিবার মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএল ক্লাসিকোয় 6 উইকেটে হারাল মহেন্দ্র সিং ধোনির দল ৷ তাও আবার 14 বল বাকি থাকতে ৷ সেই সঙ্গে 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে উঠে এল সিএসকে ৷ প্রথম বোল করে মুম্বইকে 8 উইকেটে 139 রানে আটকে দেয় চেন্নাইয়ের বোলাররা ৷ 140 রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন রুতুরাজ এবং কনওয়ে ৷ ম্যাচের সেরা হয়েছেন মাথিসা পাথিরানা ৷
গত কয়েক ম্যাচে পুরনো ছন্দে দেখা না-গেলেও, আজ ফের চেনা ফর্মে দেখা গিয়েছে রুতুরাজ গায়কোয়াড় (16 বলে 30 রান)-কে ৷ তাঁর এবং কনওয়ের ব্যাটে ভর করে চেন্নাই পাওয়ার প্লে-তে 1 উইকেট হারিয়ে 55 রান তোলে ৷ দলের 46 রানের মাথায় রুতুরাজ আউট হলেও, মুম্বই ইন্ডিয়ান্সকে ততক্ষণে ম্যাচ থেকে অনেকটাই দূরে করে দিয়েছিলেন ৷ পাশাপাশি, দ্বিতীয় মরশুমেই আইপিএলs দুরন্ত ছন্দে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে (42 বলে 44 রান) ৷ আজ তিনি রক্ষণাত্মক ইনিংস খেললেও, তা সিএসকে-এর উলটোদিকের ব্যাটারদের ভরসা জুগিয়েছে ৷
মিডল ওভারে শিবম দুবে এই ম্যাচেও নজর কেড়েছেন ৷ 18 বলে 26 রানে অপরাজিত থাকলেন তিনি ৷ যে ইনিংসে 3টি বিশাল ছক্কা মেরেছেন শিবম ৷ অজিঙ্ক রাহানে 17 বলে 21 রান করে একটি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মেরে ৷ 12 রান করেছেন অম্বাতি রায়ডু ৷ 18 নম্বর ওভারের চতুর্থ বলে মহেন্দ্র সিং ধোনি স্কোয়ার লেগে সিংগল নিয়ে চেন্নাইকে ম্যাচ জেতান ৷ মুম্বইয়ের হয়ে স্পিনার পীযূষ চাওলা 2 উইকেট এবং ট্রিস্টান স্টাব ও আকাশ মাধওয়াল 1টি উইকেট নিয়েছেন ৷ স্পিনাররা ছাড়া কোনও বোলারই এ দিন রান আটকাতে বা উইকেট নিতে পারেননি ৷ সকলেই মোটের উপর রান দিয়েছেন পাওয়ার প্লে এবং মাঝের ওভারে ৷
আরও পড়ুন: একাধিকবার নিম্নমানের খাবার পরিবেশন, মুম্বইয়ের নামী হোটেলের পরিষেবা নিয়ে ক্ষুব্ধ ঝুলন
মুম্বই ইন্ডিয়ান্সের পরের ম্যাচে ওয়াংখেড়েতে 9 মে মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৷ আরসিবি এবং এমআই একে অপরের বিরুদ্ধে আইপিএল-এর প্রথম ম্যাচ খেলেছিল এ বছর ৷ আর চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে আগামী বুধবার 10 মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে ৷