ETV Bharat / sports

IPL 2023: ঘরের মাঠে ব্যাটে-বলে পারফর্ম্যান্স খোঁজে সিএসকে, লখনউয়ের চিন্তা ব্যাটিং - Mahendra Singh Dhoni

আইপিএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে সিএসকে এবং এলএসজি ৷ প্রথম ম্যাচ হেরে আজকে একাধিক প্রশ্নের জবাব খুঁজবেন ধোনি ৷ অন্যদিকে, প্রথম ম্যাচ জিতেও নিজের ফর্ম নিয়ে চিন্তায় লখনউয়ের অধিনায়ক কেএল রাহুল ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 3, 2023, 10:39 AM IST

Updated : Apr 3, 2023, 11:43 AM IST

চেন্নাই, 3 এপ্রিল: ঘরের মাঠে আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস ৷ তবে, খুব একটা সুবিধাজনক জায়গা থেকে এই ম্যাচ খেলতে নামছে না চেন্নাই ৷ তারা গুজরাত জায়েন্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরেছে ৷ তাই এই ম্যাচে একাধিক প্রশ্নের জবাব খুঁজতে হবে সিএসকে ৷ অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের সমস্যা খোদ অধিনায়ক কেএল রাহুলের ফর্ম ৷ জাতীয় দলে রানের খরা আইপিএল এও জারি রয়েছে ৷ পাশাপাশি কার্ল মায়ার্স এবং নিকোলাস পুরান ছাড়া প্রথম ম্যাচে ব্যাট হাতে সেভাবে কেউ প্রভাবিত করতে পারেননি ৷

3 বছর পর ঘরের মাঠের দর্শকদের সামনে সোমবার খেলতে নামছে চেন্নাই সুপার কিংস ৷ প্রথম ম্যাচ হারার পর আজ জয়ের পথে ফিরতে মরিয়া ধোনি ব্রিগেড ৷ কিন্তু, চেন্নাইয়ের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাঁদের অনভিজ্ঞ বোলিং বিভাগ ৷ প্রথম ম্যাচে তুষার দেশপান্ডে এবং রাজবর্ধন হাংগারগেকরকে খেলিয়েছিল চেন্নাই ম্যানেজমেন্ট ৷ হাংগারগেকর কিছুটা প্রভাবিত করতে পারলেও, তুষার দেশপান্ডে পুরোপুরি ব্যর্থ ৷ তার উপর অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা এবং মিচল স্যান্টনাররা উইকেট তুলতে পারেননি ৷ ফলে স্কোর বোর্ডে রান থাকলেও, সেই রান ডিফেন্ড করতে সমস্যায় পড়ছে চেন্নাই ৷

প্রথম ম্যাচে ব্যাটিংয়েও সেভাবে প্রভাবিত করতে পারেননি সিএসকে ব্যাটাররা ৷ একমাত্র রুতরাজ গায়কোয়াড়ক 90 রানের ইনিংস খেলেন ৷ তার বাইরে ডেভন কনওয়ে, মঈন আলি এবং বেন স্টোকসের মতো বিদেশি ক্রিকেটাররা ব্যর্থ হয়েছেন ৷ যা খুব বেশি করে চেন্নাইয়ের বিপক্ষ গিয়েছে ৷ এমনকী অম্বাতি রায়ডু এবং শিবম দুবেও সফল নন ৷ সব মিলিয়ে ব্যাটে-বলে দু’ক্ষেত্রেই আজ বড় পরীক্ষা চেন্নাই সুপার কিংসের ৷

আরও পড়ুন: ব্যর্থ তিলকের ইনিংস, 'বিরাট' জয়ে আইপিএল জার্নি শুরু আরসিবির

লখনউ সুপার জায়েন্টসের পক্ষে ইতিবাচক দিক তাঁদের বোলিং বিভাগ ৷ আবেশ খান, মার্ক উড এবং রবি বিষ্ণই- তিন বোলারের ফর্ম লখনউ শিবিরকে স্বতি দেবে ৷ বিশেষত, মার্ক উডের পেস বোলিং আস্থা জোগাবে ৷ প্রথম ম্যাচে দিল্লির শক্তশালী ব্যাটিং লাইনআপকে কার্যত একার হাতে ধুলিসাৎ করেছেন মার্ক উড ৷ যা কে এল রাহুল এবং গৌতম গম্ভীরকে স্বতি দেবে ৷ তবে, লখনউয়ের ব্যাটিং কিছুটা চিন্তায় রাখবে তাদের ৷ মিলিত পারফর্ম্যান্স প্রথম ম্যাচে 193 রান উঠলেও, দাঁড়িয়ে থেকে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ কোনও ব্যাটারের মধ্যেই ছিল না ৷ চেন্নাইয়ে বিরুদ্ধে যা লখনউয়ের সবচেয়ে বড় দুর্বল দিক হিসেবে উঠে আসতে পারে ৷ বিশেষত, মহেন্দ্র সিং ধোনির সামনে তো বটেই ৷

চেন্নাই, 3 এপ্রিল: ঘরের মাঠে আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস ৷ তবে, খুব একটা সুবিধাজনক জায়গা থেকে এই ম্যাচ খেলতে নামছে না চেন্নাই ৷ তারা গুজরাত জায়েন্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরেছে ৷ তাই এই ম্যাচে একাধিক প্রশ্নের জবাব খুঁজতে হবে সিএসকে ৷ অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের সমস্যা খোদ অধিনায়ক কেএল রাহুলের ফর্ম ৷ জাতীয় দলে রানের খরা আইপিএল এও জারি রয়েছে ৷ পাশাপাশি কার্ল মায়ার্স এবং নিকোলাস পুরান ছাড়া প্রথম ম্যাচে ব্যাট হাতে সেভাবে কেউ প্রভাবিত করতে পারেননি ৷

3 বছর পর ঘরের মাঠের দর্শকদের সামনে সোমবার খেলতে নামছে চেন্নাই সুপার কিংস ৷ প্রথম ম্যাচ হারার পর আজ জয়ের পথে ফিরতে মরিয়া ধোনি ব্রিগেড ৷ কিন্তু, চেন্নাইয়ের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাঁদের অনভিজ্ঞ বোলিং বিভাগ ৷ প্রথম ম্যাচে তুষার দেশপান্ডে এবং রাজবর্ধন হাংগারগেকরকে খেলিয়েছিল চেন্নাই ম্যানেজমেন্ট ৷ হাংগারগেকর কিছুটা প্রভাবিত করতে পারলেও, তুষার দেশপান্ডে পুরোপুরি ব্যর্থ ৷ তার উপর অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা এবং মিচল স্যান্টনাররা উইকেট তুলতে পারেননি ৷ ফলে স্কোর বোর্ডে রান থাকলেও, সেই রান ডিফেন্ড করতে সমস্যায় পড়ছে চেন্নাই ৷

প্রথম ম্যাচে ব্যাটিংয়েও সেভাবে প্রভাবিত করতে পারেননি সিএসকে ব্যাটাররা ৷ একমাত্র রুতরাজ গায়কোয়াড়ক 90 রানের ইনিংস খেলেন ৷ তার বাইরে ডেভন কনওয়ে, মঈন আলি এবং বেন স্টোকসের মতো বিদেশি ক্রিকেটাররা ব্যর্থ হয়েছেন ৷ যা খুব বেশি করে চেন্নাইয়ের বিপক্ষ গিয়েছে ৷ এমনকী অম্বাতি রায়ডু এবং শিবম দুবেও সফল নন ৷ সব মিলিয়ে ব্যাটে-বলে দু’ক্ষেত্রেই আজ বড় পরীক্ষা চেন্নাই সুপার কিংসের ৷

আরও পড়ুন: ব্যর্থ তিলকের ইনিংস, 'বিরাট' জয়ে আইপিএল জার্নি শুরু আরসিবির

লখনউ সুপার জায়েন্টসের পক্ষে ইতিবাচক দিক তাঁদের বোলিং বিভাগ ৷ আবেশ খান, মার্ক উড এবং রবি বিষ্ণই- তিন বোলারের ফর্ম লখনউ শিবিরকে স্বতি দেবে ৷ বিশেষত, মার্ক উডের পেস বোলিং আস্থা জোগাবে ৷ প্রথম ম্যাচে দিল্লির শক্তশালী ব্যাটিং লাইনআপকে কার্যত একার হাতে ধুলিসাৎ করেছেন মার্ক উড ৷ যা কে এল রাহুল এবং গৌতম গম্ভীরকে স্বতি দেবে ৷ তবে, লখনউয়ের ব্যাটিং কিছুটা চিন্তায় রাখবে তাদের ৷ মিলিত পারফর্ম্যান্স প্রথম ম্যাচে 193 রান উঠলেও, দাঁড়িয়ে থেকে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ কোনও ব্যাটারের মধ্যেই ছিল না ৷ চেন্নাইয়ে বিরুদ্ধে যা লখনউয়ের সবচেয়ে বড় দুর্বল দিক হিসেবে উঠে আসতে পারে ৷ বিশেষত, মহেন্দ্র সিং ধোনির সামনে তো বটেই ৷

Last Updated : Apr 3, 2023, 11:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.