ETV Bharat / sports

IPL 2023: অনবদ্য সিএসকে, দুরন্ত পারফরম্যান্সে আইপিএল ফাইনালে 'ইয়েলো আর্মি' - চেন্নাই সুপার কিংস

15 রানে গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস । হার্দিকদের হারিয়ে মোতেরার টিকিট কনফার্ম করল ধোনি অ্যান্ড কোং ।

IPL 2023
দুরন্ত পারফরম্যান্সে আইপিএল ফাইনালে 'ইয়েলো আর্মি'
author img

By

Published : May 24, 2023, 1:21 AM IST

চেন্নাই, 24 মে: ঘরের মাঠে মেগা ম্যাচ । প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত জায়ান্টস । যেই টিমে আবার রয়েছেন তরুণ তুর্কি শুভমন গিল । পরপর দু'ম্যাচে শতরান করে টিমের পালে যিনি জোর হাওয়া দিয়েছেন । কঠিন ম্যাচে হলুদ জার্সিতে ছেঁয়ে গিয়েছিল স্টেডিয়াম । সেই সুবিধাটাই এদিন পুরোদমে নিল 'ধোনি অ্যান্ড কোং' । 15 রানে হার্দিকদের হারিয়ে মোতেরার টিকিট কনফার্ম করল চেন্নাই সুপার কিংস ।

প্রথমে ব্যাট করতে নেমে গুজরাতকে 173 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ইয়েলো আর্মি । নিজেদের দিনে শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার সম্বলিত ব্যাটিং লাইন-আপের কাছে যা কেবল সংখ্যামাত্র । এদিন সেই লাইন-আপেই কার্যত ধস নামল । রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন ঋদ্ধিমান সাহা । 11 বলে পাপালির সংগ্রহ 12 রান । ব্যক্তিগত 8 রানে ক্রিজ ছাড়েন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও । বড় রান করতে পারেননি চার নম্বরে নামা দাসুন সানাকা । 16 বলে 17 করে ডাগ-আউটে ফেরেন লঙ্কার ব্যাটার । এদিন ব্যর্থ ডেভিড মিলারও । ব্যক্তিগত 4 রানেই ক্রিজ ছাড়েন প্রোটিয়া ব্যাটার । ফলে মিডল অর্ডারে ধস নামায় ম্যাচ কার্যত অসম্ভব হয়ে যায় গুজরাতের কাছে ।

শেষ পর্যন্ত একা কুম্ভ রক্ষা করার চেষ্টা চালিয়ে গেলেন সেই শুভমন গিলই । ম্যাচ জিততে না-পারলেও পঞ্জাব তনয়ের চওড়া ব্যাটে এদিন এসেছে 38 বলে 42 রানের ইনিংস । 1টি চার ও 4টি ছয় সম্বলিত ওই ইনিংস ম্যাচ পকেটে পুরতে না-পারলেও প্রশংসার যোগ্য । মিডল অর্ডারের ব্যর্থতাতেও যদিও একসময় রশিদ খানকে সঙ্গে নিয়ে পালটা লড়াই চালিয়েছিলেন গিল । 16 বলে 30 রানের ইনিংস খেলেন রশিদ । ভয়ংকর হয়ে ওঠা আফগান অলরাউন্ডারকে ঠিক সময় তুষার দেশপাণ্ডে না-ফেরালে ম্যাচের ফল অন্যও হতে পারত । ধোনির আবিষ্কারের হাতেই এদিন ম্যাচ বের করে আনল সিএসকে । দু'টি করে উইকেট নিয়েছেন দীপক চাহার, মাহিশ থিকসানা, রবীন্দ্র জাদেজা ও মাথিসা পাথিরানা ।

আরও পড়ুন: ভারতীয় দলের নয়া কিট স্পনসর অ্যাডিডাস, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই নতুন জার্সিতে রোহিতরা

এই ম্যাচ জিতে সরাসরি মোতেরায় ফাইনালে চলে গেল চেন্নাই । এলিমিনেটরে বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস । সেই ম্যাচের বিজয়ীর সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গুজরাত ।

চেন্নাই, 24 মে: ঘরের মাঠে মেগা ম্যাচ । প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত জায়ান্টস । যেই টিমে আবার রয়েছেন তরুণ তুর্কি শুভমন গিল । পরপর দু'ম্যাচে শতরান করে টিমের পালে যিনি জোর হাওয়া দিয়েছেন । কঠিন ম্যাচে হলুদ জার্সিতে ছেঁয়ে গিয়েছিল স্টেডিয়াম । সেই সুবিধাটাই এদিন পুরোদমে নিল 'ধোনি অ্যান্ড কোং' । 15 রানে হার্দিকদের হারিয়ে মোতেরার টিকিট কনফার্ম করল চেন্নাই সুপার কিংস ।

প্রথমে ব্যাট করতে নেমে গুজরাতকে 173 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ইয়েলো আর্মি । নিজেদের দিনে শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার সম্বলিত ব্যাটিং লাইন-আপের কাছে যা কেবল সংখ্যামাত্র । এদিন সেই লাইন-আপেই কার্যত ধস নামল । রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন ঋদ্ধিমান সাহা । 11 বলে পাপালির সংগ্রহ 12 রান । ব্যক্তিগত 8 রানে ক্রিজ ছাড়েন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও । বড় রান করতে পারেননি চার নম্বরে নামা দাসুন সানাকা । 16 বলে 17 করে ডাগ-আউটে ফেরেন লঙ্কার ব্যাটার । এদিন ব্যর্থ ডেভিড মিলারও । ব্যক্তিগত 4 রানেই ক্রিজ ছাড়েন প্রোটিয়া ব্যাটার । ফলে মিডল অর্ডারে ধস নামায় ম্যাচ কার্যত অসম্ভব হয়ে যায় গুজরাতের কাছে ।

শেষ পর্যন্ত একা কুম্ভ রক্ষা করার চেষ্টা চালিয়ে গেলেন সেই শুভমন গিলই । ম্যাচ জিততে না-পারলেও পঞ্জাব তনয়ের চওড়া ব্যাটে এদিন এসেছে 38 বলে 42 রানের ইনিংস । 1টি চার ও 4টি ছয় সম্বলিত ওই ইনিংস ম্যাচ পকেটে পুরতে না-পারলেও প্রশংসার যোগ্য । মিডল অর্ডারের ব্যর্থতাতেও যদিও একসময় রশিদ খানকে সঙ্গে নিয়ে পালটা লড়াই চালিয়েছিলেন গিল । 16 বলে 30 রানের ইনিংস খেলেন রশিদ । ভয়ংকর হয়ে ওঠা আফগান অলরাউন্ডারকে ঠিক সময় তুষার দেশপাণ্ডে না-ফেরালে ম্যাচের ফল অন্যও হতে পারত । ধোনির আবিষ্কারের হাতেই এদিন ম্যাচ বের করে আনল সিএসকে । দু'টি করে উইকেট নিয়েছেন দীপক চাহার, মাহিশ থিকসানা, রবীন্দ্র জাদেজা ও মাথিসা পাথিরানা ।

আরও পড়ুন: ভারতীয় দলের নয়া কিট স্পনসর অ্যাডিডাস, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই নতুন জার্সিতে রোহিতরা

এই ম্যাচ জিতে সরাসরি মোতেরায় ফাইনালে চলে গেল চেন্নাই । এলিমিনেটরে বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস । সেই ম্যাচের বিজয়ীর সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গুজরাত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.