মুম্বই, 8 এপ্রিল: নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 157 রান তোলে মুম্বই ৷ 3 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল চেন্নাই সুপার কিংস । ব্যাট হাতে দুরন্ত খেললেন অজিঙ্ক রাহানে । ডেভিড কনওয়ে শূন্য রানে ফেরার পর 34 বছরের তরুণের ব্যাট থেকে এল 27 বলে 61 রানের বিস্ফোরক ইনিংস । যা ইয়েলো আর্মির জয়ের ভিত গড়ে দিল ।
রাহানেকে যোগ্য সঙ্গত করলেন রুতুরাজ গায়কোয়াড় । প্রয়োজনমত গিয়ার চেঞ্জ করে দলকে পৌঁছে দিলেন জয়ের দোরগোড়ায় । ফলে রাহানে ডাগ-আউটে ফিরলেও ম্যাচ শেষ করলেন দলের নির্ভরযোগ্য ওপেনার । রুতুরাজের ব্যাটে এল 36 বলে 40 রান । মাঝে শিবম দুবের 26 বলে 28, শেষ পাতে অম্বাতি রায়াডুর 16 বলে 20 রানের সুবাদে ডেরায় ঢুকে পাঁচবারের চ্যাম্পিয়নকে হেলায় হারাল 'ধোনি অ্যান্ড কোং' ।
মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা ভালো হলেও রবীন্দ্র জাদেজা আসতেই স্পিনে নাস্তানাবুদ মুম্বই ব্যাটাররা ৷ মাত্র 20 রানে 3টি উইকেট তুলে নেন জাড্ডু ৷ দারুণ বোলিং করেন মিচেল সান্টনার ৷ চার ওভারে 28 রান দিয়ে 2টি উইকেট নেন তিনি ৷ যার ফলে মাত্র 157 রানেই গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংস ।
-
6⃣1⃣ runs
— IndianPremierLeague (@IPL) April 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
2⃣7⃣ balls
7⃣ fours
3⃣ sixes@ajinkyarahane88 entertained the Mumbai crowd tonight with his classy knock ✨
WATCH his innings here 🎥🔽 #TATAIPL | #MIvCSKhttps://t.co/zQ1ZMrlqRQ
">6⃣1⃣ runs
— IndianPremierLeague (@IPL) April 8, 2023
2⃣7⃣ balls
7⃣ fours
3⃣ sixes@ajinkyarahane88 entertained the Mumbai crowd tonight with his classy knock ✨
WATCH his innings here 🎥🔽 #TATAIPL | #MIvCSKhttps://t.co/zQ1ZMrlqRQ6⃣1⃣ runs
— IndianPremierLeague (@IPL) April 8, 2023
2⃣7⃣ balls
7⃣ fours
3⃣ sixes@ajinkyarahane88 entertained the Mumbai crowd tonight with his classy knock ✨
WATCH his innings here 🎥🔽 #TATAIPL | #MIvCSKhttps://t.co/zQ1ZMrlqRQ
ইন্ডিয়ান প্রিমিয়র লিগের দ্বাদশ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস । প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে বড় ব্যবধানে হেরেছিল টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল । এই নিয়ে টানা 11 বার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে মুম্বই । ফলে এদিন ভুল শুধরে নিতে মরিয়া ছিল 'রোহিত অ্যান্ড কোং' । যদিও ব্যাটে মিডল অর্ডারের ব্যর্থতা, ছন্নছাড়া বোলিংয়ে হোম ম্যাচেও হেরে বসল মার্ক বাউচারের ছেলেরা ।
আরও পড়ুন: রহস্য স্পিনারে আস্থা রেখে মোতেরায় জয়ের লক্ষ্যে নামছেন নাইটরা
অন্যদিকে প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরেছে সিএসকে । লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে ধোনিব্রিগেড । আরব সাগরের তীরে তৃতীয় ম্যাচও পকেটে পুরল চেন্নাই ।
আরও পড়ুন: গুয়াহাটিতে রয়্যালস রাজস্থানই, দ্বিতীয় ম্যাচে মাঠ মাতাল 'ঘরের ছেলে'রা