মুম্বই, 22 এপ্রিল : শেষরক্ষা হল না ৷ আবারও হারের মুখ দেখতে হল মরগ্যান বাহিনীকে ৷ রাসেল কামিন্স, কার্তিকের ঝোড়ো ব্যাটিংয়ের পরেও জয় এল না নাইট শিবিরে ৷ রুদ্ধশ্বাস ম্যাচ 18 রানে জিতে নিল চেন্নাই সুপার কিংস ৷ এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে চলে গেল চেন্নাই সুপার কিংস ৷
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ধোনিদের ব্যাট করতে পাঠান কলকাতার অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ সাকিবের পরিবর্তে গতকাল প্রথম একাদশে জায়গা করে নেন সুনীল নারিন ৷ কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে টস জিতলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় কমলেশ নাগরকোটি, প্য়াট ক্যামিন্স, সুনীল নারাইনরা ৷ ডু প্লেসি এবং রুতুরাজ গাইকোয়াড় ওপেনিং পার্টনারশিপে তোলেন 115 রান ৷ 42 বলে 64 রান করে বরুণ চক্রবর্তীর বলে ফেরেন গাইকোয়াড় ৷ এরপর মইন এবং ধোনির সঙ্গে পার্টনারশিপ গড়েন ফাফ ৷ 60 বলে 95 রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন ফাফ ৷ তাঁর ইনিংস সাজানো 9 টি চার এবং 4 টি ছয় দিয়ে ৷ পাশাপাশি 2 টি চার এবং 2 টি ছয় দিয়ে মোড়া মইন আলির 12 বলে 25 এবং মহেন্দ্র সিংহ ধোনির 2 টি চার এবং 1 টি ছয় দিয়ে সাজানো 8 বলে 17 রানের ইনিংস ৷ অধিনায়ক মরগ্যান কভারে দুরন্ত ক্যাচ নিয়ে ফেরান ধোনিকে ৷ শেষ বলে ছক্কা হাঁকিয়ে 220 রানে চেন্নাইয়ের ইনিংস শেষ করেন জাদেজা ৷
জবাবে ব্যাটে নেমে তাসের ঘরের মতো ভেঙে যায় কলকাতার টপ অর্ডার ব্যাটিং ৷ মাত্র 31 রানে 5 উইকেট হারায় নাইট শিবির ৷ শুরুর পাঁচ উইকেটের মধ্যে চারটি উইকেটই নেন দীপক চাহার ৷ কলকাতার প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি ৷ এরপর দলের দায়িত্ব সামলান কার্তিক এবং রাসেল ৷ ওয়াংখেড়েতে ওঠে রাসেল ঝড় ৷ পুরোনো ছন্দে দেখা যায় রাসেলকে ৷ মাত্র 22 বলে করেন 54 ৷ ইনিংস সাজানো 6 টি ছক্কা এবং টি 4 দিয়ে ৷ শ্যাম কারেনের বলে রাসেল বোল্ড হয়ে ফেরার পর কামিন্স এবং কার্তিক ঝোড়ো ইনিংস খেলতে থাকেন ৷ 24 বলে 40 রান করে সাজঘরে ফেরেন কার্তিক ৷
আরও পডু়ন : মুকুটে নতুন পালক, দ্রুততম ভারতীয় হিসেবে 5 হাজার টি-20 রান রাহুলের
এরপর নাইটদের জয়ের স্বপ্নকে একা টানতে থাকেন প্যাট কামিন্স ৷ অপরাজিত 34 বলে 66 রানে অপরাজিত থাকেন তিনি ৷ এর মাঝেই কারেনের এক ওভারে মারেন 30 রান ৷ 6 টি ছয় এবং 4 টি চার দিয়ে সাজানো এই ইনিংস সত্ত্বেও জয় ছিনিয়ে আনতে ব্যর্থ নাইট শিবির ৷ দীপক চাহার 4 টি এবং লুঙ্গি 3 টি উইকেট নেন ৷ এই জয়ের ফলে লিগ শীর্ষে পৌঁছে গেল ধোনির ইয়েলো আর্মি ৷