ETV Bharat / sports

IPL 2023: জন্মদিনে ইডেন বেল বাজালেন রাসেল, জলের দরে টিকিট বিকোল বটতলায়

ইডেনে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ফিরতি ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের ৷ যে ম্যাচে ইডেন বেল বাজালেন আন্দ্রে রাসেল ৷ আজ ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডারের জন্মদিন ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Apr 29, 2023, 6:21 PM IST

কলকাতা, 29 এপ্রিল: জন্মদিনে ইডেন বেল বাজিয়ে খেলার ম্যাচের সূচনা করলেন আন্দ্রে রাসেল ৷ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শনিবার বিকেলের টুর্নামেন্টের ফিরতি ম্যাচ খেলতে নামল কলকাতা নাইট রাইডার্স ৷ সেই ম্যাচে বার্থ ডে বয় আন্দ্রে রাসেলকে দিয়ে ইডেনের ক্লাব হাউসের ব্যালকনির বেল বাজানো হয় ৷ অন্যদিকে, জলের দরে আজকের ম্যাচের টিকিট বিক্রি হল শেষ মুহূর্তে ৷ তাও আবার কালোবাজারিতে ৷ সাড়ে সাতশো টাকার টিকিট বিকল অনেক কম দামে ৷

শনিবারের ধর্মতলা চত্বরে আজকে তুমুল হট্টগোল ৷ মাতঙ্গিনী হাজরার পাদদেশে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ৷ আর তার থেকে খানিক দূরে রেড রোডে বিজেপির সভা ৷ এসবের মাঝেই ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ ৷ আর তাই কলকাতা পুলিশের ঘুম ছুটেছে সপ্তাহ শেষে ৷ কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর পুলিশ প্রশাসন ৷ পুরো ধর্মতলা চত্বরে পুলিশে ছয়ালাপ ৷ তারই মাঝে ইডেন ম্যাচের টিকিটের দেদার কালোবাজারি চলল ৷ তবে, তাও কিনা জলের দরে বিকল টিকিট ৷

এমনি সময়ে ইডেনে ম্যাচ থাকলে ব্ল্যাকে টিকিটের দাম থাকে আকাশছোঁয়া ৷ পাঁশোর টিকিট বিকয় হাজারে ৷ আর হাজরের টিকিট আরও বেশি দামে ৷ কিন্তু, শনিবারের চড়া রোদে যাদের হাতে টিকিট নেই তাঁদের জলের দরে ম্যাচের টিকিট বিক্রি করল কালোবাজারিরা ৷ পরিস্থিতি এতটাই খারাপ যে, ক্রেতারা যে দাম চাইলেন, তাতেই রাজি হয়ে গেল কালোবাজারিরা ৷ আগ্রহী ক্রেতার সঙ্গে কালোবাজারির দরদামের নির্যাস ঠিক এমন, ‘‘টিকিটের দাম সাড়ে সাতশো টাকা। আপনি কত দেবে বলুন ৷’’ অর্থাৎ, টিকিট ছাড়তে পারলে বাঁচেন তাঁরা ৷ নয়তো ওই টিকিটের পুরো দামটাই লোকসানের খাতায় যাবে ৷

আরও পড়ুন: নন্দনকাননে আফগান ঝড়, গুরবাজের ব্যাটে লড়াইয়ে ফিরল নাইটরা

এরই মধ্যে ম্যাচ শুরু আগে বৃষ্টি নামে কলকাতায় ৷ ফলে খেলা শুরু হতেও খানিক দেরি হয় ৷ আজকের এই ম্যাচে ইডেন বেল বাজিয়ে খেলার সূচনা করেন আন্দ্রে রাসেল ৷ তাঁর জন্মদিন আজ ৷ তাই বার্থ ডে বয়কে দিয়েই ইডেন বেল বাজানোর পরিকল্পনা করেছিল সিএবি ৷ তবে, বৃষ্টির কারণে 45 মিনিট পরে খেলা শুরু হয় ৷ তবে, তাতেও দর্শকদের উচ্ছ্বাসে খামতি নেই ৷ এ দিনের ইডেন গার্ডেন্স ফুল হাউস ৷

কলকাতা, 29 এপ্রিল: জন্মদিনে ইডেন বেল বাজিয়ে খেলার ম্যাচের সূচনা করলেন আন্দ্রে রাসেল ৷ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শনিবার বিকেলের টুর্নামেন্টের ফিরতি ম্যাচ খেলতে নামল কলকাতা নাইট রাইডার্স ৷ সেই ম্যাচে বার্থ ডে বয় আন্দ্রে রাসেলকে দিয়ে ইডেনের ক্লাব হাউসের ব্যালকনির বেল বাজানো হয় ৷ অন্যদিকে, জলের দরে আজকের ম্যাচের টিকিট বিক্রি হল শেষ মুহূর্তে ৷ তাও আবার কালোবাজারিতে ৷ সাড়ে সাতশো টাকার টিকিট বিকল অনেক কম দামে ৷

শনিবারের ধর্মতলা চত্বরে আজকে তুমুল হট্টগোল ৷ মাতঙ্গিনী হাজরার পাদদেশে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ৷ আর তার থেকে খানিক দূরে রেড রোডে বিজেপির সভা ৷ এসবের মাঝেই ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ ৷ আর তাই কলকাতা পুলিশের ঘুম ছুটেছে সপ্তাহ শেষে ৷ কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর পুলিশ প্রশাসন ৷ পুরো ধর্মতলা চত্বরে পুলিশে ছয়ালাপ ৷ তারই মাঝে ইডেন ম্যাচের টিকিটের দেদার কালোবাজারি চলল ৷ তবে, তাও কিনা জলের দরে বিকল টিকিট ৷

এমনি সময়ে ইডেনে ম্যাচ থাকলে ব্ল্যাকে টিকিটের দাম থাকে আকাশছোঁয়া ৷ পাঁশোর টিকিট বিকয় হাজারে ৷ আর হাজরের টিকিট আরও বেশি দামে ৷ কিন্তু, শনিবারের চড়া রোদে যাদের হাতে টিকিট নেই তাঁদের জলের দরে ম্যাচের টিকিট বিক্রি করল কালোবাজারিরা ৷ পরিস্থিতি এতটাই খারাপ যে, ক্রেতারা যে দাম চাইলেন, তাতেই রাজি হয়ে গেল কালোবাজারিরা ৷ আগ্রহী ক্রেতার সঙ্গে কালোবাজারির দরদামের নির্যাস ঠিক এমন, ‘‘টিকিটের দাম সাড়ে সাতশো টাকা। আপনি কত দেবে বলুন ৷’’ অর্থাৎ, টিকিট ছাড়তে পারলে বাঁচেন তাঁরা ৷ নয়তো ওই টিকিটের পুরো দামটাই লোকসানের খাতায় যাবে ৷

আরও পড়ুন: নন্দনকাননে আফগান ঝড়, গুরবাজের ব্যাটে লড়াইয়ে ফিরল নাইটরা

এরই মধ্যে ম্যাচ শুরু আগে বৃষ্টি নামে কলকাতায় ৷ ফলে খেলা শুরু হতেও খানিক দেরি হয় ৷ আজকের এই ম্যাচে ইডেন বেল বাজিয়ে খেলার সূচনা করেন আন্দ্রে রাসেল ৷ তাঁর জন্মদিন আজ ৷ তাই বার্থ ডে বয়কে দিয়েই ইডেন বেল বাজানোর পরিকল্পনা করেছিল সিএবি ৷ তবে, বৃষ্টির কারণে 45 মিনিট পরে খেলা শুরু হয় ৷ তবে, তাতেও দর্শকদের উচ্ছ্বাসে খামতি নেই ৷ এ দিনের ইডেন গার্ডেন্স ফুল হাউস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.