নয়াদিল্লি, 16 জুন : আইপিএল ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জেসের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী হল বিসিসিআই । বুধবার বম্বে হাইকোর্ট রায়ে খুশি ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা । এই রায়ের পর বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট সব সময়ই উন্নয়নের পক্ষে থেকেছে । ফলে এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি ।
2012 সালে আইপিএল ফ্র্যাঞ্চাইজি ডেকান ক্রনিক্যাল হোল্ডিং চুক্তির আইন লঙ্ঘন করায় তাদের বাদ দেয় বিসিসিআই । এরপরেই এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে আপিল করে ডেকান ক্রনিক্যাল হোল্ডিং ।
আরও পড়ুন: WTC Final : বিরাট নিজের ভুল শোধরাতে জানেন : সচিন
বিসিসিআইয়ের এক আধিকারিক আরও জানিয়েছেন, আমরা সবসময় নিজেদের সীমাবদ্ধতা জানি এবং চুক্তির নিয়ম মেনে চলি । এর বিরুদ্ধে গেলে যে কোনও ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি । এই নিয়ম লঙ্ঘন করার জন্য বিসিসিআই ডেকান ক্রনিক্যাল হোল্ডিংকে 2020 সালের জুলাইতে 4 হাজার 800 কোটি টাকা জরিমানা করে । পরে ডেকান ক্রনিক্যাল হোল্ডিং ক্ষতিপূরণ হিসেবে 6 হাজার 46 কোটি টাকা সুদ সহ দাবি করে । এই জয়ে অনেকটাই স্বস্তিতে বোর্ড ।