ETV Bharat / sports

IPL 2023: নাইট শিবিরে যোগ দিলে নারাইন, পঞ্জাব ম্যাচের আগে নাইটদের চিন্তা ব্যাটিং - কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের ভাবনায় দলের ব্যাটিং ৷ কারণ, কঠিন পরিস্থিতিতে সামলে খেলার প্লেয়ার নেই তাঁর হাতে ৷ তবে, বোলিং বিভাগ এবং আগ্রাসী ব্যাটিংয়ে কেকেআর যথেষ্ঠ শক্তিশালী ৷

IPL 2023 ETV BHARAT
IPL 2023
author img

By

Published : Mar 31, 2023, 3:00 PM IST

কলকাতা, 31 মার্চ: নাইট শিবিরে যোগ দিলেন সুনীল নারাইন ৷ ক্যারিবিয়ান অলরাউন্ডারের যোগদানে অবশ্যই শক্তি বাড়ল পার্পল ব্রিগেডের ৷ প্রথম ম্যাচ খেলতে মোহালি পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন নীতীশ রানারা ৷ 1 এপ্রিল তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস ৷ কলকাতা নাইট রাইডার্সের শক্তি তাদের পেস ও স্পিন বোলিং এবং অলরাউন্ডাররা ৷ আন্দ্রে রাসেল ব্যাট হাতে ঝড় তুলতে দক্ষ ৷ বল হাতেও বিশ্বস্ত ৷ কিন্তু তাঁর ফিটনেস বড় সমস্যা ৷ কিন্তু ব্যাটহাতে শ্রেয়সের ভূমিকা পালন করতে পারবেন, এমন ক্রিকেটারের অভাব বোধ করছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ৷

অনুশীলনে রাসেলকে যথেষ্ট বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে ৷ আরেক ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারাইনও নাইটদের অনুশীলনে যোগ দিয়েছেন ৷ তবে প্রথম ম্যাচে তাঁকে নামানো হবে কি না, তা বলবেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ৷ বলের ধার কমলেও ব্যাট হাতে শুরুতে নেমে ছোটখাটো ঝড় তুলতে সুনীল নারাইন নাইট শিবিরের অন্যতম সেরা অস্ত্র ৷ ভেঙ্কটেশ আইয়ার রয়েছেন ৷ তাঁকে কীভাবে ব্যবহার করা যায় ? সেটা বোধহয় বর্তমান নাইট কোচের থেকে ভালো কেউ জানেন না ৷ কারণ, রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশ দলের হয়ে ভেঙ্কটেশ আইয়ারকে খুব কাছ থেকে দেখেছেন তিনি ৷

দলের সঙ্গে দ্রুত যোগ দেবেন বাংলাদেশের সাকিব আল হাসান ৷ আর্ন্তজাতিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি ৷ রয়েছেন শার্দূল ঠাকুর ৷ তিনি ব্যাট এবং বল হাতে যে কোনও ম্যাচের রং বদলে দিতে পারেন ৷ গতবার দিল্লির হয়ে সেই কাজটা করে দেখিয়েছিলেন ৷ দলের শক্তি সম্বন্ধে বলতে গিয়ে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, “ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমার প্রথম বছর ৷ যে ভাবনা নিয়ে আমি কাজ করে এসেছি ৷ সেই ভাবনার বাস্তবায়ন করতে সংকোচ করিনি ৷ এখানেও সেটা করব না ৷ যে দল আমার কাছে আছে তারা যথেষ্ট শক্তিশালী ৷’’

চন্দু পণ্ডিত শ্রেয়স আইয়ারকে আইপিএল-এর মধ্যে পাবেন বলে মনে করেছেন ৷ নাইট কোচ জানিয়েছেন, শ্রেয়সকে তাঁরা আইপিএল-এর মধ্যেই পেয়ে যাবেন ৷ তাঁর মতো ক্রিকেটারের যোগদানে দল আরও শক্তিশালী হবে বলেই বিশ্বাস কেকেআর কোচের ৷ এমনকি শ্রেয়সের পারফরম্যান্সও দলের উপর অনেক প্রভাব ফেলে ৷ এমনকী যে ক্রিকেটাররা এখনও পর্যন্ত নাইট শিবিরে যোগ দেননি, তাঁরাও সমান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন নাইট রাইডার্স কোচ ৷

আরও পড়ুন: শ্রেয়স দ্রুত ফিরবেন, আশায় কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত

নাইটদের বোলিং বিভাগে উমেশ যাদব, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন এবং টিম সাউদি রয়েছেন ৷ আর স্পিনে সুনীল নারাইন, সাকিব এবং বরুণ চক্রবর্তীর মতো ক্রিকেটার রয়েছেন ৷ তাই পেস ও স্পিনের কম্বিনেশন যথেষ্ট ভালো বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট ৷ আর উমেশ যাদব জানিয়েছেন, ইডেনে পেস সহায়ক উইকেট থাকায় তাঁরা সুবিধা পাবেন ৷ নাইট কোচের চিন্তা ব্যাটিং ৷ শ্রেয়স আইয়ারের অভাব কাকে দিয়ে পূরণ করবেন সেটাই চিন্তা তাঁর ৷ রাসেল, নীতীশ রানা এবং ভেঙ্কটেশ আইয়াররা নিজেদের পজিশনে খেলবেন ৷ সাকিব এবং সুনীল নারাইনকেও উপরের দিকে তুলতে পারেন পরীক্ষামূলকভাবে ৷ কিন্তু, এরা সকলে আগ্রাসী ৷ প্রয়োজনে ধরে খেলার ব্যাটারের অভাব নাইট শিবিরে রয়েছে ৷ আর সেটাই চিন্তার চন্দ্রকান্ত পণ্ডিতের ৷

কলকাতা, 31 মার্চ: নাইট শিবিরে যোগ দিলেন সুনীল নারাইন ৷ ক্যারিবিয়ান অলরাউন্ডারের যোগদানে অবশ্যই শক্তি বাড়ল পার্পল ব্রিগেডের ৷ প্রথম ম্যাচ খেলতে মোহালি পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন নীতীশ রানারা ৷ 1 এপ্রিল তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস ৷ কলকাতা নাইট রাইডার্সের শক্তি তাদের পেস ও স্পিন বোলিং এবং অলরাউন্ডাররা ৷ আন্দ্রে রাসেল ব্যাট হাতে ঝড় তুলতে দক্ষ ৷ বল হাতেও বিশ্বস্ত ৷ কিন্তু তাঁর ফিটনেস বড় সমস্যা ৷ কিন্তু ব্যাটহাতে শ্রেয়সের ভূমিকা পালন করতে পারবেন, এমন ক্রিকেটারের অভাব বোধ করছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ৷

অনুশীলনে রাসেলকে যথেষ্ট বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে ৷ আরেক ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারাইনও নাইটদের অনুশীলনে যোগ দিয়েছেন ৷ তবে প্রথম ম্যাচে তাঁকে নামানো হবে কি না, তা বলবেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ৷ বলের ধার কমলেও ব্যাট হাতে শুরুতে নেমে ছোটখাটো ঝড় তুলতে সুনীল নারাইন নাইট শিবিরের অন্যতম সেরা অস্ত্র ৷ ভেঙ্কটেশ আইয়ার রয়েছেন ৷ তাঁকে কীভাবে ব্যবহার করা যায় ? সেটা বোধহয় বর্তমান নাইট কোচের থেকে ভালো কেউ জানেন না ৷ কারণ, রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশ দলের হয়ে ভেঙ্কটেশ আইয়ারকে খুব কাছ থেকে দেখেছেন তিনি ৷

দলের সঙ্গে দ্রুত যোগ দেবেন বাংলাদেশের সাকিব আল হাসান ৷ আর্ন্তজাতিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি ৷ রয়েছেন শার্দূল ঠাকুর ৷ তিনি ব্যাট এবং বল হাতে যে কোনও ম্যাচের রং বদলে দিতে পারেন ৷ গতবার দিল্লির হয়ে সেই কাজটা করে দেখিয়েছিলেন ৷ দলের শক্তি সম্বন্ধে বলতে গিয়ে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, “ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমার প্রথম বছর ৷ যে ভাবনা নিয়ে আমি কাজ করে এসেছি ৷ সেই ভাবনার বাস্তবায়ন করতে সংকোচ করিনি ৷ এখানেও সেটা করব না ৷ যে দল আমার কাছে আছে তারা যথেষ্ট শক্তিশালী ৷’’

চন্দু পণ্ডিত শ্রেয়স আইয়ারকে আইপিএল-এর মধ্যে পাবেন বলে মনে করেছেন ৷ নাইট কোচ জানিয়েছেন, শ্রেয়সকে তাঁরা আইপিএল-এর মধ্যেই পেয়ে যাবেন ৷ তাঁর মতো ক্রিকেটারের যোগদানে দল আরও শক্তিশালী হবে বলেই বিশ্বাস কেকেআর কোচের ৷ এমনকি শ্রেয়সের পারফরম্যান্সও দলের উপর অনেক প্রভাব ফেলে ৷ এমনকী যে ক্রিকেটাররা এখনও পর্যন্ত নাইট শিবিরে যোগ দেননি, তাঁরাও সমান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন নাইট রাইডার্স কোচ ৷

আরও পড়ুন: শ্রেয়স দ্রুত ফিরবেন, আশায় কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত

নাইটদের বোলিং বিভাগে উমেশ যাদব, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন এবং টিম সাউদি রয়েছেন ৷ আর স্পিনে সুনীল নারাইন, সাকিব এবং বরুণ চক্রবর্তীর মতো ক্রিকেটার রয়েছেন ৷ তাই পেস ও স্পিনের কম্বিনেশন যথেষ্ট ভালো বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট ৷ আর উমেশ যাদব জানিয়েছেন, ইডেনে পেস সহায়ক উইকেট থাকায় তাঁরা সুবিধা পাবেন ৷ নাইট কোচের চিন্তা ব্যাটিং ৷ শ্রেয়স আইয়ারের অভাব কাকে দিয়ে পূরণ করবেন সেটাই চিন্তা তাঁর ৷ রাসেল, নীতীশ রানা এবং ভেঙ্কটেশ আইয়াররা নিজেদের পজিশনে খেলবেন ৷ সাকিব এবং সুনীল নারাইনকেও উপরের দিকে তুলতে পারেন পরীক্ষামূলকভাবে ৷ কিন্তু, এরা সকলে আগ্রাসী ৷ প্রয়োজনে ধরে খেলার ব্যাটারের অভাব নাইট শিবিরে রয়েছে ৷ আর সেটাই চিন্তার চন্দ্রকান্ত পণ্ডিতের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.