মুম্বই, 25 এপ্রিল : যশপ্রীত বুমরার থেকেও বেশি ভালো বোলিং স্কিল রয়েছে মহম্মদ সিরাজের ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরা ৷ এক অনলাইন ক্রিকেট পোর্টালের শো-তে একথা জানিয়েছেন প্রাক্তন এই বাঁ হাতি পেসার ৷ তাঁর মতে, স্কিলের দিক থেকে বুমরার চেয়ে অকেটাই এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার ৷ কারণ, মহম্মদ সিরাজের বলে অনেক বেশি বৈচিত্র্য আছে বলে মনে করেন নেহরা ৷ তবে, নিজের এই প্রতিভাকে তুলে ধরতে এবং সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হলে সিরাজকে আরও বেশি করে নিজের ফিটনেস এবং ম্যাচ অ্যাওয়ারনেস বাড়াতে হবে বলে জানান আশিস ৷
প্রসঙ্গত, বিগত তিন বছর ধরে ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা পেস বোলার হিসেবে নিজের নাম করেছেন যশপ্রীত বুমরা ৷ কিন্তু, প্রাক্তন ভারতীয় পেসারের মতে, বুমরা নিজেকে সেরা পর্যায়ে নিয়ে গিয়েছে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে ৷ কিন্তু, মহম্মদ সিরাজের বোলিংয়ে কিছু বিশেষত্ব আছে ৷ যেমন বোলিং স্কিল এবং বৈচিত্র্য ৷ যে বৈচিত্র্য় বুমরার বোলিংয়ে অনেক কম ৷ ফলে, সিরাজ নিজের এই ইতিবাচক দিকগুলি নিয়ে বেশি করে পরিশ্রম করলে বুমরার থেকেও ভালো বোলার হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন বলে জানান আশিস নেহরা ৷
আরও পড়ুন : ভয়াবহ কোভিড পরিস্থিতির মধ্যে আইপিএল কি সঠিক ? প্রশ্ন গিলক্রিস্টের
নেহরা বলেন, ‘‘যখনই আমরা স্কিল সম্পর্কে কথা বলি ৷ বিশেষ করে শেষ 3-4 বছরের মধ্যে ৷ আর বিশেষত সেটা বোলারদের ক্ষেত্রে, তবে সবার আগে যশপ্রীত বুমরার নাম উঠে আসে ৷ তবে, আমি মনে করি, মহম্মদ সিরাজ সেখানে বুমরার থেকে কোনও অংশে কম যান ৷ যখন আপনি স্কিল নিয়ে কথা বলছেন ৷’’ তবে, এখান থেকে সিরাজ কতটা সফল হবেন, সেটাই এখন দেখার বলে জানান নেহরা ৷