ETV Bharat / sports

Virushka Enjoy Post Match Drinks: দিল্লির বিরুদ্ধে আরসিবি-র জয় কীভাবে সেলিব্রেট করলেন বিরুষ্কা ? - আইপিএল 2023

অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে বিরাট কোহলির সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন ৷ দিল্লির বিরুদ্ধে আরসিবি-র জয়ের পর ঠান্ডা পানীয়ে সেলিব্রেশন করেন তাঁরা ৷ সেই ছবিই পোস্ট করেছেন অনুষ্কা ৷

Virushka Enjoy Post Match Drinks ETV Bharat
অনুষ্কা শর্মা বিরাট কোহলি
author img

By

Published : Apr 16, 2023, 12:10 PM IST

বেঙ্গালুরু (কর্ণাটক), 16 এপ্রিল: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার দিল্লি ক্যাপিটালসকে 23 রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । জানেন কি বিরাট কোহলি তাঁর দলের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে জয় পাওয়ার পর কীভাবে সেলিব্রেট করেছেন ? তাঁর বেটারহাফ অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই এই প্রশ্নের জবাব মিলবে ৷

অনুষ্কা তাঁর প্রোফাইলে একটি কাপলফি পোস্ট করেছেন, যেখানে তাঁকে ও বিরাটকে দেখেই বোঝা যাচ্ছে যে তাঁরা দারুণ খুশি ৷ অনুষ্কা পরে রয়েছেন একটি কালো টি-শার্ট আর বিরাট ধরা দিয়েছে ক্যাজুয়াল পোশাকে ৷ সেই ছবির ক্যাপশনে বলিউডের 'পরী' লিখেছেন, "ম্যাচ-পরবর্তী ড্রিঙ্কস....আমরা পার্টি করছি ৷" শনিবারের ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অনুষ্কা ৷ এই ম্যাচ তাঁকে এখনও বুঁদ করে রেখেছে বলেই মনে হচ্ছে । হাবি এবং বিজয়ী দলের পারফরম্যান্স তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, আর সে রকমই কিছু মুহূর্তের ছবি ও ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে ৷

Virushka Enjoy Post Match Drinks
অনুষ্কার ইনস্টাগ্রাম পোস্ট

এই জয়ের মধ্যে দিয়েই আরসিবি চার ম্যাচে দুটি জয় এবং দুটি হার-সহ পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে । তাদের রয়েছে মোট চার পয়েন্ট । অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের ভয়ঙ্কর আইপিএল মরসুম অব্যাহত রয়েছে ৷ কারণ তারা তাদের পাঁচটি ম্যাচের সবকটিই হেরেছে এবং পয়েন্ট টেবিলের নীচে রয়েছে ।

ডিসি শনিবার টসে জিতে আরসিবি-কে ব্যাট করতে পাঠালে বিরাটের দল 20 ওভারে 174/6-তে ইনিংস শেষ করে ৷ স্কোর যথেষ্ট প্রতিযোগিতামূলক ছিল । অধিনায়ক ফাফ (22) এবং বিরাট আরসিবিকে একটি জোরালো সূচনা এনে দেন, প্রথম উইকেটে 42 রান তোলেন তাঁরা । বিরাট তাঁর ভালো ফর্ম অব্যাহত রেখেছেন ৷ আইপিএল 2023-এর চারটি ম্যাচে তিনি তৃতীয় হাফ সেঞ্চুরি করেন এ দিন ৷ মহিপাল লোমরর (26) সঙ্গে 47 রানের জুটি বেঁধে তিনি 34 বলে ছয়টি চার ও একটি ছক্কায় 50 রান করে আউট হন ।

এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আরসিবি । কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল (24), শাহবাজ আহমেদ (20*) এবং অনুজ রাওয়াত (15*) এর অবদান আরসিবিকে একটি ভালো স্কোরে পৌঁছে দেয় ।

এ দিকে, কর্মক্ষেত্রে অনুষ্কাকে বহুল আলোচিত চলচ্চিত্র চাকদা এক্সপ্রেস-এ আইকনিক ভারতীয় পেস বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে । ছবিটির চূড়ান্ত মুক্তির তারিখ এখনও প্রতীক্ষিত । অ্যায় দিল হ্যায় মুশকিল অভিনেত্রী তাঁর কেরিয়ারে প্রথমবার মতো একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন । অনুষ্কার ভাই কর্ণেশ শর্মা তাঁর হোম প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মজের সঙ্গে চাকদা এক্সপ্রেস প্রযোজনা করছেন ।

আরও পড়ুন: ব্যর্থ দাদার দাওয়াই, টানা পঞ্চম ম্যাচ হারল দিল্লি ক্যাপিটালস

বেঙ্গালুরু (কর্ণাটক), 16 এপ্রিল: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার দিল্লি ক্যাপিটালসকে 23 রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । জানেন কি বিরাট কোহলি তাঁর দলের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে জয় পাওয়ার পর কীভাবে সেলিব্রেট করেছেন ? তাঁর বেটারহাফ অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই এই প্রশ্নের জবাব মিলবে ৷

অনুষ্কা তাঁর প্রোফাইলে একটি কাপলফি পোস্ট করেছেন, যেখানে তাঁকে ও বিরাটকে দেখেই বোঝা যাচ্ছে যে তাঁরা দারুণ খুশি ৷ অনুষ্কা পরে রয়েছেন একটি কালো টি-শার্ট আর বিরাট ধরা দিয়েছে ক্যাজুয়াল পোশাকে ৷ সেই ছবির ক্যাপশনে বলিউডের 'পরী' লিখেছেন, "ম্যাচ-পরবর্তী ড্রিঙ্কস....আমরা পার্টি করছি ৷" শনিবারের ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অনুষ্কা ৷ এই ম্যাচ তাঁকে এখনও বুঁদ করে রেখেছে বলেই মনে হচ্ছে । হাবি এবং বিজয়ী দলের পারফরম্যান্স তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, আর সে রকমই কিছু মুহূর্তের ছবি ও ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে ৷

Virushka Enjoy Post Match Drinks
অনুষ্কার ইনস্টাগ্রাম পোস্ট

এই জয়ের মধ্যে দিয়েই আরসিবি চার ম্যাচে দুটি জয় এবং দুটি হার-সহ পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে । তাদের রয়েছে মোট চার পয়েন্ট । অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের ভয়ঙ্কর আইপিএল মরসুম অব্যাহত রয়েছে ৷ কারণ তারা তাদের পাঁচটি ম্যাচের সবকটিই হেরেছে এবং পয়েন্ট টেবিলের নীচে রয়েছে ।

ডিসি শনিবার টসে জিতে আরসিবি-কে ব্যাট করতে পাঠালে বিরাটের দল 20 ওভারে 174/6-তে ইনিংস শেষ করে ৷ স্কোর যথেষ্ট প্রতিযোগিতামূলক ছিল । অধিনায়ক ফাফ (22) এবং বিরাট আরসিবিকে একটি জোরালো সূচনা এনে দেন, প্রথম উইকেটে 42 রান তোলেন তাঁরা । বিরাট তাঁর ভালো ফর্ম অব্যাহত রেখেছেন ৷ আইপিএল 2023-এর চারটি ম্যাচে তিনি তৃতীয় হাফ সেঞ্চুরি করেন এ দিন ৷ মহিপাল লোমরর (26) সঙ্গে 47 রানের জুটি বেঁধে তিনি 34 বলে ছয়টি চার ও একটি ছক্কায় 50 রান করে আউট হন ।

এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আরসিবি । কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল (24), শাহবাজ আহমেদ (20*) এবং অনুজ রাওয়াত (15*) এর অবদান আরসিবিকে একটি ভালো স্কোরে পৌঁছে দেয় ।

এ দিকে, কর্মক্ষেত্রে অনুষ্কাকে বহুল আলোচিত চলচ্চিত্র চাকদা এক্সপ্রেস-এ আইকনিক ভারতীয় পেস বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে । ছবিটির চূড়ান্ত মুক্তির তারিখ এখনও প্রতীক্ষিত । অ্যায় দিল হ্যায় মুশকিল অভিনেত্রী তাঁর কেরিয়ারে প্রথমবার মতো একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন । অনুষ্কার ভাই কর্ণেশ শর্মা তাঁর হোম প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মজের সঙ্গে চাকদা এক্সপ্রেস প্রযোজনা করছেন ।

আরও পড়ুন: ব্যর্থ দাদার দাওয়াই, টানা পঞ্চম ম্যাচ হারল দিল্লি ক্যাপিটালস

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.