ETV Bharat / sports

IPL 2023: অবশেষে শ্রেয়স আইয়ারের পরিবর্ত নিল নাইটরা, দলে এলেন গুজরাতের আর্য

শ্রেয়স আইয়ারের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন গুজরাতের ক্রিকেটার আর্য দেশাই । তাঁকে 20 লক্ষ টাকায় দলে নেওয়া হয়েছে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Apr 14, 2023, 11:04 PM IST

কলকাতা, 14 এপ্রিল: শুক্রবার ইডেনে আইপিএল-এর ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই শ্রেয়স আইয়ারের পরিবর্ত বেছে নিল নাইটরা । কেকেআর দলে যোগ দিলেন গুজরাতের ক্রিকেটার আর্য দেশাই । 20 লক্ষ টাকায় তাঁকে দলে নিল কেকেআর । শ্রেয়স আইয়ার এই মরশুমে আর খেলতে পারছেন না, এটা এখন পুরানো খবর । চোটের জন্য তাঁকে দলের বাইরেই থাকতে হচ্ছে ।

শুধু আইপিএল নয় জাতীয় দল থেকেই ছিটকে গিয়েছেন শ্রেয়স । অন্তত পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে । এই অবস্থায় বিকল্প খুঁজে নেওয়া ছাড়া আর উপায় ছিল না নাইটদের । ইতিমধ্যেই দলে সাকিব আল হাসানের জায়গায় এসেছেন জেসন রয় । এবার শ্রেয়স আইয়ারের জায়গাতে এলেন গুজরাতের এই ক্রিকেটার । লাইট ম্যানেজমেন্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দুই ক্রিকেটার শাকিব আল হাসান ও শ্রেয়স আইয়ারের পরিবর্তে দুই ক্রিকেটারকে দলে নিয়ে নিয়েছে কেকেআর । শাকিবের জায়গায় এসেছেন জেসন রয় । শ্রেয়সের জায়গায় এবার এলেন আর্য দেশাই ।

উল্লেখ্য, বাংলাদেশের শাকিবের কেকেআর-এ আসা নিয়ে যথেষ্ট নাটক হয়েছে । শেষ পর্যন্ত পারিবারিক কারণে এই বাংলাদেশী অলরাউন্ডার ভারতে আসতে পারেননি । যদিও তাঁর না আসার পিছনে অন্য কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে । শাকিব না আসলেও লিটন দাস যোগ দিয়েছন কেকেআর শিবিরে । যদিও একটাও ম্যাচ এখনও খেলতে নামেননি লিটন । তাঁকে দলেও সুযোগ দেননি কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ।

এবারের আইপিএল-এ এখনও অবধি তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই জিতেছে কেকেআর । ফলে দল ধীরে ধীরে গড়ে উঠছে । একাদশ বদলের প্রয়োজনীয়তা অনুভব করছেন না নাইট থিঙ্ক ট্যাঙ্ক । ব্যক্তিগত ক্যারিশমার চেয়ে দলগত সংহতিই নাইটদের ভরসা । তাই প্রথম ম্যাচে হোঁচট খেলেও শেষ দুই ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে কেকেআর । অধিনায়ক রিঙ্কু সিং রানে ফিরেছেন । রাসেল ছাড়া বাকিদের মরিয়া চেষ্টায় নাইটরা ঝকঝকে । বিশেষ করে রিঙ্কু সিং শার্দূল ঠাকুরদের মতো আপাত অখ্যাত ক্রিকেটাররা নীতিশ রানার দলের মেরুদণ্ড । তাঁদের গত ম্যাচের ইনিংস নিয়ে এখনও আলোচনা হচ্ছে ।

আরও পড়ুন: তাপপ্রবাহের প্রভাব, ইডেনে 50 টাকায় বিকোল কেকেআর-হায়দরাবাদ ম্যাচের টিকিট

দুই অভিজ্ঞ ক্রিকেটারের আইপিএল-এর বাইরে চলে যাওয়ায় শুরু থেকেই কিছুটা চাপে ছিল কলকাতা । তবে বদলে বড় নামের চেয়ে অখ্যাত প্রতিভায় আস্থা রাখা পছন্দ নাইট শিবিরের । তাই আর্যর মত ক্রিকেটারে ভরসা করছে তারা । প্রথম ম্যাচে বৃষ্টির জন্য 7 রানে হারলেও ঘরের মাঠে আরসিবি-র বিরুদ্ধে দারুণ জয় পায় কেকেআর । তৃতীয় ম্যাচে শেষ ওভারে পাঁচটা ছক্কা মেরে অবিশ্বাস্য কাজ করেন রিঙ্কু সিং । তাঁর জন্যই গতবারের চ্যাম্পিয়ন গুজরাতকে হারায় কেকেআর । ফলে তারকা ক্রিকেটাররা না থাকলেও চন্দ্রকান্ত পন্ডিতের কোচিং-এ দারুণ খেলছে কেকেআর । সেই জন্যই শ্রেয়স আইয়ারের জায়গায় নামী কাউকে নয়, দলে তিনি নিলেন গুজরাতের নতুন ক্রিকেটারকে । এখন দেখার তরুণ তুর্কিতে আস্থা রাখার ফায়দা নাইটরা পায় কি না ।

কলকাতা, 14 এপ্রিল: শুক্রবার ইডেনে আইপিএল-এর ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই শ্রেয়স আইয়ারের পরিবর্ত বেছে নিল নাইটরা । কেকেআর দলে যোগ দিলেন গুজরাতের ক্রিকেটার আর্য দেশাই । 20 লক্ষ টাকায় তাঁকে দলে নিল কেকেআর । শ্রেয়স আইয়ার এই মরশুমে আর খেলতে পারছেন না, এটা এখন পুরানো খবর । চোটের জন্য তাঁকে দলের বাইরেই থাকতে হচ্ছে ।

শুধু আইপিএল নয় জাতীয় দল থেকেই ছিটকে গিয়েছেন শ্রেয়স । অন্তত পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে । এই অবস্থায় বিকল্প খুঁজে নেওয়া ছাড়া আর উপায় ছিল না নাইটদের । ইতিমধ্যেই দলে সাকিব আল হাসানের জায়গায় এসেছেন জেসন রয় । এবার শ্রেয়স আইয়ারের জায়গাতে এলেন গুজরাতের এই ক্রিকেটার । লাইট ম্যানেজমেন্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দুই ক্রিকেটার শাকিব আল হাসান ও শ্রেয়স আইয়ারের পরিবর্তে দুই ক্রিকেটারকে দলে নিয়ে নিয়েছে কেকেআর । শাকিবের জায়গায় এসেছেন জেসন রয় । শ্রেয়সের জায়গায় এবার এলেন আর্য দেশাই ।

উল্লেখ্য, বাংলাদেশের শাকিবের কেকেআর-এ আসা নিয়ে যথেষ্ট নাটক হয়েছে । শেষ পর্যন্ত পারিবারিক কারণে এই বাংলাদেশী অলরাউন্ডার ভারতে আসতে পারেননি । যদিও তাঁর না আসার পিছনে অন্য কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে । শাকিব না আসলেও লিটন দাস যোগ দিয়েছন কেকেআর শিবিরে । যদিও একটাও ম্যাচ এখনও খেলতে নামেননি লিটন । তাঁকে দলেও সুযোগ দেননি কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ।

এবারের আইপিএল-এ এখনও অবধি তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই জিতেছে কেকেআর । ফলে দল ধীরে ধীরে গড়ে উঠছে । একাদশ বদলের প্রয়োজনীয়তা অনুভব করছেন না নাইট থিঙ্ক ট্যাঙ্ক । ব্যক্তিগত ক্যারিশমার চেয়ে দলগত সংহতিই নাইটদের ভরসা । তাই প্রথম ম্যাচে হোঁচট খেলেও শেষ দুই ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে কেকেআর । অধিনায়ক রিঙ্কু সিং রানে ফিরেছেন । রাসেল ছাড়া বাকিদের মরিয়া চেষ্টায় নাইটরা ঝকঝকে । বিশেষ করে রিঙ্কু সিং শার্দূল ঠাকুরদের মতো আপাত অখ্যাত ক্রিকেটাররা নীতিশ রানার দলের মেরুদণ্ড । তাঁদের গত ম্যাচের ইনিংস নিয়ে এখনও আলোচনা হচ্ছে ।

আরও পড়ুন: তাপপ্রবাহের প্রভাব, ইডেনে 50 টাকায় বিকোল কেকেআর-হায়দরাবাদ ম্যাচের টিকিট

দুই অভিজ্ঞ ক্রিকেটারের আইপিএল-এর বাইরে চলে যাওয়ায় শুরু থেকেই কিছুটা চাপে ছিল কলকাতা । তবে বদলে বড় নামের চেয়ে অখ্যাত প্রতিভায় আস্থা রাখা পছন্দ নাইট শিবিরের । তাই আর্যর মত ক্রিকেটারে ভরসা করছে তারা । প্রথম ম্যাচে বৃষ্টির জন্য 7 রানে হারলেও ঘরের মাঠে আরসিবি-র বিরুদ্ধে দারুণ জয় পায় কেকেআর । তৃতীয় ম্যাচে শেষ ওভারে পাঁচটা ছক্কা মেরে অবিশ্বাস্য কাজ করেন রিঙ্কু সিং । তাঁর জন্যই গতবারের চ্যাম্পিয়ন গুজরাতকে হারায় কেকেআর । ফলে তারকা ক্রিকেটাররা না থাকলেও চন্দ্রকান্ত পন্ডিতের কোচিং-এ দারুণ খেলছে কেকেআর । সেই জন্যই শ্রেয়স আইয়ারের জায়গায় নামী কাউকে নয়, দলে তিনি নিলেন গুজরাতের নতুন ক্রিকেটারকে । এখন দেখার তরুণ তুর্কিতে আস্থা রাখার ফায়দা নাইটরা পায় কি না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.