ETV Bharat / sports

IPL Playoffs Venue : জল্পনায় সিলমোহর, আইপিএলের জোড়া প্লে-অফ ইডেন গার্ডেন্সে - জল্পনায় সিলমোহর, আইপিএলের জোড়া প্লে-অফ ইডেন গার্ডেন্সে

সম্ভাবনার সরকারি সিলমোহর পড়ল মঙ্গলবার সন্ধেয় ৷ পঞ্চদশ আইপিএলে জোড়া প্লে-অফ আয়োজনের দায়িত্ব পেল কলকাতার ইডেন গার্ডেন্স ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এদিন নিশ্চিত করা হল বিষয়টি (BCCI announces IPL playoffs venue today) ৷

IPL Playoffs Venue
জল্পনায় সিলমোহর, আইপিএলের জোড়া প্লে-অফ ইডেন গার্ডেন্সে
author img

By

Published : May 3, 2022, 9:02 PM IST

মুম্বই, 3 মে : সম্ভাবনা জোরাল হয়েছিল আগেই ৷ সেই মত শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতিও ৷ সেই সম্ভাবনার সরকারি সিলমোহর পড়ল মঙ্গলবার সন্ধেয় ৷ পঞ্চদশ আইপিএলে জোড়া প্লে-অফ আয়োজনের দায়িত্ব পেল কলকাতার ইডেন গার্ডেন্স ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এদিন নিশ্চিত করা হল বিষয়টি (BCCI announces IPL playoffs venue today) ৷ অপর একটি প্লে-অফ এবং ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷

একই সঙ্গে মেয়েদের টি-20 চ্যালেঞ্জারের ভেন্যুও ঘোষণা করা হল বিসিসিআই-য়ের তরফে ৷ যে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে পুনেতে ৷ আইপিএলের প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটরের দায়িত্ব পেল কলকাতা (IPL qualifier 1 and eliminator will be held in Kolkata) ৷ অর্থাৎ, আগামী 24 মে প্রথম কোয়ালিফায়ার এবং 25 মে এলিমিনেটর অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেটের স্বর্গোদ্যানে ৷ 27 মে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং 29 মে ফাইনাল হবে আমেদাবাদে ৷

  • NEWS 🚨 - BCCI announces schedule and venue details for #TATAIPL Playoffs and Women’s T20 Challenge 2022.

    More details ⬇️https://t.co/dZkzVs2NGj

    — IndianPremierLeague (@IPL) May 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 'ব্রাত্য' রিঙ্কুর ব্যাটেই প্লে-অফে ভেসে রইল নাইটরা

এখন দেখার টানা পাঁচ ম্যাচ হেরে অনেকটা পিছিয়ে পড়া কলকাতা নাইট রাইডার্স দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে দর্শকের সামনে খেলার সুযোগ পায় কি না ৷ সোমবার রাজস্থানকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে বেগুনি শিবির ৷ তবে প্লে-অফ নিশ্চিত করতে হলে জিততে হবে শেষ চার ম্যাচেও ৷ তারপর আসবে অন্যান্য সমীকরণ ৷ এদিকে 23-28 মে পুনেতে অনুষ্ঠিত হবে উইমেন্স টি-20 চ্যালেঞ্জ ৷ ফাইনাল-সহ চারটি ম্যাচই হবে পুনেতে ৷

মুম্বই, 3 মে : সম্ভাবনা জোরাল হয়েছিল আগেই ৷ সেই মত শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতিও ৷ সেই সম্ভাবনার সরকারি সিলমোহর পড়ল মঙ্গলবার সন্ধেয় ৷ পঞ্চদশ আইপিএলে জোড়া প্লে-অফ আয়োজনের দায়িত্ব পেল কলকাতার ইডেন গার্ডেন্স ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এদিন নিশ্চিত করা হল বিষয়টি (BCCI announces IPL playoffs venue today) ৷ অপর একটি প্লে-অফ এবং ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷

একই সঙ্গে মেয়েদের টি-20 চ্যালেঞ্জারের ভেন্যুও ঘোষণা করা হল বিসিসিআই-য়ের তরফে ৷ যে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে পুনেতে ৷ আইপিএলের প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটরের দায়িত্ব পেল কলকাতা (IPL qualifier 1 and eliminator will be held in Kolkata) ৷ অর্থাৎ, আগামী 24 মে প্রথম কোয়ালিফায়ার এবং 25 মে এলিমিনেটর অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেটের স্বর্গোদ্যানে ৷ 27 মে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং 29 মে ফাইনাল হবে আমেদাবাদে ৷

  • NEWS 🚨 - BCCI announces schedule and venue details for #TATAIPL Playoffs and Women’s T20 Challenge 2022.

    More details ⬇️https://t.co/dZkzVs2NGj

    — IndianPremierLeague (@IPL) May 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 'ব্রাত্য' রিঙ্কুর ব্যাটেই প্লে-অফে ভেসে রইল নাইটরা

এখন দেখার টানা পাঁচ ম্যাচ হেরে অনেকটা পিছিয়ে পড়া কলকাতা নাইট রাইডার্স দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে দর্শকের সামনে খেলার সুযোগ পায় কি না ৷ সোমবার রাজস্থানকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে বেগুনি শিবির ৷ তবে প্লে-অফ নিশ্চিত করতে হলে জিততে হবে শেষ চার ম্যাচেও ৷ তারপর আসবে অন্যান্য সমীকরণ ৷ এদিকে 23-28 মে পুনেতে অনুষ্ঠিত হবে উইমেন্স টি-20 চ্যালেঞ্জ ৷ ফাইনাল-সহ চারটি ম্যাচই হবে পুনেতে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.