ETV Bharat / sports

Gavaskar Warns India: আইপিএলেও অজিদের কাছে সিরিজ হার মনে রাখা উচিত ভারতের, সাবধানবাণী গাভাসকরের

author img

By

Published : Mar 23, 2023, 10:06 PM IST

বুধবার চেন্নাইয়ে তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে-তে 21 রানে পরাজিত হওয়ায় অস্ট্রেলিয়ার কাছে সিরিজ 1-2 ব্যবধানে হেরে যায় ভারত ৷ আইপিএল (IPL 2023) নিয়ে মাতামাতিতে রোহিত শর্মার যেন এই হারকে ভুলে না যান ৷ এমনই পরামর্শ দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Gavaskar Warns India)৷

Gavaskar Warns India ETV Bharat
সুনীল গাভাস্কার

মুম্বই, 23 মার্চ: 31 মার্চ থেকে শুরু হচ্ছে হাই-প্রোফাইল ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (আইপিএল) ৷ তবে এই নিয়ে মাতামাতির জেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে হারটা ভুলে যাওয়া উচিত নয় ভারতীয় দলের ক্রিকেটারদের ৷ আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে টিম ইন্ডিয়াকে এভাবেই সতর্ক করলেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর (Gavaskar Warns India)।

বুধবার চেন্নাইয়ে তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে-তে 21 রানে অস্ট্রেলিয়ার কাছে হেরে 1-2 ব্যবধানে সিরিজ খুঁইয়েছে রোহিত অ্যান্ডে কোং ৷ তারই প্রেক্ষিতে কিংবদন্তি ব্যাটার গাভাসকর মনে করিয়ে দেন, অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে 50 ওভারের বিশ্বকাপে একই প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হতে পারে রোহিত শর্মাদের ।

স্টার স্পোর্টসে এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, "সামনেই আইপিএল (IPL 2023) শুরু হচ্ছে (31 মার্চ)। তবে এই সিরিজে পরাজয় ভুলে যাওয়া উচিত নয় । ভারতীয় ক্রিকেটারদের এই হার মনে রাখা উচিত ৷ কারণ বিশ্বকাপে ভারতকে এই অস্ট্রেলিয়ারই মুখোমুখি হতে পারে।" তাঁর মতে, তৃতীয় একদিনের ম্যাচে পরাজয়ের কারণ হল চাপ তৈরি করেছিল অজিরা । ভারতীয় ব্যাটাররা সিঙ্গলসও নিতে পারেননি । এ রকম ঘটনা ঘটলে, এমন কিছু চেষ্টা করতে হয় যেই খেলায় ব্যাটাররা অভ্যস্ত নন ৷ সে দিকটাতেই নজর দিতে হবে বলে মনে করেন গাভাসকর ৷

আরও পড়ুন: শিয়রে বিশ্বকাপ ! ঘরের মাঠে সিরিজ হেরে প্রশ্নের মুখে বিরাট-রোহিতরা

জয়ের জন্য 270 রানের টার্গেট তাড়া করতে নেমে 49.1 ওভারে 248 রানেই থেমে যায় ভারতীয় ইনিংস ৷ যার ফলে তৃতীয় ও শেষ ওয়ান ডে এবং তিন ম্যাচের সিরিজে হাতছাড়া হয় । তৃতীয় উইকেটে বিরাট কোহলি (54) ও কেএল রাহুলের (32) জুটির 69 রান এবং ওপেনার রোহিত শর্মা (30) ও শুভমন গিল (37) এর মধ্যে 65 রানের পার্টনারশিপ ছাড়া আর উল্লেখ করার মতো কোনও জুটি গড়ে ওঠেনি ।

ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, "যখন আপনি 270 বা প্রায় 300-এর স্কোর তাড়া করছেন, তখন আপনার প্রায় 90 বা 100-এর পার্টনারশিপ দরকার এবং এটাই আপনাকে টার্গেটের কাছে নিয়ে যাবে । কিন্তু তা হয়নি ৷ হ্যাঁ, রাহুল এবং কোহলির মধ্যে একটি জুটি তৈরি হয়েছিল, কিন্তু তারপরে আরও একটি অনুরূপ বা বড় পার্টনারশিপ প্রয়োজন ছিল ।" তাঁর মতে, অস্ট্রেলিয়ার ফিল্ডিং ছিল অসাধারণ । তাদের বোলিংও খুব ভালো হয়েছিল । 'স্টাম্প টু স্টাম্প' বল পড়ছিল ৷ তবে অজি বাহিনীর ফিল্ডিংটাই পার্থক্য গড়ে দিয়েছিল বলে মত সুনীল গাভাসকরের ৷

মুম্বই, 23 মার্চ: 31 মার্চ থেকে শুরু হচ্ছে হাই-প্রোফাইল ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (আইপিএল) ৷ তবে এই নিয়ে মাতামাতির জেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে হারটা ভুলে যাওয়া উচিত নয় ভারতীয় দলের ক্রিকেটারদের ৷ আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে টিম ইন্ডিয়াকে এভাবেই সতর্ক করলেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর (Gavaskar Warns India)।

বুধবার চেন্নাইয়ে তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে-তে 21 রানে অস্ট্রেলিয়ার কাছে হেরে 1-2 ব্যবধানে সিরিজ খুঁইয়েছে রোহিত অ্যান্ডে কোং ৷ তারই প্রেক্ষিতে কিংবদন্তি ব্যাটার গাভাসকর মনে করিয়ে দেন, অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে 50 ওভারের বিশ্বকাপে একই প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হতে পারে রোহিত শর্মাদের ।

স্টার স্পোর্টসে এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, "সামনেই আইপিএল (IPL 2023) শুরু হচ্ছে (31 মার্চ)। তবে এই সিরিজে পরাজয় ভুলে যাওয়া উচিত নয় । ভারতীয় ক্রিকেটারদের এই হার মনে রাখা উচিত ৷ কারণ বিশ্বকাপে ভারতকে এই অস্ট্রেলিয়ারই মুখোমুখি হতে পারে।" তাঁর মতে, তৃতীয় একদিনের ম্যাচে পরাজয়ের কারণ হল চাপ তৈরি করেছিল অজিরা । ভারতীয় ব্যাটাররা সিঙ্গলসও নিতে পারেননি । এ রকম ঘটনা ঘটলে, এমন কিছু চেষ্টা করতে হয় যেই খেলায় ব্যাটাররা অভ্যস্ত নন ৷ সে দিকটাতেই নজর দিতে হবে বলে মনে করেন গাভাসকর ৷

আরও পড়ুন: শিয়রে বিশ্বকাপ ! ঘরের মাঠে সিরিজ হেরে প্রশ্নের মুখে বিরাট-রোহিতরা

জয়ের জন্য 270 রানের টার্গেট তাড়া করতে নেমে 49.1 ওভারে 248 রানেই থেমে যায় ভারতীয় ইনিংস ৷ যার ফলে তৃতীয় ও শেষ ওয়ান ডে এবং তিন ম্যাচের সিরিজে হাতছাড়া হয় । তৃতীয় উইকেটে বিরাট কোহলি (54) ও কেএল রাহুলের (32) জুটির 69 রান এবং ওপেনার রোহিত শর্মা (30) ও শুভমন গিল (37) এর মধ্যে 65 রানের পার্টনারশিপ ছাড়া আর উল্লেখ করার মতো কোনও জুটি গড়ে ওঠেনি ।

ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, "যখন আপনি 270 বা প্রায় 300-এর স্কোর তাড়া করছেন, তখন আপনার প্রায় 90 বা 100-এর পার্টনারশিপ দরকার এবং এটাই আপনাকে টার্গেটের কাছে নিয়ে যাবে । কিন্তু তা হয়নি ৷ হ্যাঁ, রাহুল এবং কোহলির মধ্যে একটি জুটি তৈরি হয়েছিল, কিন্তু তারপরে আরও একটি অনুরূপ বা বড় পার্টনারশিপ প্রয়োজন ছিল ।" তাঁর মতে, অস্ট্রেলিয়ার ফিল্ডিং ছিল অসাধারণ । তাদের বোলিংও খুব ভালো হয়েছিল । 'স্টাম্প টু স্টাম্প' বল পড়ছিল ৷ তবে অজি বাহিনীর ফিল্ডিংটাই পার্থক্য গড়ে দিয়েছিল বলে মত সুনীল গাভাসকরের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.