হায়দরাবাদ, 19 ডিসেম্বর: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা ৷ তার পরেই দুবাইয়ের কোকা-কোলা এরিনায় আইপিএল 2024-এর নিলামে উঠবে বিশ্ব ক্রিকেটের 333 জন ক্রিকেটার ৷ তাঁদের মধ্যে যে পাঁচ ভারতীয় পেস বোলিং অলরাউন্ডারের দিকে নজর থাকবে তাঁরা হলেন, শাহরুখ খান, চেতন সাকারিয়া, শার্দূল ঠাকুর, শিবম মাভি এবং হর্ষল প্যাটেল ৷ তবে, 333 জন খেলোয়াড়ের মধ্যে মোট 77 জনের ভাগ্যেই সিঁকে ছিঁড়বে এবছরের এই মিনি-অকশনে ৷
শার্দূল ঠাকুর (ন্যূনতম দর- 2 কোটি)
2023 আইপিএলের আগে ট্রান্সফার উইন্ডোর মাধ্যমে দিল্লি ক্যাপিটালস থেকে শার্দূল ঠাকুরকে ট্রেড করেছিল কলকাতা নাইট রাইডার্স ৷ নাইটদের হয়ে গতবার শার্দূলের একমাত্র মনে রাখার মতো ম্যাচ ছিল, ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি ইনিংস ৷ ওই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি ৷ কিন্তু, বাকি সিজনে তেমন প্রভাবিত করতে পারেননি ভারতীয় দলের সদস্য শার্দূল ৷ তাই আগামী মরশুমের নিলামের আগে শার্দূলকে ছেড়ে দিয়েছে কেকেআর ৷ তবে, 'লর্ড' শার্দূলকে দলে পাওয়ার জন্য অনেক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাবে ৷
শার্দূলের ন্যূনতম দর শুরু হবে 2 কোটি টাকা থেকে ৷ তবে, তাঁর দর আর বেশি উঠতে পারে বলে মনে করা হচ্ছে ৷ রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ভালো পেস বোলিং অলরাউন্ডর নেই এই মুহূর্তে ৷ তাই শার্দূলকে দলে পাওয়ার জন্য এই দু’টি ফ্র্যাঞ্চাইজি দর হাঁকতে পারে ৷ আর শার্দূলকে দলে থাকা মানে, 7 বা 8 নম্বরে নেমে পিঞ্চ-হিটিংয়ের বিকল্প থাকা ৷ ফলে আজকের মিনি-অকশনে নজরে থাকবেন 'লর্ড' শার্দূল ৷
হর্ষল প্যাটেল (ন্যূনতম দর- 2 কোটি টাকা)
আরেক ভারতীয় বোলিং অলরাউন্ডার হর্ষল প্যাটেলের উপরেও আজকের নিলামে নজর থাকবে ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আইপিএল-এর চোকার্স বলা হয় ৷ যারা পুরো টুর্নামেন্ট দূরন্ত পারফর্ম্যান্স করে নক-আউটে গিয়ে জঘন্য ক্রিকেট খেলার একাধিক নজির গড়েছে ৷ আর এবার এই ফ্র্যাঞ্চাইজি তাদের বোলিং লাইনআপের অধিকাংশ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ৷ তাঁদের মধ্যে অন্যতম হর্ষল প্যাটেল ৷ পুরনো বলে হর্ষলের স্লোয়ার এবং ইয়র্কর যে কোনও দলের কাছে সম্পদ ৷
আজকের আইপিএল নিলামে হর্ষলের ন্যূনতম দর 2 কোটি ৷ আর তাঁকে দলে নিতে আগ্রহ দেখাতে পারে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস ৷ উল্লেখ্য, কেকেআর লকি ফার্গুসনকে ছেড়ে দিয়েছে ৷ কিউয়ি পেসারকে 2023 সালের ট্রান্সফার উইন্ডোয় গুজরাত টাইটান্স থেকে ট্রেড করেছিল নাইটরা ৷ সেখানেই দিল্লি ক্যাপিটালস তাদের বোলিং এবং লোয়ার-অর্ডারকে আরও মজবুত করতে চাইবে হর্ষল প্যাটেলকে দলে নিয়ে ৷
শিবম মাভি (ন্যূনতম দর- 50 লক্ষ টাকা)
শিবম মাভি ভারতীয় ফাস্ট বোলিংয়ের এক প্রতিভাবান তরুণ ৷ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে উঠে আসা শিবম, কেকেআর, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস হয়ে আবার কেকেআরে ফিরেছিলেন ৷ কিন্তু, কখনই সেভাবে নিজের প্রতিভা অনুযায়ী পারফর্ম্যান্স করতে পারেননি তিনি ৷ তার প্রমাণ পাঁচবছরের আইপিএল কেরিয়ারে মাত্র 32টি ম্যাচ খেলেছেন তিনি ৷ নিলামে তাঁর ন্যনূতম দর 50 লক্ষ টাকা ৷ লখনউ সুপার জায়ান্টস এবং পঞ্জাব কিংস শিবম মাভির জন্য দর হাঁকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে, শিবম মাভিকে বিকল্প বোলার হিসেবেই দলে রাখার পরিকল্পনা করছে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি ৷
শাহরুখ খান (ন্যূনতম দর- 40 লক্ষ টাকা)
টি-20 ক্রিকেটে পিঞ্চ-হিটিংয়ের জন্য পরিচিত শাহরুখ খান ৷ গত দুই সিজন পঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন তিনি ৷ তবে, সেভাবে প্রভাবিত করতে পারেননি তিনি ৷ ঘরোয়া ক্রিকেটে এই মিডিয়াম-পেসার সফল হলেও আইপিএলের মঞ্চে নিজেকে এখনও প্রমাণ করতে পারেননি ৷ পঞ্জাব কিংস তাঁকে এবার নিলামের জন্য ছেড়ে দিয়েছে ৷ 40 লক্ষ টাকার ন্যূনতম মূল্যের তাঁর দর শুরু হবে ৷ রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে দলের নেওয়ার আগ্রহ দেখাতে পারে ৷
চেতন সাকারিয়া (ন্যূনতম দর- 40 লক্ষ টাকা)
2021 সালে সৌরাষ্ট্রের এই পেসারকে দলে 1 কোটি 20 লক্ষ টাকায় দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস ৷ তিনটি মরশুম রাজস্থানে খেলার পর চেতনকে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে ৷ প্রথম দু’টি মরশুমে ভালো পারফর্ম করলেও, গতবার তেমন প্রভাব ফেলতে পারেননি চেতন ৷ তবে, নতুন ও পুরনো বলে উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে চেতন সাকারিয়ার ৷ ফলে সৌরাষ্ট্রের পেসারে বিনিয়োগে অনেক ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হবে ৷ কেকেআর ও আরসিবি চেতন সাকারিয়ার উপর দর হাঁকবে বলে আশা করা হচ্ছে ৷
আরও পড়ুন: